নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সমাজকর্মী

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সৃষ্টিশীল লেখক

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

সে সমাজতন্ত্রী, আমি গণতন্ত্রী

১৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩৮

সে মার্কসবাদ পড়ে, আমি পড়ি তাকে,
সে শ্রেণী সংগ্রামের কথা বলে,
আমি বলি ভালোবাসার কথা।
সে শ্রেণীশত্রু খতমের কথা বলে,
আমি বলি আগে খতম করতে হবে আমাদের হৃদয়ের কাঠিন্যকে।
সে সশস্ত্র সংগ্রামের কথা বলে,
আমি বলি, যুদ্ধের প্রথম বোমাটা পড়ে ঠিক হৃদয়ের মাঝখানে
গুঁড়িয়ে দেয় সমস্ত মানবিক মূল্যবোধ!
সে দেখিয়ে দেয় রাশিয়া, গণচীন
আমি দেখিয়ে দেই কানাডা, সুইজারল্যান্ড, ডেনমার্কের নতুন দিন।
সে বিশ্বাস করে, বন্দুকের নলই সকল ক্ষমতার উৎস,
আমি বিশ্বাস করি, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ।
সে পাহাড় কেটে পথ করার কথা বলে,
আমি বলি, আগে চিনে নিতে হবে আমাদের হৃদয়ের পথটা।
সে অসম্ভব অবাস্তবের স্বপ্ন দেখে,
আমি দেখি ভীষণ সম্ভবের স্বপ্ন!
সে ভুল পথে চলে,
আমি স্বপ্ন দেখি তাকে আলো দেখানোর,
সে সমাজতন্ত্র বোঝে,
আমি বুঝি মানুষ,
সে দ্বিজেন, দেবীপ্রসাদ, গুয়েভারাকে চেনে,
আমি চিনি তাকে,
সে মার্কসবাদ পড়ে, আমি পড়ি তাকে!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২০

ডার্ক ম্যান বলেছেন: আপনি তো মনে হয় নাগরিক ঐক্যের সাথে যুক্ত ছিলেন

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৪১

শেহজাদ আমান বলেছেন: জ্বি, ঠিক ধরেছেন!

২| ১৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:



আপনি নিশ্চয় কোনটাই সঠিকভাবে বুঝেন না।

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৪২

শেহজাদ আমান বলেছেন: হা হা! দোনোটাই সঠিকভাবে বুঝি! অক্কা!

৩| ১৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বর্তমান বিশ্ব এই দুটিতে মিলিয়ে করেছে গনতান্ত্রিক শাসনে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা।সহজ কথায় খিচুড়ি।

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৫

শেহজাদ আমান বলেছেন: না, জগাখিচিড়ী না। ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ডের মতো দেশ এখন ওয়েলফেয়ার স্টেটের পর্যায়ে বলতে পারেন। সেখানে সবাইই নিজেদের সামর্থমতো খেয়ে পড়ে বাঁচতে পারে। কিন্তু মানবাধিকার, বাক স্বাধীনতা ও আইনের শাসন সেখানে রয়েছে। তথাকথিত কমুনিজমের মতো ফ্যাসিবাদী ও কট্টর সরকার সেখানে নেই। বরং এর উল্টোটা রয়েছে। ,

৪| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি যে সকল দেশের কথা বললেন সেই সকল দেশের জনগনের চেতনার মান আর তৃতীয় বিশ্বের জনগনের চেতনার মান এক না।তার পরও প্রতিটা দেশের অধিকার আছে সেই দেশটা কিভাবে চলবে সেই দেশের জনগন তা ঠিক করবে।তারা খিচুড়ি খেয়ে থাকবে নাকি বিরানী খেয়ে থাকবে।

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫০

শেহজাদ আমান বলেছেন: সেটা তো বটেই! আমিও সেটাই মনে করি। কিন্তু বৈপ্লবিক সমাজতন্ত্র তো সেটা মনে করে না। অস্ত্রের মুখে ক্ষমতা দখল করে তহাকথিত সমাজতন্ত্র কায়েম করতে চায়!

৫| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার কবিতা কিন্তু ভাল লেগেছ।বিষয় বস্তুতে নতুনত্ব আছে।

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫১

শেহজাদ আমান বলেছেন: ধন্যবাদ! আমাকে ফেসবুকে অ্যাড দিতে পারেন। সেখানেও শেহজাদ আমান নামে আছি!

৬| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নাগরিক ঐক্য কি নূরুর সাথে মিলে আন্দোলন করার কথা চিন্তা করছে?পত্রিকায় দেখলাম

০৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৩

শেহজাদ আমান বলেছেন: সেটা আমি জানি না!

৭| ১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: খুব কঠিন কবিতা। এই কবিতা আমার জন্য না। আমি বোকা মানুষ।

০৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৪

শেহজাদ আমান বলেছেন: পনি মোটেই বোকা না! সমাজতান্ত্রিক রাজনীতির অসারতা এই কবিতায় তুলে ধরেছি; চাইলেই সেটা বোঝা যায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.