![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাম - সত্যব্রত বয়স- ২৫ গান গাইতে ভালবাসি ,টুকটাক লিখি , মাঝে মাঝে মানুষ দেখি রাস্তায় বসে, লেকের পারে আনমনে বসে আঁধারে মন ভেজাই ।
শীত আসলেই ছোটো বড় সবারই ঠোঁট ফেটে যায় । অনেকে ঠিকমত হাসতেও পারেন না । এর কারণ ঠোঁটের চামড়া শরীরের অন্যান্য ত্বকের তুলনায় খুবই স্পর্শকাতর। তাই শীতে আপনার ঠোঁটের জন্য চাই একটু বাড়তি আর্দ্রতা। আর এর অভাব হলেই শুরু হয় ঠোঁট ফাটা। তাই ঠোঁট ফাটা থেকে রক্ষা পেতে চান ? জেনে নিন সমাধান.....................
জলদি টিপস
* আমাদের অনেকেরই অভ্যাস আছে জিভ দিয়ে ঠোঁট ভেজানোর । প্রথমেই এই অভ্যাসটা দূর করতে হবে। কেননা এতে ঠোঁট ফাটার সম্ভাবনা আরও বেড়ে যায় ।
* দিনের ৩-৪ বার পেট্রলিয়াম জেলি, ক্রিম, গ্লিসারিন বা চ্যাপস্টিক জাতীয় তৈলাক্ত কিছু ঠোঁটে লাগাতে হবে ।
* প্রতিদিন সমপরিমাণ গ্লিসারিন ও লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগান । ঠোঁট ফাটা বন্ধ হবেই হবে ।
* অলিভ ওয়েল ও মধু মিশ্রন ঠোঁটে লাগান । ঠোঁট ফাটবে না ।
* অনেকের নখ দিয়ে ঠোঁটের চামড়া টেনে তুলার অভ্যাস থাকে । এটা বাদ দিতে হবে । যদি ঠোঁটে বেশি মরা চামড়া উঠে তবে রাতে শোবার আগে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি মেখে নিন। ঘুম থেকে উঠে নরম ও পাতলা সুতি কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে আঙুল দিয়ে হালকা করে ঘষে মরা চামড়া তুলে ফেলুন।
* মেয়েরা যারা লিপস্টিক ব্যবহার করেন তারা শুষ্ক ঠোঁটে ম্যাট লিপস্টিক ব্যবহার করবেন না। এ ধরনের ঠোঁটের জন্য গ্লসি লিপস্টিক ভালো।
* আজকাল অনেক ছোটো সাইজের লিপ জেল ও লিপ বাম পাওয়া যায় । মেয়েরা নিজেদের পার্সে আর ছেলেরা নিজেদের প্যান্টের পকেটে রাখতে পারেন লিপ জেল বা বাম ।
* ঠোঁট যদি ফেটেই যায় তবে ফাটা ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে লিপজেল বা লিপবাম মেখে নিন । তারপর টিস্যু পেপার দিয়ে হালকা মুছে লিপস্টিক লাগানো উচিত।
অনেকেই আছেন যাদের অফুরন্ত সময় আছে এবং উনারা সময় পেলেই ত্বকে ঘষাঘষি করতে পছন্দ করেন তাদের জন্য নিচের টিপসগুলো..............................
* সমপরিমাণ গ্লিসারিন, লেবুর রস ও ক্যাস্টর অয়েল মিশ্রণ বানিয়ে ঠোঁটে ব্যবহার করলে ঠোঁট ফাটা কমে ।
* ফাটা ঠোঁটে অ্যালোভেরার জেল লাগালে বা শসার টুকরো ঘষলেও উপকার পাওয়া যায় ।
* ঠোঁটে পাকা কলা মাসাজ করলেও ঠোঁট কোমল হয় ।
* ঠোঁট নরম করতে খাঁটি ঘি ও মাখন পেস্ট করে সারারাত লাগিয়ে রাখুন। পাশাপাশি সামান্য দুধের সর ভালো করে বেটে মাঝে মাঝে ঠোঁটে লাগাতে পারেন। এতে ঠোঁট নমনীয় থাকবে।
* ঠোঁট যদি বেশি ফেটে যায় তবে মধু ও নারিকেলের দুধ এক সঙ্গে মিলিয়ে লাগালে ভালো ফল পাওয়া যাবে ।
* গোলাপ ফুলের পাতা, মধু ও দুধের সর মিশিয়ে ১৫ মিনিট ঠোঁটে রেখে ধুয়ে ফেললেও ঠোঁট নরম হবে ।
* গোলাপের পাপড়ি বেটে সঙ্গে গ্লিসারিন মিশিয়ে লাগালে ঠোঁটের কালো দাগ দূর হবে ।
তাই আর দেরি না করে ঝটপট আপনার ঠোঁটের যত্ন নিন । ঠোঁটকে করুন আরো নমনীয় এবং অনেক বেশি আকর্ষণীয়।
-
২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৩
ব্রতসত্য বলেছেন: ঠোঁটগুলো ভাল লেগেছে, আদরে রাখতে ইচ্ছে করছে খুব।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৬
সরোজ রিক্ত বলেছেন: সব দামী খাবার দেখি রুপচর্চায়ই গেলো। খাবারগুলো পুষ্টিকরও বটে। খাবার জন্য পরামর্শ না দিয়ে অপচয়ে সমর্থন দেয়ার জন্য মাইনাস।
ঠোঁটগুলো ভাল লেগেছে, আদরে রাখতে ইচ্ছে করছে খুব।