নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শায়খ মোহাম্মদ আবু তাহের

শায়খ মোহাম্মদ আবু তাহের › বিস্তারিত পোস্টঃ

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই !!!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২১

আমি জানি অভিজিত রায়ের হত্যা নিয়ে ফেসবুকে সাময়িক ঝড় উঠবে , সরকারের লোকেরা মিথ্যা আশ্বাস দিবে , নেতারা পাল্টাপাল্টি অভিযোগ করবে , হলুদ মিডিয়া হয়তো কিছুদিন পানি ঘোলা করবে , বুদ্ধিজীবীরা টক শো তে সহজ সমাধান দিবে , যথারীতি আর দশটা খুনের ঘটনার মতো এইটাও চাপা পড়ে যাবে অথবা সমাজপতিদের সুবিধামত নতুন কোন “জজ মিয়া নাটক” মঞ্চায়িত হবে এবং অবশ্যই এই খুনের কোন প্রকৃত বিচার হবেনা , মানুষ কখনই জানবেনা প্রকৃত সত্যটা কি? (হুমায়ুন আজাদ , সাগর-রুনিদেরটা যেমন জানে না) তার কিছুদিন পর প্রতিদিন সূর্য উঠানামার মতোই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে , কিন্তু যে যায় সে আর ফিরেনা ,তার অভাব কখনো পূরণ হয় না । যার যায় তার ক্ষত কোনদিন শুকায়না । তার জীবন এত সহজে স্বাভাবিক হয় না ।

আমি বিশ্বাস করি ধর্ম কখনো মানুষের চেয়ে বড় হতে পারেনা । কারন ধর্ম মানুষের জন্য । মানুষ ধর্মের জন্য নয় । একজন মানুষের সাথে আমার বিশ্বাসের মিল নাও থাকতে পারে তাই বলে তাকে খুন করতে হবে এইটা কোন ধর্ম অথবা স্বাধীনতার বহিঃপ্রকাশ নয় । যার যার ধর্ম তার তার । এই আয়াতটি হচ্ছে কুরআন শরীফের ১০৯ নং সূরা কাফিরুনের ৬ নং আয়াত যার অর্থ হচ্ছেঃ

“তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে ”।

অর্থাৎ ইসলাম ধর্ম মতে সবাই নিজের কাজ অনুযায়ী ফলাফল পাবে , কেউ আল্লাহ্‌র কাছে অপরাধী হলে তার শাস্তি তিনিই দিবেন ,এইটা নিয়ে ইসলাম অনুসারীদের মাথা ঘামানোর কিছু নাই । কাজেই কোন অবিশ্বাসীকে হত্যা করলেই ধর্মের চরম উপকার সাধিত হয় অথবা পরকালের পথ সুগম হয় এমনটা ভাবার কোন কারন নাই । আমার জানা মতে ইসলাম কখনো কাওকে কিছু বিশ্বাস করতে বাধ্য করা কে সমর্থন করেনা , হত্যা করাতো দূরের কথা । তারপরও এই ঘটনা গুলো সারা পৃথিবীতেই ঘটছে । এর দুইটি অন্যতম কারন হল এক- যারা ধর্মে বিশ্বাস করেন তাদের মধ্যে ৯৯.৯৯ % মানুষই কেবলমাত্র উত্তরাধিকার সূত্রে ধর্মে বিশ্বাস করেন , ধর্ম নিয়ে তাদের নিজস্ব কোন চিন্তা নাই এবং ধর্ম গ্রন্থগুলোতে কি লেখা বা তার সঠিক ব্যাখ্যা কি তা জানার কোন চেষ্টা নাই । দুই-এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে ক্ষমতাধর এবং ক্ষমতালোভি নেকড়েরা ।

প্রতিদিন অসংখ্য বার আপনার সাথে আমার মতের অমিল হতে পারে তার মানে এইনা যে আপনাকে আমি অসংখ্য বার খুন করব । সবচেয়ে বড় কথা একজন মানুষকে হত্যা করা যায় ঠিক , কিন্তু তার আদর্শকে তো আর হত্যা করা যায়না । আমাদের দেশের বিচারহীনতার সংস্কৃতি এই ব্যাপার গুলোকে আরও উৎসাহিত করছে । যাইহোক একজন সাধারন মানুষ হিসেবে আমি এখনো বিচার প্রত্যাশা করি অভিজিত রায় , হুমায়ূন আজাদ সহ সকল বুদ্ধিজীবি হত্যা এবং সাম্প্রদায়িক হামলায় জড়িতদের , এখনো স্বপ্ন দেখি অসাম্প্রদায়িক বাংলাদেশের যেখানে অন্তত স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.