নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হা...হা...হা...

http://www.facebook.com/Kobitar.Khata

হা...হা...হা...

ব্লগে সাহিত্য রচনা করি না, ব্লগরব্লগর করি। সুতরাং এই ব্লগারের লেখায় ভাষার মাধুর্য, শুদ্ধ বানানরীতি খুঁজতে গেলে হতাশ হবেন।

হা...হা...হা... › বিস্তারিত পোস্টঃ

বিটিআরসির নিদের্শনায় আমরা ইন্টারনেট ব্যবহারকারীরা হতাশ।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪

আজ মোবাইল অপারেটরগুলোর জন্য বিটিআরসির একটি নির্দেশনা জারি করেছে। স্বীকার করি এই নিদের্শনা বাস্তবায়িত হলে অবশ্যই গ্রাহক উপকৃত হবে। কিন্তু আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের কিছু দাবি আছে যা আজো পূরণ হলো না। সরকার গত এক বছরে ব্র্যান্ডউইথ এর মূল্য প্রত্যাশার থেকে বেশী কমিয়েছে। কিন্তু এর সুবিধাগুলো এক চেটিয়া মোবাইল কোম্পানিগুলো ভোগ করছে। তারা গ্রাহকের জন্য ইন্টারনেট মূল্য এক পয়সাও কমায় নি। সরকার যে হারে ব্যান্ড উইথ এর মূল্য কমিয়েছে এতে করে মোবাইল অপারেটরগুলোর উচিত প্রতি জিবি ১০০ টাকার মধ্যে রাখা। আমরা এই ব্যপারে বিটিআরসির আরেকটি নির্দেশনা চাই।



ইন্টারনেট এর ব্যপারে আরো একটি বৈষম্য আছে যা অন্য কোন দেশে আছে কিনা সন্দেহ। সাধারণত আমরা মোবাইলে যে কোন নির্দিষ্ট পরিমান রিচার্জ করলে রিচার্জের মেয়াদ শেষ হওয়ার পর আর কোন কল করা যায় না কিন্তু একাউন্টে অবশিষ্ট টাকা থেকে যায়। যা পরে আবার রিচার্জ করলে রিচার্জের টাকার সাথে যোগ হয়ে যায়। কিন্তু ইন্টারনেট এর ক্ষেত্রে উল্টো ঘটনা। আমি রবি ৩জিবি প্যাকেজ ব্যবহার করি। সাধারণত আমার মাসে দেয় থেকে দুই জিবি ব্যবহার হয়, বাকিটা থেকে যায়। কিন্তু মেয়াদ (৩০দিন) শেষ হওয়ার সাথে সাথে অবশিষ্ট ইন্টারনেট ব্র্যান্ডউইথ আর থাকে না। আমার মতে এটা শুধু অন্যায় না, মহা অন্যায়। যে কোন কারণে আমি রিচার্জ করার পর আমি ইন্টারনেট ব্যবহার করতে নাই পারি। যেমন হয়তো আমার ল্যাপটপ নষ্ট থাকল, কিংবা মডেম নষ্ট হলো, অথবা ভ্রমনের কারণে নেট ব্যবহার থেকে দূরে থাকলাম তাই বলে আমার পয়সায় কিনা ইন্টারনেট ভলিউম বাতাসে মিলিয়ে যাবে?



বিটিআরসির কাছে অনুরোধ, মোবাইল কোম্পানিগুলোর এই মহা অন্যায় থেকে আমাদের রক্ষা করুন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬

বনসাই বলেছেন: শুধু মোবাইল কোম্পানী নয় ওয়াইম্যাক্স কোম্পানীও একইভাবে প্রতারণা করছে। এতো বার সরকার ব্যান্ডউইথের দাম কমালো অথচ এরা গ্রাহককে কিছুই দেয় নি। BTRC র কার্যকরী পদক্ষেপ চাই।

২| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬

রোড সাইড হিরো বলেছেন: বিটিআরসির কাছে অনুরোধ, মোবাইল কোম্পানিগুলোর এই মহা অন্যায় থেকে আমাদের রক্ষা করুন।

সহমত...

৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮

মাহমুদ হাসানাত বলেছেন: এরা মহাচোর আর মহা ধরীবাজ। এদের শাস্তির আওতায় আনা জরুরী। চোর গুলো এভাবে টাকা সংগ্রহ করে সব পাচার করে।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮

অরন্য জীবন বলেছেন: বিটিআরসির কাছে অনুরোধ, মোবাইল কোম্পানিগুলোর এই মহা অন্যায় থেকে আমাদের রক্ষা করুন।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪

মিত্র বলেছেন: ‍"বিটিআরসির কাছে অনুরোধ‍"- খুবই হাস্যকর। আমি ব্যক্তিগতভাবে গত আড়াই বছর ধরে বিটিসিএল এর সংযোগ ব্যবহার করছি। সংযোগ এর মান এর ব্যপারে কি বলবো- ক্রমাগত নিম্নমুখি। গত দুই সপ্তাহ ধরে একটি পিং দশটি ড্রপআউট।

আর এই সময়ে বিটিসিএল একটি টাকাও কমায় নি বা ১ কেবি স্পীডও বাড়ায়নি। যারা নিজেদের ঘর সামলাতে পারেনা তাদের কাছ থেকে কোন কিছু আশা করা বোকামী।

বিটিসিএল নিয়মিত দাম কমিয়ে অন্য অপারেটরদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারতো বা উদাহরন সৃষ্টি করতে পারতো। কিন্তু....

বি.দ্র.: আমার ১২৮ কেবি সংযোগ খরচ বর্তমানে ৫৭৫ টাকা যে টাকা দিয়ে সম্ভবত অনেক অপারেটরের ৫১২ সংযোগ পাওয়া যাবে।

৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৭

সুমনদেশ বলেছেন: মাসিক ১৫০ টাকা থেকে ২০০ টাকা দিয়ে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার ব্যবস্থা হলে বোঝা যাবে বাংলাদেশে ইন্টারনেট সহজলভ্য হয়েছে। আর সেটাই হওয়া উচিত।

মোবাইল কোম্পানিগুলো বিটিআরসি'র মূল্য হ্রাসের সুবিধা নিচ্ছে কিন্তু গ্রাহকদের সেই সুবিধা দিচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.