নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

বিয়ের একমাস পর বৌশাশুড়ির কথোপকথন:

১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪২



=মামনি,আমি ত্রিশ বছরে যা পারি নি তুমি ত্রিশ দিনে তা করে ফেলেছ|
-আম্মু,আপনি এ কী বলছেন!
=হ্যাঁ মা|আমি ত্রিশ বছরে ছেলেকে ফজর নামাজে অভ্যস্ত করতে পারি নি|তুমি ত্রিশ দিনেই পেরেছ|
-আম্মু,আপনি কি পাথর আর স্বর্ণের গল্পটা জানেন?
=না তো!
-কোন এক গ্রামে চলাচলের পথে একটি বড় পাথর প্রতিবন্ধক হয়ে দাঁড়াল|এক ব্যক্তি রাস্তা পরিস্কার করতে মনস্থ করল|সে একটি কুড়াল নিয়ে পাথরটি ভাঙার চেষ্টা করল|৯৯টি আঘাত করে সে ক্লান্ত হয়ে গেল|তখনই সেখান দিয়ে এক পথিক যাচ্ছিল|লোকটি পথিকের সাহায্য চাইলো|পথিক কুড়াল নিয়ে আঘাত করতেই পাথরটি ভেঙে গেল এবং ভেতর থেকে স্বর্ণভর্তি একটি থলে বেরিয়ে এল|
পথিক:যেহেতু পাথরটি আমার আঘাতে ভেঙেছে তাই থলেটি আমার|
=আমাকেও কিছু দাও|আমিও যে ৯৯টি আঘাত করলাম|
পথিক রাজি হল না|দুজনে কাজীর কাছে গেল|সব শোনে কাজী মীমাংসা করলেন|স্বর্ণগুলোকে ১০০ভাগ করে ১ভাগ দিলেন পথিককে বাকি ৯৯ভাগ লোকটিকে দিয়ে দিলেন|বললেন,'যদি তোমার ৯৯টি আঘাত না হত তাহলে এই পাথরটি ভাঙতোই না'|
-আম্মু,আপনি ত্রিশ বছর পরিশ্রম করে সবকিছু প্রস্তুত করেছেন|আমি শুধু শেষ আঘাতটাই করেছি|

মন্তব্য ১৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল

২| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৪

ওমেরা বলেছেন: খুব ভাল লাগল ।

৩| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৫

নতুন নকিব বলেছেন:




দারুন!

৪| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

সুমন কর বলেছেন: ভালো লাগল। +।

৫| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

সাদাত তানজির বলেছেন: যারা কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে একসময় তারাই বড় হয়
ভালো লাগলো...

৬| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


আর ২/১ মাস যাক, চুলাচুলি শুরু হবে।

৭| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

শেয়াল বলেছেন: ৮/৯ মাস যাক দৌড়াদৌড়ি শুরু হোবে B-)

৮| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

আরিফুর রহমান রিপন বলেছেন: একচ্ছত্র ভাল লাগার আধিপত্য

৯| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

ইউনিয়ন বলেছেন: X( সেই বাড়িতে কি রেন্ডিয়ান টিভি সিরিয়াল চলে! সিরিয়াল চল্লে ত' এমন হওয়ার কথা না।

১০| ১১ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৯

মনস্বিনী বলেছেন: কত বছর আগে এমন ঘটনা ঘটে থাকতে পারে?

১১| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৫

তার ছিড়া আমি বলেছেন: রেন্ডিয়ান টিভি সিরিয়াল থাকলে এই সম্পর্ক বেশি দিন টিকবে না।

১২| ১২ ই মার্চ, ২০১৭ ভোর ৫:০৩

উম্মু আবদুল্লাহ বলেছেন: গল্পটি পড়ে মুগ্ধ হলাম। সংসারকে সুখের নীড় করে গড়ে তুলতে বৌ এবং শ্বাশুরীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতেই হবে। কিন্তু অনেক সময় নানা কারনে তা হয় না। বিশেষত কোন বৌ যদি শ্বশুর বাড়ী থেকে পাওনা সম্মান না পায়, তবে সেও তার পুত্রবধুর উপরে সেইরকম আচরন করতে থাকে যা সে নিজে পেয়েছে। এই চক্র যেন দুর্ভেদ্য।

১৩| ১২ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২০

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল

১৪| ১২ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব ফেসবুকে মানায়...

১৫| ১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর ও পরিপাটি পোষ্টখানী শিক্ষ্যনীয় । ধন্যবাদ আপনার প্ররিশ্রমের বিনীময়ে আল্লাহ আপনাকে উত্তম মর্যাদা দিন।

১৬| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৪

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল আর আপনার জন্য শুভ কামনা রইল :)

১৭| ১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভালো লেগেছে।

১৮| ১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০০

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আমারা চাইলেই পরিবারে শান্তি আর সুখ আনতে পারি । তার জন্য দরকার একটা সুন্দর মন মানসিকতা । কিন্তু আমারা সব কিছুতেই ব্যক্তি স্বার্থ খুজি জার জন্য আমাদের সমস্যা বেশি হচ্ছে । আসলে একটা পরিবারের সবার নিজ নিজ অবস্তান দায়িত্ব কর্তব্য , ব্যবহার আরচন কে খুব যত্ন করে গড়ে তুলতে হবে । আমাদের সমাজে আমরা ভাল শাশুড়ি চাই কিন্তু আমাদের বউরা যেয়েই সংসার নিজের করে চায় । আজকের গাছ কি আজকেই ফ্ল দিবে । তাই বউদের একটু চিন্তা করে বট বৃক্ষের যত্ন নিতে হবে । সংসারে শাশুড়ি একটা বট বৃক্ষ । তার কাছে শেখার আছে অনেক কিছু । যে শিখবে সেই সুখি ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.