![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীর নাম দিলাম ময়ূরাক্ষি, তোমার নাম দিলাম জল
বেশ কয়েকটা বছর পর পরিবারের সবাই মিলে ঈদের বিশেষ অনুষ্ঠান #ইত্যাদি দেখতে বসলাম।কিন্তু এতটা হতাশ হতে হবে ভাবিনি।আগে #ইত্যাদির মূল লক্ষ্য ছিল,সমাজের সকল ধরনের বৈষম্যগুলো তুলে ধরা।তার মধ্যে অন্যতম ছিল #নকল সমস্যার সমাধান।কিন্তু যে দুইটা গান দিল তাতেই ভীষণভাবে ভেঙে পড়তে হল।জনপ্রিয় গান যেমনঃ"সাত ভাই চম্পা"-র লিরিক্সে পরিবর্তন এবং হিন্দী গান "মেন্যু পেয়ার না মিলে তো মর যাওয়া" -র সুর নকল করে বাংলা গান রচনা,যেটা সত্যিই এই অনুষ্ঠানের নিয়মকে একেবারে ছোট করে দিল।।
হিন্দী চ্যানেল বন্ধ করা বা হিন্দী গান বর্জন করা অথবা কপিরাইট করা বন্ধ করবো শুধু বলেই যাচ্ছি কিন্তু তা না করেই বরং ঐ সংস্কৃতি কাজে লাগিয়ে নিজের মত করে গড়ে তুলছি,এটাও একটা অপরাধ।আর এই সামান্য ভুলটুকু #প্রিয় #ইত্যাদি থেকে কখনোই আশা করিনি।।
সারমর্মঃমুখে বলাটা যত সহজ তা করে দেখানোটা সত্যিই অনেক কঠিন।।
©somewhere in net ltd.