![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নবীন লেখকদের জন্য বাংলাদেশের প্রকাশনা সংস্থাগুলো খুবই নির্দয়। তারা বই প্রকাশ করতে অনেক টাকা চায়। ফলে অনেকেই পাণ্ডুলিপি নিয়ে ঘুরে বেড়ান। সম্প্রতি আমি একজন প্রকাশকের সঙ্গে কথা বলিছি। তার কথা শুনে বই বের করার ইচ্ছাটাই যেন আর নেই। ছোটগল্প লিখি। অনেক দিন ধরে বই বের করবো বলে ভাবছি। কিন্তু ২২-২৫ হাজারের নিচে কোনো প্রকাশক রাজি হননি।
যাই হোক- ওই প্রকাশক বললেন, ২২ হাজার টাকা নিয়েও যদি নতুন প্রকাশকদের বই বের করা হয়- তাতেও লস হয়। কিভাবে? বিশাল এক বয়ান শুরু করে দিলেন। কাগজ, মলাট, প্রুফ--আরে ভাই প্রকাশক আপনি...বই বের করার পথ যদি রুদ্ধ করে দেন তাহলে আমরা নবীনরা কি করবো? যাই হোক- বুঝলাম ৩০-৪০ হাজার টাকা খরচ করে বই বের করতে হবে।
আমরা সবাই জানি, নতুন লেখকদের বই কেউ পড়ে না। আচ্ছা কেউ পড়ুক আর নাই পড়ুক নবীনদের বই লেখার মানসিকতা সৃষ্টির জন্য তো উৎসাহ দরকার। একজন নবীন লেখক চাইলেই তো বই বের করতে পারেন না। কারণ সে মানসিকতা তখনই সৃষ্টি হয়, যখন সে অন্তত ১০০ বই পড়ে ফেলেছে, অথবা বই পড়া এক ধরনের নেশা হয়ে গেছে তখনই। তাহলে লেখকদের এই আবেগ তো একবারে মূল্যহীন নয়।
বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে অনেকে অনেক কিছুই করে ফেলে। কারও চাকরির বয়স পার হয়ে গেছে কিন্তু চাকরি হয়নি-এমনও আছে। আবার অনেক জুনিয়র গ্রাজুয়েট প্রায় কোটিপতিও বনে গেছেন- এমন উদাহরণও আছে। কিন্তু বই বের করতে বা লেখাপড়া করে তার ওপর টিকে থাকা এবং বই বের করার মানসিকতা অনেকেরই নেই।
তবে বই পড়া কিংবা বলা যায় বইয়ের সঙ্গে বাস না করতে পারলে বই লেখার মানসিকতা কিন্তু তৈরি করা টাফ। এ ক্ষেত্রে নবীন লেখকদের গরুত্ব দেয়া উচিত প্রকাশকদের। সরকার এ ক্ষেত্রে সহায়তা করতে পারে।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২
গ্রিন জোন বলেছেন: ধন্যবাদ #সাজ্জাদ আপনার প্রোফাইল বাবুটা সুন্দর......
২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১
রুদ্র জাহেদ বলেছেন:
তবে বই পড়া কিংবা বলা যায় বইয়ের সঙ্গে বাস না করতে পারলে বই লেখার
মানসিকতা কিন্তু তৈরি করা টাফ। এ ক্ষেত্রে নবীন লেখকদের গরুত্ব দেয়া উচিত
প্রকাশকদের। সরকার এ ক্ষেত্রে সহায়তা করতে পারে।
এসব বিবেচনা করা দরকার
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
গ্রিন জোন বলেছেন: রুদ্র জাহেদকে ধন্যবাদ বিষয়টি উপলব্ধি করার জন্য ।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫
রাইসুল ইসলাম রাণা বলেছেন: প্রকাশকদের অনীহার কারণ একেবারে নিছক নয়। অনেকে বইটই পড়ে না অথচো লেখে, ঈশ্বর প্রদত্ত জ্ঞান নিয়ে আর এতে সাহিত্য খায় তেইশমারা। ঈশ্বর প্রদত্ত জ্ঞানধারীদের অবার্চীনতার কারণেই কিশোর সুলেখকরা সুযোগ পায় না।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪
গ্রিন জোন বলেছেন: রাইসুলের সঙ্গে সম্পূর্ণ একমত। একটা বড় পড়তে হলে অন্তত ১০০ বই পড়া উচিত। আমি এই নীতিতে বিশ্বাসী.........
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
মুহাম্মদ তৌকির হোসেন বলেছেন: প্রকাশকরাও আর কি করবে? তাদেরও তো ব্যবসা টেকাতে হবে। অনেক তরুণরা এখন কম্পিউটারে লিখে অনলাইন গুটি কয়েক সাইটে ছেড়ে দেয় তাদের রচনা। কিন্তু যারা লেখালেখিকেই পেশা হিসেবে নিতে চান তাদের জন্যে বিশেষ করে নবীনদের জন্যে পথটা অনেক কন্টকাকীর্ণ হয়ে দাঁড়ায়।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮
গ্রিন জোন বলেছেন: একমত মুহাম্মদ তৌকির হোসেন, লেখাগুলো অবশ্যই ক্লাসিক হওয়া দরকার। পুরোপুরি ক্লাসিক না করতে পারলেও ক্লাসিক সৃষ্টির জন্য চেষ্টা থাকা দরকার।
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬
গ্রিন জোন বলেছেন: একমত মুহাম্মদ তৌকির হোসেন, লেখাগুলো অবশ্যই ক্লাসিক হওয়া দরকার। পুরোপুরি ক্লাসিক না করতে পারলেও ক্লাসিক সৃষ্টির জন্য চেষ্টা থাকা দরকার।
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
ঢাকাবাসী বলেছেন: বই ছাপা টাপা আর হবে কি? প্রিন্টের কাজ তো অনেক প্রেস বন্ধই করে দিয়েছে। কবিগুরু না হলে আর বই ছাপানো হবেনা বলেছে!!
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪
গ্রিন জোন বলেছেন: তাইতো বলি #ঢাকাবাসী সঙ্কট জাতির মননে.............................
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫
মুহাম্মদ তৌকির হোসেন বলেছেন: ছাপাখানা উঠে যাচ্ছে। ছাপাখানার ভুতও বিদায় নিচ্ছে। সাথে আগের গভীর সাহিত্যগুলোও।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯
গ্রিন জোন বলেছেন: এ অবস্থা হতে দেয়া যাবে না। আসুন আমরা নতুন করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে তুলি। তবে কাজটা অধ্যবসায়ের............
৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭
শাহাদাত হোসেন বলেছেন: বর্তমান ইন্টারনেটের যুগে বই কেনা আগের ছেয়ে অনেক কমে গেছে তাই হয়তো প্রকাশকরা ঝুকিঁ নিতে চান না।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০১
গ্রিন জোন বলেছেন: আবদুল্লাহ আবু সায়ীদ কিন্তু তা স্বীকার করেন না। কারণ এবছরও ছয় হাজার শিক্ষার্থীকে বই পড়ার জন্য পুরস্কার দিয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্র...........
৯| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: নবীন লেখককে এই অবস্হার মুখো-মুখি হতে হয় সবসময়ই। হুমায়ুন আহমেদকেও একই অবস্হার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সুতরাং "পরাজয়ে ডরে না বীর" প্রবাদ বাক্য মনে করে আবারও ঝাপাইয়া পড়েন।
শুভ কামনা রইল।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০২
গ্রিন জোন বলেছেন: ঝাঁপাইয়া পড়িলাম #মোস্তফা........
১০| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৪
হাবীব কাইউম বলেছেন: বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো কিন্তু সিএসআরে টাকা ব্যয় করে (কোনো কোনো ক্ষেত্রে এটা বাধ্যতামূলক)। প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্যও এ রকম একটা সিস্টেম থাকা উচিত : তারা তাদের লভ্যাংশের নির্দিষ্ট একটা অংশ অথবা বছরে অন্তত নতুন একটি বই সম্পূর্ণ নিজ খরচে অথবা ভর্তুকি দিয়ে পাঁচটি বই প্রকাশ করবে।
আমার অনেক পাণ্ডুলিপি তৈরি থাকলেও এই টাকার জন্য কিন্তু বই বের করা হচ্ছে না।
আমি একটা চিন্তা করে ফেলেছি। আর তা হলো একটা বইয়ের মোট খরচের ৫০% ভর্তুকি দিয়ে নবীনদের বই ছাপবো (আমি প্রকাশনীর জন্য ট্রেড লাইসেন্স নিয়েছি)। এ ছাড়াও একটা ফান্ড গড়ে তুলবো, যেটা বই প্রকাশের পর তুলে আনার চেষ্টা করা হবে এবং তা দিয়ে পুনরায় একটি নতুন বই ছাপা হবে।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮
গ্রিন জোন বলেছেন: দারুণ উদ্যোগ #হাবীব কাইউম......শুরু করে দেন.........আমি আছি.........
১১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১০
মুহাম্মদ তৌকির হোসেন বলেছেন: কিন্তু ছাপা বইয়ের ভবিষ্যৎ আসলেই অন্ধকার। বাংলা সাহিত্যের ভবিষ্যৎ অনেকাংশেই অনলাইন নির্ভর। প্রথম চৌধুরী একটা কথা বলেছিলেন, "বহু শক্তিশালী স্বল্প সংখ্যক লেখকের জায়গায় স্বল্প শক্তিশালী বহু সংখ্যক লেখকের আবির্ভাব ঘটবে।" সেটাই হচ্ছে, গল্প কবিতা সাইটগুলোর মাধ্যমে। এখন যারা লিখতে ইচ্ছুক তারা ছাপানোর ধার ধারতে চায় না। কেননা তাতে অনেক পরিশ্রম, অর্থ ব্যয়, হতাশা জড়িয়ে থাকে। এই সাইটগুলোতে সুবিধা, পোস্ট করো দ্রুত, লাইক কমেন্ট পাও এবং হয় ফেমাসও হয়ে যায়। কিন্তু তাতে মান বাড়ে না। মান কমতে থাকে। তবে সামষ্টিক চিন্তাশক্তি উন্নত হয়। এ জিনিসটাই ঘটবে এবং ঘটছে এখন।
১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩
গ্রিন জোন বলেছেন: কিন্তু তাতে নিজের স্বকীয়তা হারিয়ে যায়। ক্লাসিক বলতে কিছু যদি থাকে তাহলে তার অস্তিত্ব থাকে না।
১২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬
লাবু২২ বলেছেন: হাবীব কাইয়ুম ভাই আপনি শুরু করে দেন। আমিও আছি
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৪
গ্রিন জোন বলেছেন: আগ্রহের জন্য ধন্যবাদ লাবু ২২
১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯
সুমন কর বলেছেন: এ অবস্থা আগেও ছিল, আগামীতেও থাকবে.....সুতরাং, লেখকদের হতাশ হলে চলবে না।
+।
১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪
গ্রিন জোন বলেছেন: ঠিক বলেছেন সুমন কর.............আসলে কাজ থেমে রাখলে চলবে না।
১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার বয়স এখন ৪৫। ১৮তে শুরু করেছিলাম। প্রকাশকরা যা চায় আজ পর্যন্ত লেখতে পারিনি। এখন আমাজন থেকে প্রকাশ করি। টাকা খরচ হয় না। মন আমাকে সান্ত্বনা দেয়, অন্তত জমা টাকাতো অপচয় হয়নি।
আজকাল পাঠকরা ইবই পড়তে চায়।
লেখকদের একটা সমস্যা আছে, আমরা একলা বড় হতে চাই।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১
গ্রিন জোন বলেছেন: শুধু অনলাইনে লিখে কিন্তু কোনো লেখকের তৃপ্তিবোধটা আসে না। এজন্য বই বের করা দরকার। আর অনলাইনের তথ্য উপাত্ত এখনো একটা অংশ বিশ্বাস করে না। বিশেষ করে সেনসিটিভ কোনো রেফারেন্স কিন্তু বই থেকেই দিতে হয়।
১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮
নাজমুস সাকিব রহমান বলেছেন: নতুনদের সুযোগ না দিলে, প্রকাশকরা ভবিষ্যতে যখন পুরনোরা থাকবে না তখন ব্যবসা গুঁটিয়ে চলে যাবে।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২২
গ্রিন জোন বলেছেন: এ ভাবনা থেকেই কিন্তু নতুনদের সুযোগ করে দেয়া উচিত প্রকাশকদের.#নাজমুস
১৬| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৮
স্বপ্নাতুর পুরব বলেছেন: জনাব মোহাম্মাদ আব্দুলহাক সাহেবের সাথে একমত ।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৪
গ্রিন জোন বলেছেন: সহমত #স্বপ্নাতুর
১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬
লাবু২২ বলেছেন: শুধু আগ্রহ আর ধন্যবাদে সীমাবদ্ধ থাকলে চলবে না। বাস্তবেই উদ্যোগ নিতে হবে
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৪
গ্রিন জোন বলেছেন: আমরা বাস্তব পদক্ষেপ চাই..........#লাবু২২
১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬
হাবীব কাইউম বলেছেন: লাবু এবং গ্রিন জোন, আপনাদের সাথে কি যোগাযোগ করতে পারি?
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৬
গ্রিন জোন বলেছেন: গ্রিন জোন [email protected] #হাবীব কাইউম
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই সমস্যা চিরন্তন। তবে লেখা থামাবেন না।
এক সময় বই ঠিকই বের হবে।
আরো লিখুন।