![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাম - সত্যব্রত বয়স- ২৫ গান গাইতে ভালবাসি ,টুকটাক লিখি , মাঝে মাঝে মানুষ দেখি রাস্তায় বসে, লেকের পারে আনমনে বসে আঁধারে মন ভেজাই ।
এইমাত্র আজান দিল । ভোরের আজান । বালিশের পাশে রাখা সেল ফোনটা নিলাম । ৫ টা ৪০ বাজে ।
গতকালের ঘটনার পর থেকে একটু আপ সেট আমি । এমনিতে আমি খুব চঞ্চল আর আমুদে । যেখানেই যাই না কেন সবাইকে মাতিয়ে রাখি । এটা আমার ছোটবেলার অভ্যাস ।
কিন্তু কাল তোমাকে দেখার পর পুরনো ক্ষতগুলো নতুন করে বুকে জেগে উঠছে কেন ?
প্রায় ৩ বছর পর তোমার সাথে দেখা ।
সেই জাতীয় জাদুঘরের সামনে ।
আমি তোমাকে দেখি নি । তুমিই আমাকে দেখে ডাক দিলে.........শ্রাবন ।
আমি চোখ ফিরে তাকালাম......। সেই তুমি ! যাকে একনজর দেখার জন্য প্রতিদিন ধানমণ্ডি থেকে ছুটে যেতাম মালিবাগ । সেই তুমি...। যার বুকে না ঘুমালে আমার ঘুম আসত না ।
মুখে মৃদু হাসি নিয়ে বললাম,তমা কেমন আছ? বিদেশ থেকে কবে এসেছ ?
এইতো ৫ দিন হল । তুমি আমার দিকে অবাক চোখে তাকিয়ে বললে ।
কাকাবাবু কেমন আছে ?
বাবা নেই । মারও শরীরটা খারাপ । মাকে দেখতেই দেশে আসা ।
আর তোমার ছোটো ভাইটা ?
ও এখন আমার সাথে কানাডা থাকে । তোমার কি খবর ? এখনও সেই আগের মতই নাদুস নুদুস । তুমি হা হা করে হেসে উঠলে ।
আমি জোর করে বুকের ভেতরের কান্নাটাকে গিলে ফেলি । বলি, তুমিও আগের মত আছ ? সেই হাসি । সেই চোখ ।
শ্রাবণ, চাইলেই সব কি বদলান যায় ?
কি জানি ! আমি উদাস হয়ে বললাম ।
এখন কি করছ? জব?
হুম । একটা টি ভি স্টেশন এ কাজ করি ।
বাহ! তোমার স্বপ্ন ছিল, স্বপ্ন পূরণ হল ।
হয়ত ।
হয়তো কেন বলছ ? মিডিয়াতে কাজ করা নিয়েই আমাদের মাঝে ব্রেক আপ হল ।
আমার চোখের সামনে তখন একে একে সব ভেসে উঠতে লাগলো ।
আমি আর তুমি একটা মঞ্চ নাটকের দলে কাজ করতাম । একটা সময় ভালো লাগে তোমায় । প্রতিদিন কথা, টি এস সি তে আড্ডা । দুষ্টামি । একদিন তোমাকে বলেই ফেললাম ভালবাসি ।
কিভাবে যে কি হয়ে গিয়েছিল সে প্রশ্নের উত্তর আজো পাইনি ।
কত রাত দুজন কথা বলে পার করে দিয়েছি তার ঠিক নেই । যেদিন তোমায় প্রথম প্রপোজ করি সেদিন আমার পরনে ছিল লাল টি শার্ট । বুকে লেখা ছিল...dont break my heart
সেদিন তোমাকে ২০ টা লাল গোলাপ দিয়ে বলেছিলাম, ভালবাসি ।
তুমি কিছু বললে না । আমাকে জড়িয়ে গাছের আড়ালে নিয়ে ঠোঁটে আলতো চুমু খেলে । ভাগ্যিস রাত ছিল ।
এরপর দুটো টোনা টুনির একসাথে পথ চলা, স্বপ্ন দেখা শুরু ।
কিন্তু বাধ সাধল আমার একগুয়েমি । অহংকার । আসলেই কি আমার দোষ বেশী ছিল ?
তোমার কি দোষ ছিল না ? যখন একা হই নিজেকে জিজ্ঞেস করি । উত্তর পাই না ।
তোমার কথায় বাস্তবে ফিরে আসি । চল চা খাই। আমি পাশ থেকে লুকিয়ে দেখি তোমায় । তোমার থুতনির তিল । তোমার কালো ফ্রেমের চশমা । তোমার বাম চোখের ভুরু ।
তুমি আমায় বললে, তোমার গার্ল ফ্রেন্ড কি করে ?
নেই ।
কি বল ? তুমি মিডিয়া তে কাজ করো । আরর গার্ল ফ্রেন্ড নেই ?
না নাই । এখন শরীর খুঁড়ে খুঁড়ে সুখ খুজি । মন খুজি না ।
বাহ ! ভালই বললে .........।
মামা দুইটা চা দেন, চা ওয়ালাকে বললে তুমি ।
একটা চিনি ছাড়া .........আমি বললাম ।
এখনও চিনি খাও না ? তুমি অবাক হয়ে বললে ।
হুম ।
আমার বয় ফ্রেন্ড আছে । আসলে ও কানাডিয়ান । আমার সাথেই আসছে বাংলাদেশে । ও এখন গুলশান থেকে এখানে আসছে । ওর জন্যই অপেক্ষা । ওর নাম ইভান । আমায় আনেক ভালবাসে ।
ও । তাই । ভালত । তুমি যেমন চেয়েছিলে ।
তুমি কি সুখি হয়েছ ? চা এ চুমুক দিয়ে বললে ।
আমিতো সুখ খুজি নি । এখনও খুজি না । জীবন যাপনের জন্য জীবন কে উপভোগ করি ।
সেই আগের মত বেখেয়ালি কথা বার্তা । তুমি হাসলে ।
তা বলতে পার । আমি বোধয় এমনই ।
যেদিন তুমি আমাকে ফিরিয়ে দিয়ে চলে গেলে , আমি সেদিন আনেক কেঁদেছিলাম ।
আমি জানি । অপরাধির মত বললাম।
এত কষ্ট কেন দিলে আমায় ? শ্রাবণ ।
আমি দাঁতে ঠোঁট কামড়ে বলি, আমি খুব খারাপ হয়ত ।
কি জানি ? আজ ভালো খারাপ এর হিসেব করেও লাভ নেই ।
তা ঠিক বলেছ । তুমিত সুখি ! তাই না !
তমার সেল ফোন বেজে উঠলো । রিসিভ করে তমা বলল, evan, plz wait in front of national museum gate…I am coming honey .
তমার দিকে তাকিয়ে বললাম, ইভান চলে এসেছে বোধয় । তাই না ?
হুম । তুমি করুন চোখে আমার দিকে তাকালে ।
ঠিক আছে । যাও ।
তোমার সেল নম্বরটা দেবে ?
আমি বললাম, না ।
ওকে তুমি যা ভালো মনে করো ।
আমার দিকে ডান হাত বাড়িয়ে আমার ডান হাত ধরলে তুমি । সেই হাত......। যে হাত ছোঁয়ার জন্য পাগল ছিলাম আমি ।
আসি । ভালো থেক । নিজেকে কষ্ট দিও না । আমি জানি তুমি অনেক অভিমানি । কষ্ট দাও নিজেকে , অন্যকেও । পারলে কাওকে খুজে নাও । তুমি এক নিশ্বাসে বলে চুপ করলে ।
আমি চুপ ।
তুমি চলে যাচ্ছ । আস্তে আস্তে মানুষের ভিড়ে মিশে যাচ্ছে তোমার অবয়ব । তোমার নীল রঙের শাড়ি । তোমার ভীষণ আদুরে মুখ ।
আমি বুঝতে পারলাম, আমি কাঁদছি । আমি সত্যি এত বছর পর কাঁদছি । তোমার জন্য । আমি বোধয় সত্যি তোমায় ভালবাসতাম । সত্যি ভালবাসতাম ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৩
ব্রতসত্য বলেছেন: শু্করিয়া মরু বালক
২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৭
হাসান মুহিব বলেছেন: তোমার নীল রঙের শাড়ি সত্যি ভালবাসতাম ; আজো ভালবাসি তাই
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪
ব্রতসত্য বলেছেন: সত্যি ভালবাসি নীল শাড়ি হাসান
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১০
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: স্বপ্ন দেখতে ভালোবাসি কিন্তু স্বপ্ন যে সব সময় সত্যি হয় না ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৫
ব্রতসত্য বলেছেন: তারপর ও স্বপ্নেই ঘর বাঁধা
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩২
আবির৮৮ বলেছেন: অসাধারন লেখার হাত আপনার।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৬
ব্রতসত্য বলেছেন: ভাই ধইনা পাতা দিলাম
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০
লক্ষ্যহীন বলেছেন: ভাল গল্প
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২
দিগন্ত নীল বলেছেন: ভালো লাগলো ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৭
ব্রতসত্য বলেছেন: আমি জানি না কেমন লিখি, েচষ্টা করে যাই ।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৭
মরু বালক বলেছেন: সত্যিই ভালবাসতাম?????
...
সুন্দর প্রকাশের জন্য ধন্যবাদ