![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ আমার আজন্ম স্বপ্ন
-শায়খ মোহাম্মদ আবু তাহের
ফাঁসিতে ঝুলিয়ে , গুলি চালিয়ে
বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে
কিংবা জবাই কোরে নয়
তোদের মারবো - থুতুর সাগরে ডুবিয়ে
আর হাজার বছরের ঘৃণার আগুনে পুড়িয়ে ।
এ আমার আজন্ম স্বপ্ন –
রাজাকারের লাশ পায়ে মাড়িয়ে ,
প্রভাতফেরীর গান গাইতে গাইতে ,
শহীদ মিনারে যাবো ।
এ আমার আজন্ম স্বপ্ন –
স্মৃতি সৌধের প্রবেশ দ্বারে
কালো চামড়া সাক্ষী দেবে
মীর জাফরের সহচর , রাজাকার-আলবদর
তোদের খুনে গোসল কোরে আমি পবিত্র হবো ।
এ আমার আজন্ম স্বপ্ন ।
ইতিহাস ,
তোদের কাছে হয়তো আজ বিস্মৃত
কিন্তু আমরা ভুলিনি সেই বুলেটের কথা,
যেটা বের হয়েছিলো স্তন্যপানরত শিশুর বুক ভেদ কোরে ,
মায়ের আর্তনাদে ।
ভুলিনি সেই ব্যাভিচারের কাহিনী
যেদিন পাক হায়নার মুখে তোরা তুলে দিয়েছিলি
কিশোরী , তরুণী আর বীরাঙ্গনা মায়ের কান্না
ভুলিনি , আমরা ভুলতে পারবোনা ।
সন্তান বিসর্জনের ‘ অপরাধে ’ যেদিন বাবাকে ধরেনিয়েছিলি
সুঁই ঢুকিয়ে , আঙ্গুল কেটে ,
বেয়োনেটে খুঁচিয়ে , জানতে চেয়েছিলি
কোথায় সেই হারামখোর কাফেরেরদল ?
মনে কি পড়ে , সেই বিবর্ণ বিকেলে
যখন বিষণ্ণ বাংলা আসন্ন বিজয়ের অপেক্ষায়
তখন মেতে উঠেছিলি নৃশংস নীল নকশার নেশায়
ভূমিষ্ঠ প্রায় জাতিকে অন্ধ করার খেলায় ,
তবুও শেষ রক্ষা হয়নি
“ পাকসার জমিন ” পরাজয়ের বার্তা নিয়ে
ফিরেছিল নিজ দেশে
রেখে গিয়েছিলো কিছু কৃতদাস ,
চির কাপুরুষ চর ।
কিছুকাল পর ,
চির অধর্মের রুপ , ধর্মের চাদরে ঢেকে
পরাজিত শক্তি পিশাচের দল
আবার তুলল মাথা সোনার বাংলার ’পর ।
টেকনাফ থেকে তেতুলিয়া
গ্রাস কোরে নিলো কালো ছায়া
নেমে এলো রুদ্ধতা , অন্ধকার আর একবার
শুরু হোল রক্তোৎসব , ভেসে গেল স্বাধীনতা
ধ্বংস হোল এক অসাম্প্রদায়িক সত্তা ।
সেদিন তোদের গাড়িতে উঠেছিল
লাল-সবুজের ধূসর পতাকা
আর ঘৃণায় অপমানে মুখ ঢেকেছিল
৫২,৬৯,৭১ এর যোদ্ধা-শহীদেরা
ভুলিনি , আমরা ভুলতে পারিনা ।
হায়নার হিংস্রতায় বিদীর্ণ বাংলা ,
অস্তিত্তের বুকে বোমা বর্ষণ অবিরাম ,
রগকাটা গলাকাটা লাশের মিছিল ,
শুকুনির হাতে শবের ব্যাবচ্ছেদ
বধ্যভূমির উপর দাঁড়ানো শূয়রের উল্লাস ধ্বনি ,
আর শুনতে চাইনা আমি ।
আমি প্রতিশোধ নেবো ।
এ আমার আজন্ম স্বপ্ন ।
©somewhere in net ltd.