![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে সাহিত্য রচনা করি না, ব্লগরব্লগর করি। সুতরাং এই ব্লগারের লেখায় ভাষার মাধুর্য, শুদ্ধ বানানরীতি খুঁজতে গেলে হতাশ হবেন।
''বাসর রাত।'' প্রত্যেক মানুষের চির আকাঙ্খিত রাত। একজন মানুষের জীবনে শতশত রাত আসে। কিন্তু এই রাতটি নিশ্চয় সবচে উজ্জ্বল ব্যাতিক্রম।
জীবনে এখনো এই রাতটি আসেনি। কিন্তু এই রাতটি নিয়ে ভাবনা আছে প্রচুর। সেই সাথে আছে কৌতুহল ও ভীতি।
ছোটকাল থেকেই একটি কথা অনেকবার শুনেছি, তা হলো ''বিয়ের রাতে বিড়াল মারতে হয়।'' কিন্তু এই কথাটির মর্মার্থ এখন পর্যন্ত উদ্ধার করতে পারিনি। তবে এখন পর্যন্ত যে অর্থটি ধারণা করতে পারি তা হলো এই কথা দ্বারা সম্ভবত প্রথম মিলনের কথা বোঝানো হয়। প্রথম মিলনে একজন পুরুষ তার স্ত্রীকে তার সু-পুরুষত্ব প্রমান দিতে পারাকে হয়তো ''বিয়ের রাতে বিড়াল মারা'' কথাটি দ্বারা বুঝায়। সেই পুরুষ একে হয়তো গৌরব ভাবে।
আসলেই কি তাই? প্রথম রাতেই কি বিড়াল মারতে হয়? এটাকে তো আমার কাছে বরং বর্বরতা মনে হয়।
আমি যখন চিন্তা করি আমার সাথে কোন অচেনা মেয়ের বিয়ে হবে, আর আমাকে প্রথম রাতেই বিড়াল মারতে হবে তখন আমার কেন জানি গা গুলিয়ে উঠে, ঘেন্না লাগে। ভালোবাসাহীন যৌনতাকে আমার কেন জানি খুব বীভৎস মনে হয়। একটি অচেনা অজানা মেয়েকে বাসর রাতে এক ঘরে ঢুকিয়ে দেয়া হবে আর এক রাতেই তার সাথে আমার ভালবাসা হয়ে যাবে এটা আমার কাছে অসম্ভব মনে হয়। একজন মানুষের সাথে মোটামুটি ভাবে পরিচিত হতেই তো ২/৪ দিন লেগে যাওয়ার কথা। মোটামুটি পরিচিত হলে, দুজনের প্রতি দু'জনের অনুরাগ জন্মালে ''বিড়াল মারাটা'' কি যুক্তিযুক্ত নয়?
আমাদের দেশে বিয়ের রাতে বিড়াল মারাটা একটি রেওয়াজে পরিনত হয়েছে সম্ভবত। মেয়ের দাদী, খালা, চাচীদের অপার কৌতুহল থাকে মেয়ের ''বাসর রাতে বিড়াল মারা'' নিয়ে। ''বাসর রাতে বিড়াল মারা'' না হলে হয়তো তারা ছেলেটির সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। আর এটাই কি একটি ছেলেকে বাসর রাতে বিড়াল মারাতে উৎসাহিত করে কিনা ভাববার বিষয়।
মোটকথা বাসর রাতকে চির স্মরনীয়, চির আনন্দময়, চির আলোকিত করে রাখতে হলে আসলে কি করা উচিৎ? কোনটি সঠিক পথ? অনেক ভেবেও জবাব গুলো মেলাতে পারলাম না।
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:০৭
হা...হা...হা... বলেছেন: আপনার মতামতটাও জানা দরকার।
আর ফিমেলদের কমেন্ট সবচে গুরুত্বপূর্ণ এতে কোন সন্দেহ নাই।
ধন্যবাদ।
২| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:০৩
এফ এন এফ বলেছেন: এই বিষয়টা আমাদের সাবাই কে বুজতে হবে
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:০৮
হা...হা...হা... বলেছেন: সহমত।
ধন্যবাদ।
৩| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:০৮
চঞ্চল বালী বলেছেন: আপনার বিয়ের বয়স হয়েছে অথচ বিড়াল মারার মূল রহস্যটিই জানেন না। অবাক হলাম। তাহলে গল্পটি শুনুন। এক জাদরেল সুন্দরী মহিলাকে অনেক পুরুষ বিয়ে করেছে, কিন্তু বাগে আনতে পারেনি। প্রতিটি বিয়েই তালাকে পর্যবসিত হচ্ছিল। শেষমেষ এক চতুর পুরুষ তাকে বিয়ে করে বাসর ঘরে একটি বিড়াল রেখে দিয়েছে পূর্ব পরিকল্পিতভাবে । বাসর ঘরে যখন জাদরেল মহিলা বসে আছে, তখন ভদ্রলোক ঘরে ঢুকেই বিড়াল দেখে চিৎকার চেচামেচি শুরু করলো। কে এই বিড়াল ঢুকিয়েছে... ইত্যাদি ইত্যাদি সারা মুল্লুক একাকার। জাদরেল মহিলা ভয়ে চুপসে গেল। এক পর্যায়ে ভদ্রলোক আগে থেকে রেডি করা লাঠি দিয়ে বিড়ালটিকে পিটিয়ে মেরে ফেললো, ২৮শে অক্টোবর সোনার ছেলেরা ঢাকায় যেভাবে পিটিয়ে মানুষ মেরেছে আরকি। ওই ঘটনায় জাদরেল মহিলা তার সর্বশেষ স্বামীর প্রতি যে ভীতি সৃষ্টি হলো, তার ফলে সে আর তার স্বামীর সাথে বেয়াদবী করার বা তাকে তালাক দেয়ার সাহস পায়নি।
এটি একজন জাদরেল মহিলার গল্প। তবে পৃথিবীকে আল্লাহ যত নারী সৃষ্টি করেছেন তার দু একজন ব্যতিক্রম ছাড়া শতকরা ১০০ জন বিয়ের পর তার স্বামীকে নিজের অঙ্গুলি হেলনে চালাতে চায়। কাজেই বিয়ের রাতে যদি কোন একটি কাজ করে বসতে পারেন, যাতে তার মনে ভয় ধরে যায়, তবে সে অঙ্গুলি হেলনে আপনাকে আর চালাতে পারবে না। একেই বলে "বাসর রাতে বিড়াল মারা"। তার সাথে যৌন মিলন নয়।
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:১২
হা...হা...হা... বলেছেন: গল্পটি ভাল।
তবে স্ত্রীর কাছে স্বামীর ভূমিকা প্রভু সুলভ হবে এটা ভাবতে পারছি না।
৪| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:০৯
নিষিক্ত বলেছেন: আমার শারীরিক ব্যাপার টা ঘটে বিয়ের ২৭ দিন পর... যদিও আমাদের ৩ বছর চেনাজানা ছিল...( ভালোবাসাহীন যৌনতাকে আমার কেন জানি খুব বীভৎস মনে হয়) ভাল বলেছেন...+ দিলাম এই ভাবনার জন্য...
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:১৪
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ। আমারও ইচ্ছে করে বৌ এর সাথে অনেকদিন প্রেম করব, তারপর অন্য কিছু প্রেম থেকেই হয়ে যাবে।
৫| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:১৫
গ্যাঁড়াকল বলেছেন: ব্যাফক জনগুরত্বপূর্ণ পোস্ট...বাঁচতে হলে জানতে হবে
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৩০
হা...হা...হা... বলেছেন: নিজের ভাবনাটাও শেয়ার করতে হবে।
৬| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:১৫
এফ এন এফ বলেছেন: নিষিক্ত ভাই আপনি তো অবাক করলেন
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৩১
হা...হা...হা... বলেছেন: অবাক হলেও এটাই সঠিক পন্থা বলে মনে হয়।
৭| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:১৯
সুলতান খান প্রিন্স বলেছেন: বিয়ের রাতে বিড়াল মারা টা আসলে শারিরীক কোন বিষয় নিয়ে না। এটা হলো প্রথম থেকেই বউ এর উপর একটা প্রভাব বিস্তার করার মত বিষয়। যদি ও বউ এর উপর প্রভুত্ব বিষয় টি আমার পছন্দ নয়।
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৩৩
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
৮| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:২০
চঞ্চল বালী বলেছেন: লেখক বলেছেন: গল্পটি ভাল।
তবে স্ত্রীর কাছে স্বামীর ভূমিকা প্রভু সুলভ হবে এটা ভাবতে পারছি না
আপনি এখনো বিয়ে করেননি তাই পরামর্শ দিলাম। আমার মনোভাবও বিয়ের আগে আপনার মতো ছিল। কিন্তু মেয়েদের সম্পর্কে আপনার এখন যে মত, তা বিয়ের পরে থাকবে না। সেদিন পস্তাবেন। এভাবে সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত মানুষ পস্তিয়েছে এবং ভবিষ্যতেও পস্তাবে। .... আপনার চারপাশের বিবাহিত প্রতিটি পুরুষকে জিজ্ঞাসা করুন। (বিয়ের বয়স যাদের কমপক্ষে ১ বছর)। তারা যদি আমার সাথে একমত হন, তবে বুঝবেন আপনি যাকে বিয়ে করবেন, তিনিও সেই একই নারী হবেন, স্বর্গ থেকে নেমে আসা কেউ নন বা রাজ্জাক-শাবানা সিনেমায় শাবানা যে ভূমিকায় অবতীর্ন হয়েছেন, তিনি নন। ওসব সিনেমায়ই হয় বাস্তবে নয়।
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৩৪
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ। আপনার কথাগুলো মনে রাখব।
৯| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:২২
বিডিআর বলেছেন: জীবনে এখনো এই রাতটি আসেনি। কিন্তু এই রাতটি নিয়ে ভাবনা আছে প্রচুর। সেই সাথে আছে কৌতুহল ও ভীতি।
আহ মনের কথাটা জানলেন কিভাবে! আর হয়তো বেশি দিন অপেক্ষা করতে হবেনা আমায়।
ভাল পোষ্ট।
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৩৫
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
১০| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:২৬
মাটি ও মানুষ বলেছেন: নিষিক্ত ভাই
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৩৬
হা...হা...হা... বলেছেন: উনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল।
১১| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:২৮
একাকী বালক বলেছেন: নিষিক্ত ভাই এইডা কি কইলেন
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৩৭
হা...হা...হা... বলেছেন: উনি যা করেছেন সেটাই ঠিক ছিল মনে করি। উনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল।
১২| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:২৯
ইসানুর বলেছেন: আপনার পোষ্টের মূল থিমের সাথে সহমত।
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৩৭
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
১৩| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৩৩
গুহাবাসি বলেছেন: +
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৩৮
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
১৪| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৩৫
মিয়াণো বিস্কুট বলেছেন: আপনি কথাটার অর্থ বুঝতে পারেননি। কথাটার মানে হচ্ছে - কোনও ঘটনার শুরুতেই তার কন্ট্রোল নেয়া।যেটা চঞ্চল বালী বলেছেন।কথার আসল অর্থ না জেনে পোস্ট দেবার জন্য মাইনাস।
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৩৯
হা...হা...হা... বলেছেন: ভাল। ধন্যবাদ।
১৫| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৪৩
গ্যাঁড়াকল বলেছেন: লেখক বলেছেন: নিজের ভাবনাটাও শেয়ার করতে হবে।
এই ব্যাপারে এক জীবিত মনীষী বলেছেন, অবস্হা বুঝে ব্যবস্হা।
আমিও তাই মনে করি। আপাতঃত তাই কোন ভাবনা চিন্তা নাই। তবে আপনাদের কারো ভাবনা দেখে ভাল লাগলে সেটা যথাসময়ের জন্য কপি পেস্টকরতে পারি।
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৪৬
হা...হা...হা... বলেছেন: অন্যের ভাবনা সরাসরি কপিপেষ্ট!!!!
১৬| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৪৩
ওয়াসিক মু্ঃ ইশতিয়াক ইজাজ বলেছেন: কি বিষয় মনে করাইয়া দিলেন, সারা রাইত তো কল্পনা করতে করতে কাটবে!!! ++++++++++++++++
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৪৬
হা...হা...হা... বলেছেন:
১৭| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৪৯
গ্যাঁড়াকল বলেছেন: মিয়াণো বিস্কুট ওরফে আবু হুরায়রা ত দেখি হেভি সিরিয়াস
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৫৫
হা...হা...হা... বলেছেন: এমন দুএকটা থাকেই, এটা কিছু না।
১৮| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৫২
গুহাবাসি বলেছেন: ওয়াসিক মু্ঃ ইশতিয়াক ইজাজ বলেছেন: কি বিষয় মনে করাইয়া দিলেন, সারা রাইত তো কল্পনা করতে করতে কাটবে!!!
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৫৬
হা...হা...হা... বলেছেন:
১৯| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৫৮
গ্যাঁড়াকল বলেছেন: হা হা হা ভাই...বিস্কুট ভাই নিয়ে করা আমার মন্তব্যটা মুছে দেন। উনি এটা দেখলে হয়তো বিস্কুট রাইখ্যা মাইন্ড খাওয়া শুরু করব।
উনি মনে হইতেছে খুব সিরিয়াস লোক।
( এইটাও মুছে দিয়েন..)
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:০০
হা...হা...হা... বলেছেন: থাক না। জগতে কত কিসিমের লোক আছে সেটা সবাই দেখুক।
২০| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:০৭
মুনতা বলেছেন: ভাল পোস্ট।বুকমার্কড।মন্তব্যগুলো পরে মনোযোগ দিয়া পড়বো।এখন আপাতত ঈদের বিশেষ বিজ্ঞাপনমালা নিয়া ব্যস্ত
পোস্টে+
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:০৯
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ। আবার দেখা হবে।
২১| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:১২
রাজবাংলা বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:২৪
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
২২| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:১৬
আশীষ কুমার বলেছেন: স্টি.............কি
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:২৫
হা...হা...হা... বলেছেন: ওরেব্বাপ!!!!
২৩| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:২৪
সুরঞ্জনা বলেছেন: এসব কথা তো অনেক আগের। যখন পুরুষেরা মেয়েদের নিজস্ব সম্পত্তি মনে করতো...
দিন তো বদলে গেছে। এখন নিশ্চয় মেয়েদের মনের মুল্য দেয়া হয়।
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:২৮
হা...হা...হা... বলেছেন: এখনো বেশীর ভাগ পুরুষ সেই প্রগৈতিহাসিক যুগের ধারণা পোষণ করে বলে মনে হয়।
ধন্যবাদ।
২৪| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৩৩
ফাহাদ ৪২০ বলেছেন: "বাসর রাতে বিড়াল মারা" এই কথাটিতে অন্য প্রাণীর নাম দিলে কি এমন সমস্যা হতো ? আর মেয়েদের ক্ষেত্রে এই কথাটার কি ব্যাখ্যা হতে পারে সেটাও জানতে ইচ্ছা করছে। কেউ যদি জানেন দয়া করে জানান........
১৯ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৪৪
হা...হা...হা... বলেছেন: হুমম
২৫| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৩৮
আবিরে রাঙ্গানো বলেছেন: আমি যখন চিন্তা করি আমার সাথে কোন অচেনা মেয়ের বিয়ে হবে, আর আমাকে প্রথম রাতেই বিড়াল মারতে হবে তখন আমার কেন জানি গা গুলিয়ে উঠে, ঘেন্না লাগে। ভালোবাসাহীন যৌনতাকে আমার কেন জানি খুব বীভৎস মনে হয়।
১৯ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৪৫
হা...হা...হা... বলেছেন: সত্যি কথা।
২৬| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৪৪
সামিউর বলেছেন: আমি ছোট মানুষ।
সাইড বেন্চে বসলাম। দেখি সবাই কি বলে.........
১৯ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৪৬
হা...হা...হা... বলেছেন: ছোটদেরও জানার অধিকার আছে।
২৭| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৪৭
আলুমিয়া বলেছেন: একটা কথা - আমার ধারনা - নিজে সহ তিনজনের কথা জানি - প্রেম করে যদি বিয়ে করেন - তাইলে বিলাই মারেন আর হাতি মারেন - কোন ফারাক নাই। আপনে বিলাই হইবেনই।
১৯ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৪৭
হা...হা...হা... বলেছেন:
২৮| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৫১
শোভন এক্স বলেছেন: বাসর রাতে বিড়াল মারা হলো স্ত্রীর কাছে নিজের পার্সোনালিটি জাহির করা। একটা ফালতু কনসেপ্ট। এটা এখন অনেকটা মজা করার জন্যই বলা হয়। সিরিয়াসলি বাসর রাতে বিড়াল মারতে গেলে স্ত্রীর কাছে নিজেকে বিরক্তির কারন হওয়ানো ছাড়া আর কিছু হবেনা। এটার সাথে যৌনতার কোন সম্পর্ক নেই।
১৯ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৪৯
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
২৯| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৫৫
বোকা বন্ধু বলেছেন: ধন্যবাদ ভাই। আমি বোকা মানুষ, আমিও আপনারমতই ধারনা করেছিলাম। ব্লগার ভাইদের মন্তব্য থেকে কিছুটা ধারণা পেলাম। মেয়েদের মতামত জানতে পারলে আরও ভাল লাগত। মেয়েরা বাসর রাতে কি যায় এটা ও জানার দরকার।
++
১৯ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৫০
হা...হা...হা... বলেছেন: সহমত। ধন্যবাদ।
৩০| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০০
তায়েফ আহমাদ বলেছেন: জনাব, আপনার পোষ্ট পড়িলাম-মন্তব্যে অনেক অভিজ্ঞ-অনভিজ্ঞ পরামর্শ আসিয়াছে আন্দাজ করিলাম(পড়িলাম না)
এতদসঙ্গে, এই নাদান একখানা আর্জি পেশ করিতে চায় আর তাহা হইলো, 'বাসর রাত্রিতে মার্জার(aka বিড়াল) নিধন' বলিতে সাহিত্যিকগণ শারিরীক সম্বন্ধ স্থাপনকে বুঝান নাই। তাঁহারা ইহা দ্বারা পুরুষ হিসেবে আপনি কতটা কর্তৃত্বপরায়ন, নববধুর সম্মুখে তাহার চাক্ষুস প্রমান হাজিরের কথা বলিয়াছেন। এ ব্যাপারে সুসাহিত্যিক সৈয়দ মুজতবা আলী তাঁহার 'পঞ্চতন্ত্র' বহিতে একখানা সরস কাব্য রচনা করিয়াছেন।
বিস্তারিত জানিতে এই ব্লগের তিনখানা পুরাতন পোষ্টের দোহাই দিলুম।
বিয়ের রাতে বিড়াল মারা। (মার্জার নিধন কাব্য)
বিয়ের পয়লা রাতে বিড়াল মারা বা মার্জার নিধন কাব্য:
মার্জার নিধন কাব্য: ‘বাসর রাতে বিড়াল মারা’র পেছনের কথা (প্রবচনটির উৎপত্তি কাহিনী)
পরিশেষে, শারিরীক সম্বন্ধ স্থাপন বিষয়ে অতিমাত্রায় আগ্রহ পরিত্যাগের পরামর্শ জানাইয়া নিষ্ক্রান্ত হইলাম।
১৯ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৫২
হা...হা...হা... বলেছেন: জনাব, আপনি আমার পোষ্ট ভাল করে পড়েননি। পড়লে জানতে পারতেন যে, শারীরিক সম্বন্ধ স্থাপন নিয়ে আমার অতিশয় আগ্রহ নাই।
আপনার লিংক গুলোতে চোখ বুলাতে গেলাম।
৩১| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১১:১৭
লাবিব ইত্তিহাদুল বলেছেন: আজকের বিশেষ দরকারী পোষ্ট। আমার ও বিড়াল মারা নিয়ে কনফিউশন ছিল, দূর হয়ে গেল।
পোষ্টার রে ধইন্না। পোষ্টার মানে যিনি পোষ্ট করেছেন। প্লাস
১৯ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৫৫
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
৩২| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৫১
ওয়।িসফ বলেছেন: পিলাস......
১৯ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৫৮
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ। তয় হাসির কারনটা বুঝলাম না।
৩৩| ১৯ শে নভেম্বর, ২০১০ রাত ১২:০৭
বিপ্লবী স্বপ্ন বলেছেন: ভাল চিন্তা।
সহমত এবং পিলাচ
১৯ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৫৯
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
৩৪| ১৯ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৪৭
ব্যাপারনা বলেছেন: অচেনা মাইয়ারে আপনার রুমে ঢুকাইয়া দেয়া হবে মানে কি ?? আপানর উপর কি সব জোর জবরদস্তিতে হয় নাকি ??
এই যুগে মোটামুটি ভাবে ছেলে মেয়ে বিয়ের আগে দুজনে ভালভাবে/ মোটামুটি জানার চেনার সুযোগ পায়। সো একেবার অপরিচিত সে কথা বলা যায়না। আর সবাই শারীরিক সম্পর্ক স্হাপন করে বা করবে এমনও নয়, এটা নিশ্চয় অনেক কিছুর উপর নির্ভর করে।
ব্যাপারনা, বাচ্চা বয়সে বিয়া নিয়া ভাবনা মানেই ঐ শারীরিক মিলন নিয়াই ভাবনা। এর বাইরে যাবার উপায় নাই, কথা সত্য। কারন অন্য বিষয়গুলো না পাওয়া যৌনতার কাছে এখন তুচ্ছ মনে হওয়াই স্বাভাবিক।
আর বাসর রাতে বউ এর সাথে কি করবেন এইটা নিয়া অত ভাবার মনে হয় মানে নেই। পূর্ণ সম্মতিতে যদি বিয়েটো হয় তাহলে সেখানে ভাললাগার একটা রেশ থাকেই। আর ভাললাগা থেকে কি হয়ে যাবে তা এখন না ভাবলেও চলবে, সময়ের হাতে ছেড়ে দিন। ঐদিন , নাকি পরের দিন, নাকি ২৭ দিন--- সেটা সময়ের হাতে ছেড়ে দিন !!!!
১৯ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:০০
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
৩৫| ১৯ শে নভেম্বর, ২০১০ রাত ২:৪১
ফারহান আহমেদ বলেছেন: ব্যাফক জনগুরত্বপূর্ণ পোস্ট...বাঁচতে হলে জানতে হবে
১৯ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:০০
হা...হা...হা... বলেছেন:
৩৬| ১৯ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:০২
মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: ভালো হয়েছে আপনার ভাবনা গুলো।
প্লাস।
১৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:১৭
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
৩৭| ১৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩২
নীল কষ্ট বলেছেন: লেখা ভালো হয়নি।
১৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪৮
হা...হা...হা... বলেছেন: কি কি থাকলে ভাল হতো? আমি তো লেখক নই। গুছিয়ে লিখতে পারিনা। মনে যা আছে তাই শুধু প্রকাশ করি।
ধন্যবাদ।
৩৮| ১৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:৩৮
নুরুন নেসা বেগম বলেছেন: "'বাসর রাত্রিতে মার্জার(aka বিড়াল) নিধন' বলিতে সাহিত্যিকগণ শারিরীক সম্বন্ধ স্থাপনকে বুঝান নাই। তাঁহারা ইহা দ্বারা পুরুষ হিসেবে আপনি কতটা কর্তৃত্বপরায়ন, নববধুর সম্মুখে তাহার চাক্ষুস প্রমান হাজিরের কথা বলিয়াছেন।"
জানা মতে- বউকে নিয়ন্ত্রন করতে মনে করি এটুকু কথার কথা/চল। বাস্তব আলাদা।যেমন, কোন দুই বাসর ঘরই এক নয়, তেমনি এ-ও।
১৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:৫৫
হা...হা...হা... বলেছেন: হুমম... তারমানে বৌ এর উপর প্রথম দিন থেকেই কর্তৃত্ব ফলাতে হবে। এটাই রেওয়াজ। কি কি ভাবে বিড়াল মারা যেতে পারে এখন থেকেই ভাবা শুরু করছি। বাপ-মা যে হাঙ্গামা শুরু করেছে তাকে কোনদিন ধরে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেড় তার কোন ঠিক নাই।
৩৯| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৯
হার্ট লকার বলেছেন: বিড়াল মারব কিন্তু বউ বুঝবে না... হা হা হা
১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪১
হা...হা...হা... বলেছেন: বউ না বুঝলে লাভ কি?
৪০| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৪১
মার্ক্স বলেছেন: ++++
১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪৪
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
৪১| ১৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২২
অবধারিত বলেছেন: "ব্যাপারনা" জটিল বলেছেন....
১৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৯
হা...হা...হা... বলেছেন: হুমম
৪২| ২০ শে নভেম্বর, ২০১০ রাত ১:০৯
এন.আই.পি বলেছেন: এইভাবে গণহারে বিড়াল মারা হলে বিড়ালজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। তাই আনুপাতিকহারে যে প্রাণীর সংখ্যা বেশি তাদের মেরে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা যেতে পারে। ............
২০ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:০৯
হা...হা...হা... বলেছেন: মশা হলে কেমন হয়?
৪৩| ২০ শে নভেম্বর, ২০১০ রাত ১:৫৯
সুহাসলেলিন বলেছেন: "ভালোবাসাহীন যৌনতাকে আমার কেন জানি খুব বীভৎস মনে হয়..."
খুব ভালো বলছেন।
সহমত...
কিন্তু আফসোস আমার পরিচিত অনেকেই আছেন, যারা বিয়ে মানে শুধু লাইসেন্স করা যৌন সংী প্রাপ্তি বোঝেন....!!!
২০ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:১০
হা...হা...হা... বলেছেন: তাদের জন্য করুনা।
৪৪| ২০ শে নভেম্বর, ২০১০ রাত ৯:১১
এলোমেলো রকস বলেছেন: বাসর রাতে বিড়াল মারা- এই বাক্যটাকে আমার কাছে কেন জানি অশ্লীল মনে হয়
২১ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:২৮
হা...হা...হা... বলেছেন: হুমম..
৪৫| ২০ শে নভেম্বর, ২০১০ রাত ১০:১৯
মোসারাফ বলেছেন: সু-শীল (ভাল নাপিত) দের কথা শুনে আমি কনফিউজ হয়ে গেলাম। যাই হোক সুশীল হতে যেহেতু পয়সা লাগে না সেহেতু সুশীলরা দাবী করতে পারে যে তারা ১০ বছর যাবত সংসার করছে কোনদিন যৌনমিলন করেনি।
আল্লাহ পাকের দয়ায় দুটি সন্তান হয়েছে।
২১ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৩২
হা...হা...হা... বলেছেন: ১০ বছর না হোক, ১০ দিন কোন ব্যপার না।
৪৬| ২৭ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪১
রাহুল বিশ্বাস বলেছেন: ব্যাফক জনগুরত্বপূর্ণ পোস্ট.ভালো হয়েছে আপনার ভাবনা গুলো।
প্লাস।
২৭ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৩৬
হা...হা...হা... বলেছেন: Thanks.
৪৭| ২৪ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৪২
তারার মেলা মিটিমিটি বলেছেন: ব্যাফক জনগুরত্বপূর্ণ পোস্ট...বাঁচতে হলে জানতে হবে
৪৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৪৩
রাজু রাজ বলেছেন: আপনি একটা মহা গাধা.এর চেয়ে কিছু বলতে চাই না<
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৯:০৩
গরম কফি বলেছেন: সাইড লাইনে বসলাম । চখে চশমাটা ও পরিস্কার করে নিলাম । দেখি কে কি বলে ? পিলিজ লাগে, ফিমেল রা কমেন্ট করতে কিপ্টামী করবেন না ।