নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

শূন্যমাত্রিক

১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৬

পুলহ বলেছেন: দীর্ঘতম শীতল নদীর ঠোটে চুমু খাওয়াটাকে কি মৃত্যু বুঝিয়েছেন??
চক্রবৃদ্ধ নাকি চক্রবৃদ্ধি- যতদূর মনে হচ্ছে- চক্রবৃদ্ধিই হয়তো হবার কথা।
"কোন সরগরম চায়ের টেবিলে বসে চিয়ার্স বলে"-- চায়ের টেবিলের সাথে চিয়ার্স কথাটা কিছুটা বেখাপ্পা লাগছে কি??
এতোক্ষণ পর্যাপ্ত জ্যাঠামি করেছি, আশা করি নেক্সাস ভাই কিছু মনে করেন নি ! এগুলো স্রেফ একজন সাধারণ পাঠক হিসেবে আমার পর্যবেক্ষণ, কবির সাথে শেয়ার করলাম।
কবিতা ভালো লেগেছে। আমি কবিতাবোদ্ধা নই, কিন্তু তারপরো মনে হচ্ছে- একাকীত্ব/ শূণ্যতাবোধ ভালোই ফুটিয়ে তুলেছেন কবি।
সব থেকে ভালো লাগা দু'টো লাইন-
"অমাবস্যা খচিত আকাশ কেউ সযতন পরখ করে দেখেনা
শূন্যমাত্রিক অন্ধকারে মানুষের অনাগ্রহ চিরাচরিত"
শুভকামনা ভাই।

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৪৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় পুলহ। আমি সামুতে আপনাকে যতদিন চিনি তাতে বিশ্বাস করি আপনি একজন বিচক্ষন বিদগ্ধ পাঠক, যার পাঠ প্রতিক্রিয়া সত্যি চমতকার।

হুম আমরা সাধারন অর্থে বুঝি চিয়ার্স মানে ওয়াইন ভর্তি গ্যালাস। কিন্তু তা কি লিখিত নিয়ম। না তা নয়। চায়ের টেবিলে বসে আরেক বন্ধুর সাথে বসে চা খেতে খেতে নিজেকে জাগিয়ে তোলার জন্য চিয়ার্স বলা যায় স্বগত কিংবা অন্য বন্ধু আপনাকে উদ্দেশ্য করে সরব বলতে পারে, আরে বন্ধু চা খা, আনন্দ কর। চিয়ার্স মানে সিম্পলি আনন্দ বা উদ্দিপনা। কবিতা তো একটু ব্যাতিক্রম পিথেই চলে তাইনা। আরো ব্যাখ্যা আছে
চক্রবৃদ্ধ এটাও ইচ্ছাকৃত। শব্দ নিয়ে খেলা কবিতার বৈশিষ্ট্য। চক্রবৃদ্ধ - যাহা চক্রাকারে রিপিট করে বৃদ্ধি পেয়েছে। চক্রবৃদ্ধি - চক্রাকারে ব্রদ্ধি পাওয়ার প্রক্রিয়া।

হুম মৃত্যু বুঝিয়েছি



ধন্যবাদ দাদা

২| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: নেক্সাস

সুন্দর হয়েছে।

১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৬

ক্লে ডল বলেছেন: খুব ভাল লাগল। একাকিত্ব আর শূণ্যতার মধ্যে পার্থক্য রয়েছে আগে ভাবা হয়নি।

১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। হুম অবশ্যই পার্থক্য আছে আমার মতে/ তাই সেট ফুটিয়ে তুল্লাম।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৫৭

সায়েদা সোহেলী বলেছেন: একাকীত্বের ব্যবচ্ছেদ হয় , প্রতিকার ও
কিন্তু -
শুন্যতা জন্ম দেয় নক্ষত্র বিহীন নীহারিকা
কৃষ্ণগহ্বর ---------

নেক্সাসের কবিতা মানেই ভিন্নমাত্রার কিছু , এতো ভালো লিখেও ব্লগ পাঠকদের বঞ্চিত করে রাখাটা অন্যায় কিন্তু । শাস্তিযোগ্য অপরাধ :)

"অমাবস্যা খচিত আকাশ কেউ সযতন পরখ করে দেখেনা
শূন্যমাত্রিক অন্ধকারে মানুষের অনাগ্রহ চিরাচরিত"

১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার পাঠ প্রতিক্রিয়া আনন্দদায়ক

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২০

মোস্তফা সোহেল বলেছেন: কিন্তু—
শূন্যতা
একবার পেয়ে বসলে আর নিস্তার নাই।
ভাল লিখেছেন অনেক ভাল লাগল

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো।

জনারণ্য আর জনাকীর্ণ কি একই শব্দ না?

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাইয়া- অনাকাঙ্খিত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪২

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সুমন ভাই

৮| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.