![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্কুল কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের যেসব বই পড়ে পরীক্ষায় নাম্বার পাওয়া যায় সেসব বই কখনো খুব বেশি মনযোগ দিয়ে পড়া হয়না । কখনো চেষ্টা করিনি বেপারটা এমন নয় , আবার বই এর প্রতিযে আমার অ্যালার্জি আছে তাও নয় ।
বই গুলোতে হয়তো আমার জন্য “এমন কিছু” ছিল অথবা “এমন কিছুর অভাব” ছিল যার কারণে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারতামনা ।( এই না পারার কারণে জীবনে যে কম ঝামেলা পোহাতে হয়েছে তাও নয় । ) তবে এই “এমন কিছু” খুঁজে পেয়েছিলাম গল্প কবিতা আর উপন্যাসে , যার কারণে একটা বই হাতে ঘণ্টার পর ঘণ্টা সময় চলে গেলেও টের পাইনা , সেটা শেষ না করার আগ পর্যন্ত অন্য কিছুই করতে ইচ্ছা করেনা । পরীক্ষা পাসের জন্য অতি উপকারি বই গুলোতে কখনো কলমের ছোঁয়া না থাকলেও তথাকথিত “অকাজের” বই গুলোতে অনেক দাগাদাগি করতাম মানে , যে লাইন গুলো বেশি ভালো লাগতো সেগুলো মার্ক করে রাখতাম যাতে যখনতখন সহজেই খুঁজে পাওয়া যায় । আজ যেমন মারিও পুজোর গড ফাদার এর কয়েকটা লাইন আবার পড়লাম .........
কিছু কিছু কাজ কেবল কোরে যেতে হয় ।
তা নিয়ে কখনো কথা বলতে হয়না ।
তার প্রয়োজনীয়তা অথবা ন্যায্যতা প্রমান করার চেষ্টা করতে হয়না ।
প্রমান করা যায় না । কেবল ক’রে যেতে হয় ।
তারপর ভুলে যেতে হয় ।
-মারিও পুজো ( গড ফাদার )
©somewhere in net ltd.