নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম

নদীর নাম দিলাম ময়ূরাক্ষি, তোমার নাম দিলাম জল

শারমিন নিসা

নদীর নাম দিলাম ময়ূরাক্ষি, তোমার নাম দিলাম জল

শারমিন নিসা › বিস্তারিত পোস্টঃ

মানুষ হিসেবে সত্যিই আমরা বড়ই বেহায়া..।।

২১ শে জুলাই, ২০১৫ ভোর ৫:৫০

ঈদের বিশেষ নাটক ফ্যান্টাস্টিক_তরফদার দেখতে বসলাম জনপ্রিয় একটি চ্যানেল এ।।তাতেও বিড়ম্বনার যেন কোন শেষ নেই।
প্রথমতঃআগে যে ঈদের নাটকগুলো ধারাবাহিক হতো সেগুলোর ধারের কাছেও যেতাম না।কিন্তু আজকাল সব নাটকই ৬ দিনের বিশেষ ধারাবাহিকে নির্মিত,তাই একজন সাধারণ দর্শক হিসেবে বিনোদনের জন্য এগুলো না দেখা ছাড়া কোন উপায়ও খোলা নাই।
দ্বিতীয়তঃ চ্যানেলের মালিকগুলো আমাদের এই অসহায়ত্বের সুযোগ নিয়ে ব্যবসার সফলতার কথা ভেবে এতটাই কমার্শিয়াল হয়ে যাচ্ছে যে বিজ্ঞাপন দেওয়া শুরু করলে তা মিনিমাম ১৫-২০ মিনিট চলার পরও তাদের মনে থাকে না আসলে টিভিতে কিছু চলছে কি না!!!
আমরাও অলস দর্শকরা অপেক্ষা করতে করতে নাটকের পূর্বকাহিনী ভুলে যাই তাও নির্লজ্জের মত বসে থাকি একটু বিনোদনের আশায়।।
এমনকি খবর দেখার আগেও আপনাকে ১৫ মিনিট অপেক্ষায় থাকতে হবে।।
বিঃদ্রঃ শুধু নাটক নয় যে কোন প্রোগ্রাম হোক দেখতে বসার আগে ভাই ঘড়িটা আর আপনার সময়টা দেইখ্যা বইসেন তা না হলে আপনার মন খারাপ এবং সারাদিন মাটি হয়ে যাওয়ার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার একজন লিখক এর লিখা ০ বার পঠিত , বুঝে আসছেনা ।
অঃটঃ - আপনার লিখা কি প্রথম পাতায় জাচ্ছেনা ?

২| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১:৪৭

শারমিন নিসা বলেছেন: চমৎকার বলেছেন,তাতেই ভীষণ ভালো লাগছে।
খুব একটা বসা হয়না আর বসলেও লাইক বা কমেন্টের আশায় কিছু এখন পর্যন্ত লিখিনি,শুধু মনের মাঝে যত মান-অভিমান-রাগ-অনুরাগ আছে তা এখানে প্রকাশ করে নির্ভেজাল একপ্রকারের আনন্দ লাভ করি।।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।। :)

৩| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১:৪৯

শারমিন নিসা বলেছেন: চমৎকার বলেছেন,তাতেই ভীষণ ভালো লাগছে।
খুব একটা বসা হয়না আর বসলেও লাইক বা কমেন্টের আশায় কিছু এখন পর্যন্ত লিখিনি,শুধু মনের মাঝে যত মান-অভিমান-রাগ-অনুরাগ আছে তা এখানে প্রকাশ করে নির্ভেজাল একপ্রকারের আনন্দ লাভ করি।।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.