নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শায়খ মোহাম্মদ আবু তাহের

শায়খ মোহাম্মদ আবু তাহের › বিস্তারিত পোস্টঃ

মে দিবস???কেন??কার ???

০৩ রা মে, ২০১৫ রাত ২:০৮

যথাযথ ভাবগাম্ভীর্য ও অত্যন্ত গুরুত্তের সাথে প্রতিবছরের মতো এবারো পালিত হল মহান মে দিবস । দিবস উপলক্ষে আলোচনা সভা , শোভাযাত্রা, মানববন্ধন ,নেতার প্রতিকৃতি কিংবা সমাধিতে ফুল দেওয়া ,গান-বাজানা ,টিভি অনুষ্ঠান এমনকি ভালো খাওয়া দাওয়াও হল ,কেউ কেউ আবার বছরে একদিন ভালো খেয়ে অসুস্থও হয়ে গেলো ( ঝালকাঠিতে মে দিবসের খাবার খেয়ে ১৫ জন অসুস্থ ) ।সারা দেশ জুড়ে এইরকম অনেক কিছুই হয়েছে কিন্তু আট ঘণ্টা কাজের দাবী কি পূরণ হয়েছে???? ঐ একটা দিনের জন্যও কি শিশু শ্রম বন্ধ ছিল ??ঐ একটা দিনও কি সমস্ত শ্রমিকের মুখে হাসি ছিল??? ঐ একটা দিনের জন্যও কি তারা শোষণের সর্বগ্রাসী অনলের যন্ত্রণা থেকে মুক্ত ছিল ??? যদি সবগুলো প্রশ্নের উত্তর ‘না’ হয় তাহলে প্রতি বছর এত ঘটা করে মে দিবস পালনের অর্থ কি ? কেবলই আনুষ্ঠানিকতা ?? অনেকেই হয়তো বলবেন শ্রমিকেদের বেতন তো বেড়েছে । সেটা আমিও জানি এবং এটাও জানি মানুষের মতো স্বাভাবিক জীবন যাপনের জন্য যতটা বাড়া দরকার ততটা বাড়েনি । বিশ্বাস না হলে যেকোনো শ্রমিক কলোনিতে গিয়ে দেখতে পারেন ,হাতে গোনা কয়েকজন বিশ্বাসঘাতক শ্রমিক নেতাই শুধু আঙুল ফুলে কলা গাছ হয়েছে আর বাকিদের জীবন আমৃত্যু আবর্তিত হয় স্যাঁতস্যাঁতে ঘুপচির অন্ধকারে ।

অনেকেই বলতে পারেন গরিব দেশ তাই সবার জন্য ভালো থাকা খাওয়া শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব না । এগুলো না হোক আমরা চাইলে অন্তত নিরাপদ কাজের পরিবেশ তো নিশ্চিত করা যায় । কিন্তু সত্যি বলতে আমরা কখনই চাইনা কারন ঐ মানুষ গুলোর জীবনের চেয়ে আমাদের কাছে ড্রয়িং রুমের আসবাব অনেক বেশি গুরুত্বপূর্ণ । যদি আমরা চাইতাম তাহলে অন্তত রানা প্লাজা ,তাজরিন ফ্যাশন এর নিখোঁজ শ্রমিকদের সন্ধান পাওয়া যেত , অপরাধীদের বিচার হতো , আহতরা সুচিকিৎসা পেত ,যারা কাজ করার ক্ষমতা হারিয়েছে তাদের না খেয়ে থাকতে হতো না, স্বজন হারানো মানুষগুলোর কিম্বা পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষটাকে হারিয়ে কাওকে পথে নামতে হতো না । আমরা চাইনা বলেই কিছু হয়না এবং ভবিষ্যতেও কিছু হবেনা । শুধু,
মে দিবস আসবে ,মে দিবস যাবে
শ্রমিকের তাজা রক্তে , শ্রমিকের ভাঙ্গা হাড়ে
সভ্যতার পুঁজির পাহাড় বাড়বে ...........................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.