![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে সাহিত্য রচনা করি না, ব্লগরব্লগর করি। সুতরাং এই ব্লগারের লেখায় ভাষার মাধুর্য, শুদ্ধ বানানরীতি খুঁজতে গেলে হতাশ হবেন।
ওদের কোথাও শান্তি নাই। ঘরে, বাইরে কোথাও না। ওদের দেশে কোথায় কখন বোমা ফুটে, কখন কে মারা যায় তার কোন নিশ্চয়তা নাই। জীবনের কোন গ্যারান্টি নাই। প্রতিবেশীদের সাথে সম্পর্ক চরম খারাপ ও অবিশ্বাসে ভরা। রাজনীতি, অর্থনীতি, ক্রীড়াসহ এমন কোন জায়গা নাই যেখানে একটু সুখ আছে। আমাদের দেশের অনেক তরুণের স্বপ্নের ক্রিকেট দল পাকিস্তান। কেন কোন কারণে আমি বুঝতে পারিনা। ওদের খেলোয়াড়দের বিরুদ্ধে প্রতিবছর ২/৪টি ম্যাচ পাতানোর অভিযোগ আসে, গড়ে প্রতি বছর ১/২টি কোচ বদল হয়, কোন খেলোয়াড় মাদক নিয়ে ধরা খায়, কোন খেলোয়াড় নারী নিয়ে ধরা খায়, কেউ তার সহখেলোয়াড়কে ব্যাট দিয়ে পিটায়, কেউ খারাপ আচরনের জন্য দল থেকে বাদ পড়ে। কোন অতিথি দেশের ক্রিকেট দল আসলে শরীরের বুলেট নিয়ে পেরত যেতে হয়। আমাদের দেশের ক্রিকেটারেরা ওদের দেশে গেলে পদে পদে অপমান করা হয়, ওরা বিমানের ভিআইপি আসনে বসে আর আমাদের কে বিজনেস ক্লাসে ছড়তে বাধ্য করা হয়। তাদের সব কিচ্ছা বলে শেষ করা যাবে না। অথচ আমাদের কিছু সোনার ছেলে এখনও তাদের ভক্ত। পারলে তাদের পুজা করতে বসে।
আমার মনে হয় পৃথিবীর সবচে অসভ্য জাতি হলো পাকিস্তানীরা।
পাকিস্তান ও ইসরায়েল নামে কোন দেশ যদি পৃথিবীর বুকে না থাকত তাহলে পৃথিবীটা অনেক শাস্তির জায়গা হতো।
পাকিস্তানীদের অবস্থা দেখলে বার বার কবি শামসুর রাহমানের অভিশাপ দিচ্ছি কবিতাটার কথা মনে পড়ে যায়। কেন যানি মনে হয় কবির অভিশাপে আজ ওদের জীবন বিভীষিকাময়।
অভিশাপ দিচ্ছি
শামসুর রাহমান
------------------
না আমি আসিনি
ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুঁড়ে,
দুর্বাশাও নই,
তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গোধূলিতে
অভিশাপ দিচ্ছি।
আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিলো সেঁটে
মগজের কোষে কোষে যারা
পুঁতেছিল আমাদেরই আপন জনেরই লাশ
দগ্ধ, রক্তাপ্লুত
যারা গণহত্যা করেছে
শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত ও খামারে
আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু
সেই সব পশুদের।
ফায়ারিং স্কোয়াডে ওদের
সারিবদ্ধ দাঁড় করিয়ে
নিমেষে ঝাঁ ঝাঁ বুলেটের বৃষ্টি
ঝরালেই সব চুকে বুকে যাবে তা আমি মানি না।
হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে মাঠে
ক্যাম্পাসে বাজারে
বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বীভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে,
আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা।
আমাকে করেছে বাধ্য যারা
আমার জনক জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুত
সিঁড়ি ভেঙ্গে যেতে
ভাসতে নদীতে আর বনেবাদাড়ে শয্যা পেতে নিতে,
অভিশাপ দিচ্ছি, আমি সেইসব দজ্জালদের।
অভিশাপ দিচ্ছি ওরা চিরদিন বিশীর্ণ গলায়
নিয়ত বেড়াক বয়ে গলিত নাছোড় মৃতদেহ,
অভিশাপ দিচ্ছি
প্রত্যহ দিনের শেষে ওরা
হাঁটু মুড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে ব্যাকুল
কিন্তু রুটি প্রসারিত থাবা থেকে রইবে
দশ হাত দূরে সর্বদাই।
অভিশাপ দিচ্ছি
ওদের তৃষ্ণায় পানপাত্র প্রতিবার
কানায় কানায় রক্তে উঠবে ভরে, যে রক্ত বাংলায়
বইয়ে দিয়েছে ওরা হিংস্র
জোয়ারের মত।
অভিশাপ দিচ্ছি
আকণ্ঠ বিষ্ঠায় ডুবে ওরা অধীর চাইবে ত্রাণ
অথচ ওদের দিকে কেউ
দেবে না কখনো ছুঁড়ে একখন্ড দড়ি।
অভিশাপ দিচ্ছি
স্নেহের কাঙ্গাল হয়ে ওরা
ঘুরবে ক্ষ্যাপার মতো এ পাড়া ওপাড়া,
নিজেরি সন্তান
প্রখর ফিরিয়ে নেবে মুখ, পারবে না
চিনতে কখনো;
অভিশাপ দিচ্ছি এতোটুকু আশ্রয়ের জন্য, বিশ্রামের
কাছে আত্মসমর্পণের জন্যে
দ্বারে দ্বারে ঘুরবে ওরা। প্রেতায়িত
সেই সব মুখের উপর
দ্রুত বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটি কপাট,
অভিশাপ দিচ্ছি।
অভিশাপ দিচ্ছি,
অভিশাপ দিচ্ছি...
আরো কবিতা।
১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১০
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
মইনাচ দিল কোন পাকি?
২| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১৩
বুমবুম বলেছেন: ফাকিস্তান পইচা মরুক...দুনিয়ার একমাত্র ওগো টিমেই মাদকসহ ধরা পড়ার পরও সেই প্লেয়ার আবার চান্স পায়...
ওগো একটু পতন দেখলেও মনডা ভইরা যায়
১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১৬
হা...হা...হা... বলেছেন: বুমবুম বলেছেন: ওগো একটু পতন দেখলেও মনডা ভইরা যায়
ধইন্যা।
৩| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১৪
জয় সরকার বলেছেন: আমার মনে হয় পৃথিবীর সবচে অসভ্য জাতি হলো পাকিস্তানীরা।
মনে হওয়ার কি আছে? এতো দিবালোকের মত সত্য১
১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১৭
হা...হা...হা... বলেছেন: হ.... আপনার কথা শুইনা ১০০% শিউর হইলাম।
৪| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১৪
আত্নভোলা বলেছেন: দারুন বলেছেন, আমনাকে সাবাস। মাইনাস দিল কোন ছাগু তার নাম টা প্রকাশ করেন তো ছাগু টারে একটু দেখি তারে দেখবার মন চাচ্ছে।
১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১৯
হা...হা...হা... বলেছেন: ছাগুর বাচ্চাটার সুরুত দেখতে আমারও ইচ্ছে হয়...
৫| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১৫
মেক্সবিডি বলেছেন: পুরা কইলকাইত্তা "র"। বহুৎ দিন থাইক্কা একটিভ দেকতাছি।
১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:২০
হা...হা...হা... বলেছেন: ছাগুর গন্ধ পাইতাছি। তুই দূরে গিয়া মর।
৬| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১৯
এস বাসার বলেছেন: বাংলাদেশকে ও অনেকে পাকিস্তান বানাতে চায়।
১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:২২
হা...হা...হা... বলেছেন: হুমম..... তারা হলো পাকিদের রেখে যাওয়া বীজ।
৭| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:২১
ফিরোজ-২ বলেছেন: ঠিক কথা বলেছেন..............।
১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:২৩
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
৮| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:২৪
রশিক রশীদ বলেছেন: দয়া করে এই পোষ্টে আসুন আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত দরকার ।
Click This Link
১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:২৮
হা...হা...হা... বলেছেন: মতামত দিয়েছি। ধন্যবাদ।
৯| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:২৫
আত্নভোলা বলেছেন: @মেক্সবিডি, আপনি কি? আপনার বাবাদের কাছ থেকে শিক্ষা পাইছেন না যে পাকিদের নামে যারা কিছু বলে তার "র" তাই না। হালা পাকি ছাগুর বাচ্চা (তাও জারজ)
১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:২৭
হা...হা...হা... বলেছেন: আত্নভোলা বলেছেন: হালা পাকি ছাগুর বাচ্চা (তাও জারজ)
সহমত।
১০| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:২৬
স্বপ্নরাজ বলেছেন: পাকিসত্নান শালাদের নৃতাত্বিক পরিচয়েই একটা বর্বর উপাদান আছে বলে মনে হয়।
১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:২৯
হা...হা...হা... বলেছেন: আমারও মনে হয়। ধন্যবাদ।
১১| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৩৩
যোগী বলেছেন: অথচ আমাদের কিছু সোনার ছেলে এখনও তাদের ভক্ত। পারলে তাদের পুজা করতে বসে।
আমার দেশের সোনার ছেলেরা না রাজাকারের বেজন্মা সন্তান বা পোষ্যরাই পাকিদের ভক্ত।
১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৩৪
হা...হা...হা... বলেছেন: হুমম...... ঠিক। ধন্যবাদ।
১২| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৩৫
লুমেন বলেছেন: Pakira sara bisher dorbare jatihishebe harami ata amar sobai jani o mani, sob jaygay gayer jor dekhia chole agulo sob sotti temon e sotti oder borborota ja kina amader ahoto kore sai 52,71 ar kotha mone koria rokto jhore mostishke.
But jara oti utshahi varot ponthi tader uddeshe bolsi 71 ar por theke ato ti bosore amader jodi kono khoti hoye thake tahole sai totha kothito sovvo jati varotio der dara e hoyese.
ajo amader simanto alakar sadharon manush BSF ar gulite pran haray ajo amader desh oder dara proti nioto khotir sommukhin hoy oder dara amra moruvhumite porinoto hoi amra khorkutor moto vahsi tader jol soshoner karone.
aporad sobai kom beshi kore vaogolik karon o ar sathe jorito okahne o sadharon manush ase niroporad masnuh nish choi ase.
kara sovvo kara ashovvo ai torke na jeye onner dosh na khuje amra nijeder sovvo hishebe proman kori sara bisher kase tahole e hobe..
onno k oshovvo bolle aro ak group kintu amader o sovvo bolbe na tai noy ki asha kori amar ai likha k kau kono ponthi hishebe vabe ku monttobbo korben na .
amra amader ai prio jonmovhumi k promot sohishnu jati hishebe prithibir sob cheye vhodro jati hishebe toirir proyase kaj kori
১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৪১
হা...হা...হা... বলেছেন: আমাদের একটি সমস্যা হলো আমরা একজন যদি মুজিবের নাম বলি আরেকজন জিয়ার নাম বলবেই। আমি যদি নজরুল এর কথা বলি আরেকজন রবীন্দ্র নাথের কথা বলবে। আমি যদি সাবিনা ইয়াসমীন এর কথা বলি আরেকজন রুনা লায়লার কথা বলবে। আমাদের মধ্যে এমন একটি ব্যপার আছে।
আমি পাকিদের কথা বললাম তাই বলে আমাকে ভারতের কথাও বলতে হবে। তা না হলে আমি ভারতপন্থী। কি এক আজব ব্যপার।
এই মানসিকতা টা কি দূর করা যায় না?
১৩| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৫২
অক্টোপাস বলেছেন: পাকি-বাঙ্গালী কারো শান্তি নাই!!
১১ ই মার্চ, ২০১০ বিকাল ৩:১৫
হা...হা...হা... বলেছেন: কডা কইছে বাঙ্গালীগো শান্তি নাই? পাকিগো থেকে হাজার গুন ভাল আছি আমরা।
১৪| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৫৬
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: এতোটুকু আশ্রয়ের জন্য, বিশ্রামের
কাছে আত্মসমর্পণের জন্যে
দ্বারে দ্বারে ঘুরবে ওরা
১১ ই মার্চ, ২০১০ বিকাল ৩:১৬
হা...হা...হা... বলেছেন: ঘুরার সময় হয়ে গেছে।
১৫| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১:১৩
নেক্সাস বলেছেন: কবি ও কবিতা বলেছেন: পৃথিবীর সবচে অসভ্য জাতি হলো পাকিস্তানীরা।
একদম সত্য
১১ ই মার্চ, ২০১০ বিকাল ৩:১৭
হা...হা...হা... বলেছেন: সত্য।
১৬| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১:২১
অনিগিরি বলেছেন: পৃথিবীর সবচে অসভ্য আর ইতর জাতি হলো পাকিস্তানীরা, আর আমাদের দেশের সবচেয়ে ইতর প্রজাতি হইছে নিজামি গো আজমের মত পাকি বীজেরা!! ঐসব বীজ থেকে সাবধান।
১১ ই মার্চ, ২০১০ বিকাল ৩:১৮
হা...হা...হা... বলেছেন: ঐ বীজ গুলোকে ধ্বংস করার সময় এসেছে।
১৭| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১:২২
মামুন বিদ্রোহী বলেছেন: পাকিস্তান ও ইসরায়েল নামে কোন দেশ যদি পৃথিবীর বুকে না থাকত তাহলে পৃথিবীটা অনেক শাস্তির জায়গা হতো।
১১ ই মার্চ, ২০১০ বিকাল ৩:২০
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
১৮| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১:২৩
লুমেন বলেছেন: Dear brother apnar likhar proti amar purno respect ase ami apna k kono ponthi vebe kotha gulo bolini tar proman sorup nicher dike ami e request koresi jeno ama k kono ponthi na vaba hoy ami oi manoshikotar na.
Plz vhul bujhben na.overall condition ta e bolllam.
thx 4 yr reply
১১ ই মার্চ, ২০১০ বিকাল ৩:২১
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
১৯| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১:২৫
মামুন বিদ্রোহী বলেছেন: comment by: অনিগিরি বলেছেন: পৃথিবীর সবচে অসভ্য আর ইতর জাতি হলো পাকিস্তানীরা, আর আমাদের দেশের সবচেয়ে ইতর প্রজাতি হইছে নিজামি গো আজমের মত পাকি বীজেরা!! ঐসব বীজ থেকে সাবধান।
১১ ই মার্চ, ২০১০ বিকাল ৩:২৩
হা...হা...হা... বলেছেন: সাবধান আছি।
২০| ১১ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৩৮
নাজমুল আহমেদ বলেছেন: হেহেহে আমি একসময় পাকিস্থান ক্রিকেটের সমর্থক আছিলাম।
১১ ই মার্চ, ২০১০ বিকাল ৫:১১
হা...হা...হা... বলেছেন: এখন নাই এই জন্য ধন্যবাদ।
২১| ১১ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৪৯
প্রকৌশলী আতিক বলেছেন: পৃথিবীর সবচে অসভ্য জাতি হইল ঈহুদি জাতি।
১১ ই মার্চ, ২০১০ রাত ৯:০৮
হা...হা...হা... বলেছেন: ইহুদী তো একটি ধর্ম। জাতী না।
২২| ১১ ই মার্চ, ২০১০ রাত ১১:০৩
প্রকৌশলী আতিক বলেছেন: আমি ঈসরাইলের অধিবাসিদের বুঝাতে চেয়েছি।
১২ ই মার্চ, ২০১০ সকাল ১১:৫৭
হা...হা...হা... বলেছেন: পাকিস্তানিরা কোন অংশে কম?
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:০৭
কবি ও কবিতা বলেছেন: পৃথিবীর সবচে অসভ্য জাতি হলো পাকিস্তানীরা।