নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

হয়তো অনেক বাংলাদেশী নিউজটি বিশ্বাস করতে চাইবেন না।

১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৪



নেপালের ত্রিশ বছর বয়সী এক যুবক গোবিন্দ গৌতম কাঞ্চনপুর জেলার আনন্দবাজারে ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে মারা গেছেন বৃহস্পতিবার। তার শেষকৃত্য হচ্ছে আজ।
বাংলাদেশ-ভারত সীমান্তে এরূপ ঘটনা মামুলি ব্যাপার হলেও নেপালে হোলি (ফাগু পুর্ণিমা) উৎসবের মাঝেও এই ঘটনায় তুমুল বিক্ষোভ হয়েছে এবং হচ্ছে।
এর চেয়েও বড় খবর হলো, রাজপথে জনতাকে শান্ত করতে দেশটির সরকার ইতোমধ্যে গৌতমকে #শহীদ হিসেবে ঘোষণা করেছে। পার্লামেন্টে এ নিয়ে উপ-প্রধানমন্ত্রী বিমলেন্দু নিধিকে বিবৃতি দিতে হয়েছে। গৌতমের পরিবারকে ইতোমধ্যে ১০ লাখ রূপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে এবং তার সন্তানদের শিক্ষার দায়িত্ব নিয়েছে রাষ্ট্র।
এরপরও আরও অনেক কাহিনী আছে।
নেপালের পরিস্থিতি শান্ত করতে ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দুঃখ প্রকাশ করে ফোন করেছেন নেপালের প্রধানমন্ত্রীকে।
আজ গৌতমের মরদেহ নিয়ে যে মিছিল হয়েছে তাতে নেমেছে মানুষের বিপুল ঢল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ১১ বার তোপধ্বনির মধ্যদিয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
একটাবার চিন্তা করে দেখেন, এক গোবিন্দের হত্যার প্রতীবাদে নেপালের মত একটি ছোট দেশ তোলপাড় করে ফেলতেছে, আর প্রতি সাপ্তাহে ভারতের সীমান্তে গড়ে একজন বাংলাদেশীর লাশ পড়ছে, কিন্তু আমাদের কোন হুঁশ হয় না।
পাঁচ ফুট নেপালিদের শিরদাঁড়া আছে। কিন্তু হায় সাড়ে পাঁচ ফুট বাংলাদেশীদের শিরদাঁড়া নাই।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমাদের জনগনের চামড়া গণ্ডারের চামড়ার মতো মোটা হয়ে গেছে।

২| ১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:


মুরগীর বাচ্চা কয়টা চিলে নেয়, মুরগী জানে না।

৩| ১২ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫০

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: আমাদের মনোভাব - দেশে অনেক মানুষ আছে। ডেইলি দুই চারটা মরলে কিছু যায় আসে না।

৪| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫১

ঢাকাবাসী বলেছেন: এসব হত্যা টত্যা মামুলী ব্যাপার! এর চাইতে জরুরী বিষয় আছে না?

৫| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৫৪

ওসেল মাহমুদ বলেছেন: আমরা তো স্বাধীন(!?!), নেপালের মত পরাধীন (!) না, আর ভারত বলে কথা ! আমাদের দাদা যে ! আর দাদারা সব করতে পারে !

৬| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৫

মোস্তফা সোহেল বলেছেন: পাঁচ ফুট নেপালিদের শিরদাঁড়া আছে। কিন্তু হায় সাড়ে পাঁচ ফুট বাংলাদেশীদের শিরদাঁড়া নাই , কথাটি দারুন বলেছে।

৭| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৬

কাঙ্গাল মুরশিদ বলেছেন: পাঁচ ফুট নেপালিদের শিরদাঁড়া আছে। কিন্তু হায় সাড়ে পাঁচ ফুট বাংলাদেশীদের শিরদাঁড়া নাই

৮| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৭

অগ্নি সারথি বলেছেন: দেশের নতজানু পররাষ্ট্র নীতির কারনেই আজকের এই অবস্থা। সব কিছু উজাড় করে ইজ্জ্বতটুকু পর্যন্ত বিকিয়ে দাও দাদাদের চরনতলে!

৯| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১:৩৭

মোহাম্মদ সোহেল আহমেদ বলেছেন: প্রতিবাদের ঝড় তুলুক আপনার লেখায়।

১০| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১:৪০

সচেতনহ্যাপী বলেছেন: মেরুদন্ড আছে কি না, জানি না!! অনূভবেও নেই।। হাত দিলে কেমন কিছু একটা নেই...অনুভূত হয়।।

১১| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৪

ফেরদাউস আল আমিন বলেছেন: দূর্বল আমাদের পররাষ্ট্র নীতি ও যারা তা নিয়ন্ত্রন করেন, তাই আমরা বাংলাদেশ - ভারত সীমান্তে কোন প্রকার প্রতিবাদ ও করতে পারি না।
ভবিষ্যতে একিন হয়তো হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.