![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাম - সত্যব্রত বয়স- ২৫ গান গাইতে ভালবাসি ,টুকটাক লিখি , মাঝে মাঝে মানুষ দেখি রাস্তায় বসে, লেকের পারে আনমনে বসে আঁধারে মন ভেজাই ।
পুরুষের প্রধান রূপচর্চা হচ্ছে শেভিং । কিন্তু এটাও অনেকে ঠিকমত করেন না । আজ শেভিং নিয়ে কিছু টিপস দিলাম.........কাজে লাগলেও লাগতে পারে............
*শেভ করার আগে ফেস ওয়াশ দিয়ে মুখ হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন । এতে মুখের রোমকূপ খুলে যাবে এবং শেভিং জেল বা ফোম রোমকূপে ঢুকতে পারবে ।
*এবার মুখে কোন ভালো কোম্পানির জীবাণুনাশক ক্রিম লাগিয়ে নিন ।
*মুখে শেভিং জেল বা ফোম লাগিয়ে ৪-৫ মিনিট অপেক্ষা করুন । এতে দাড়ি নরম হবে ।
* এবার ভালো কোন রেজর দিয়ে শেভ শুরু করুন । নতুন রেজর ব্যবহার করাটাই ভালো । মালটি ব্লেড এর রেজর হলে ভালো শেভ হয়। পুরনো, ব্লেড এ জং ধরা রেজর ব্যবহার না করাই ভালো । কারণ এতে রোগ হতে পারে ।
* শেভ করার সময় রেজর খুব জোরে টানবেন না । এমনভাবে শেভ করবেন যেন মুখের ত্বকের সাথে ব্লেডের ঘর্ষণ খুব বেশী না হয় ।
* শেভ করবেন ত্বকের উপর দিক থেকে নিচের দিকে রেজর টানার মাধ্যমে । অনেকের উল্টো দিকে রেজর টানার অভ্যাস আছে । এটা খুবই খারাপ অভ্যাস । এতে আপনার মুখের রোমকূপ ফুলে যেতে পারে ।
* যাদের ত্বক খুব সংবেদনশীল তাদের একবার শেভ করাই ভালো ।
* শেভিং শেষে মুখ আবার হাল্কা গরম পানি দিয়ে ধুয়ে নিন ।
* এবার মুখে আফটার শেভ লোশন বা ক্রিম লাগান ।
* যাদের ত্বক তৈলাক্ত তারা ওয়াটার বেজ প্রোডাক্ট ব্যবহার করবেন ।
* এরপর মুখে হালকা করে ময়েসচারাইজার ব্যবহার করুন । কারণ শেভ করার সময় আপনার ত্বক আদ্রতা হারায় ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৮
ব্রতসত্য বলেছেন:
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০১
অন্যনায়ক বলেছেন:
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১০
মাক্স বলেছেন: এমনে একবার শেইভ করতে কতদিন লাগতে পারে
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩১
শিপন ব্লগার বলেছেন: য়ার ওননো কিচুর কোতা তো ভললেন না।
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫২
সুলাইমান হাসান বলেছেন: মাক্স বলেছেন, "এমনে একবার শেইভ করতে কতদিন লাগতে পারে"
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৪
মেহেদী_বিএনসিসি বলেছেন: এই পদ্ধতী হলো যারা প্রথম প্রথম শেভ করছে.........অথবা যাদের দু-তিন সপ্তাহ পর পর শেভ করলে চলে........এবং বলা বাহুল্য তাদের আজাইরা টাইমের অভাব নাই
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪০
ব্রতসত্য বলেছেন: মেহেদী_বিএনসিসি শেভিং করা জ আজাইরা কাজ এইডা জানতাম না
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৩
মেহেদী_বিএনসিসি বলেছেন: @@ব্রতসত্য আমি মিন করেছি.........আমরা যারা চ্রম দৌড়ের মধ্যে থাকি কাজবাজ-পরিবার-বন্ধুবান্ধব নিয়া........আর চাকরী/কাজের খাতিরে আবার প্রতিদিন শেভ করতে হয়....... তারা এই ষ্টাইলিষ্ট শেভিং করার টাইম পাওয়ার কথা না........আর আসলেই প্রতিদিন শেভ করতে করতে এইডারে পুরাই আজাইরা কাজ মনে হয়.......খালি চিন্তা করি......ইস মেয়েরা কি যে এই ব্যাপার নিয়া শান্তিতে আছে........কোন টেনশন নাই
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০০
চারশবিশ বলেছেন: * শেভিং শেষে মুখ আবার হাল্কা গরম পানি দিয়ে ধুয়ে নিন ।
* এরপর মুখে হালকা করে ময়েসচারাইজার ব্যবহার করুন । কারণ শেভ করার সময় আপনার ত্বক আদ্রতা হারায়
এইভাবে কি গরমের সময়েও হবে
১০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৫
ব্রতসত্য বলেছেন: চারশবিশ ময়েসচারাইজারটা সব সময়ি জরুরি
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১২
মহাজাগতিক পাগল বলেছেন:
আপনার দেওয়া তরিকায় একবার শেভ করে দেখুম নে