নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শায়খ মোহাম্মদ আবু তাহের

শায়খ মোহাম্মদ আবু তাহের › বিস্তারিত পোস্টঃ

দূষিত রাজনীতি ,আক্রান্ত ক্রিকেট

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৬

সাকিব আল হাসান , ভুল সময়ে জন্ম নেওয়া একজন মানুষের নাম । বিসিবি আথবা পাপনরা এখনো তাকে ধারন করার মতো যথেষ্ট বড় হয় নাই । আমরা স্বীকার করি আর নাই করি এমন অনেক মানুষ আছে যারা কেবল মাত্র সাকিবের কারনেই আমাদের দেশটাকে চেনে । ক্রিকেটে তার অবদানের কথা নতুন কোরে বলার কিছু নাই ।অলরাউন্ডারদের রেঙ্কিংএ প্রথম । ইমরান খান আর ইয়ান বোথাম এর পর তিনিই একমাত্র ক্রিকেটার যিনি একই টেস্টে সেঞ্চুরি আর দশ উইকেট নিয়েছেন । আমাদের দেশের যেকোনো ব্যাটসম্যানের চেয়ে তার avarage আর strike rate ভালো এবং মোট রানের সংখ্যাও বেশি । বোলিং এর ক্ষেত্রেও একই অবস্থা । পৃথিবীর যেকোনো পিচে তার মতো ধারাবাহিক performance আর কেনো বাংলাদেশি দেখাতে পারেনি । এত কিছুর পরও তাকে দল থেকে নিষিদ্ধ করা হয় আর কারন হিশাবে পাপন বলেন , এমন কিছু অমানবিক ঘটনা যা মনে করলে তার চোখে পানি চোলে আসে । অথচ বিশ্বজিৎ এর অকাল মৃত্যুতে এই পাপনদের চোখে পানি আসেনা ,ফেলানির ঝুলন্ত লাশ নিয়ে রাজনীতি করতে তাদের বাধেনা , প্রত্যেকটি পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস কোরে ভবিষ্যৎ প্রজন্মকে বুদ্ধি বন্ধ্যা কোরে দিতেও তাদের কিছুই যায় আসেনা ।তাদের সবার চুলকানি এক জায়গায় । যাইহোক সাকিব দ্বারা সংঘটিত সেই “অতি অমানবিক” ঘটনাগুলো পাপন বা বিসিবি কারো কাছথেকেই জানা যায়না আর হলুদ মিডিয়া যথারীতি ঘোলা পানিতে মাছ শিকারে নেমে যায় , সাধারন মানুষের সামনে ধুম্রজালের সৃষ্টি করে ।
তবে দুঃখের বিষয় পরশ্রীকাতর লোকগুলো যারা বলে সাকিবের কোন দরকার নেই বাংলাদেশ দলে তারা খুব একটা সুবিধা করতে পারেনা । কারন এই দেশে অনেক মানুষ আছে যারা সত্যিকারঅর্থে ক্রিকেট ভলোবাসে , ভালোবাসে ক্রিকেটারদের ।
যাদের কাছে বাংলাদেশের খেলা মানেই উৎসব । জিতে যাওয়া মানেই আনন্দ ,হেরে যাওয়া মানেই হতাশা- আবার জয়ের জন্য অপেক্ষা । এইসব ভক্তদের জন্যই সাকিবদের ফিরিয়ে আনতে হয় । সাকিবরা ইতিহাস আর পাপনরাও ইতিহাসের অংশ যেমন মীর জাফর ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.