নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

গ্রামীনফোনের সেকাল একাল!

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১৮


মি চাকিরর কথা কখনো ভাবিনি। পূর্বপুরুষেরা সবাই ব্যাবসা করতেন সেই সুত্রে ব্যাবসায়িক পরিবেশে বেড়ে ওঠার দরুন-ছোট থেকেই মগজের ভিতরে গেথে গেছে ব্যাবসা ভিন্ন বেচে থাকা অসম্ভব। বিগত বছরগুলোতে কত উত্থান,পতন অর্থাভাব গিয়েছে এমনকি এখনো যাচ্ছে তবুও চাকরির করার কথা ভাবিনি। মাথার ভিতর সবসময় গিজগিজ করে শত শত ব্যাবসার প্লান!

এই ব্যাবসায়িক সুত্র ধরেই গ্রামীন ফোনের সাথে আমার সম্পর্কের সুত্রপাত। বলছি সেই গ্রামীন ফোনের শৈশবের কথা;
এভাবে কর্পোরেট কালচর আমাদের দেশে শুরু হয়নি তখনো। গ্রামীনে সাকুল্যে তখন দুই আড়াইশ কর্মচারী। মহাখালী ব্রাক ভবনের একটা ফ্লোরে সারি সারি চেয়ার টেবিলে বসে উদয় অস্ত কাজ করত সেইসব উদ্যমী তরুনেরা। গ্রামীনের চাকরি তখন মোটেই লোভনীয় ছিল না কারো কাছে। এক দশক পরের মোবাইল কমিউনিকেশনের সেই রমরমা বানিজ্যের কথা কল্পনাতেই আসেনি কারো- এমনকি গ্রামীনের সর্ব্বোচ্চ পদে আসীন ব্যক্তিরাও ভাবেননি। এমন দূরদর্শী হলে কি মাত্র আট ডিজিটের নম্বর দিয়ে শুরু করত?
ভাবতে পারেন গ্রামীন ফোনের সেই সব বিদেশী ডিরেক্টরদের নিজস্ব ব্যাবহারের জন্য একটা গাড়ি পর্যন্ত ছিলনা? বড় ভাইয়ের গাড়ি ব্যাবসার সুবাদে যখন তখন যেকোন ব্রান্ডের একটা গাড়ি নিয়ে বেড়িয়ে পড়তে পারতাম যেখানে সেখানে। গ্রামীনে সদ্য চাকরি পাওয়া আমার এক বন্ধুর অনুরোধে তার দুই তরুণী কলিগ আর এক নরওয়েজিয়ান ডাইরেক্টরকে আমার গাড়িতে করে ঘুরতে বেড়িয়েছিলাম আশুলিয়া দিয়ে জাহাঙ্গীর নগর হয়ে সাভার।বিকল্প এই রাস্তাটা তখনো গাড়ি চলাচলের জন্য উপযোগী ছিলনা তেমন। মনে হচ্ছিল যেন কোন গ্রামের পথ দিয়ে যাচ্ছি। রাস্তার উপরে গরু ঘোড়া চড়ে বেড়াচ্ছে। একটা গরুকে ইঙ্গিত করে সেই নরওয়েজিন আমার বন্ধুকে জিজ্ঞেস করলেন,এই পশুটাকে তোমাদের ভাষায় কি বল?
আমার বন্ধু বলল, গরু।
‘দ্যাট মিনস্, ‘বস?’
আমার সেই বন্ধু হো হো করে হেসে বলল, নো বস, বস অর্থ গুরু আর এটা হচ্ছে গরু।
সেই নরোয়েজিয়ানও হেসে বললেন, একই ব্যাপার গরু আর গুরুর মধ্যে খুব বেশী পার্থক্য নেই।
নিরহংকার সদালাপী সেই মানুষটাকে আমার সেদিন দারুন ভাল লেগেছিল।কিন্তু এরাতো বেনিয়াদের গজদন্ত- শুধু দেখানোর জন্য খাবার জন্য নয়। গ্রামীনের দ্রুত উত্থানের সাথে সাথে এদেরও প্রয়োজন ফুরিয়ে গিয়েছিল অল্প সময় বাদেই।
ব্রাকের সেই অফিসটা ছিল যেন একটা পিকনিক স্পট!
প্রান প্রাচূর্য ভরপুর টগবগে সেইসব দরুন তরুনীদের সেকি উচ্ছলতা! কাজ করছে তারা মহা উৎসাহে জান প্রান ঢেলে। করবেই বা না কেন? বিগ বস থেকে শুরু করে জুনিয়র অফিসাররা সবাই কাজ করছে কাধে কাধ মিলিয়ে- কোন সিনিয়র জুনিয়র নেই। আদাব-সালামের লেশ নেই।
সবাই মিলে যেন একটা টিম। বড় কোন খেলার প্রস্তুতি নিচ্ছে। তখন বুঝিনি এখন বুঝি ‘ইট ওয়াজ এ গ্রেট গেম প্লান’!সেলস এন্ড মার্কেটিং,পারচেজ( তখনো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নামে বদল হয়নি)প্রকিউরমেন্ট সহ সবাই যেন একখানে তালগোল পাকিয়ে ছিল। কোন ডিপার্টমেন্ট আলাদা করে চেনার উপায় ছিলনা। একে ওকে জিজ্ঞেস করে ডিপার্টমেন্ট খুজে বের করতে হত।
আমার সেই এক বন্ধুর সুত্র ধরে সপ্তাহ না ঘুরতেই কয়েক ডজন বন্ধু হয়ে গেল। পারচেজে তখন জনা দুয়েক লোক মাত্র- পঞ্চাশ হাজার টাকার জিনিস কিনতে দশবার ডিরেক্টরের রুমে দৌড়ায়।কর্পোরেট দুনিয়া তখন হাতছানি দিয়ে ডাকছিল আমায়। ধীরে ধীরে আমিও আমার ব্যাবসার ধরন পাল্টে ফেললাম।একসময় ওরা শুধু ওদের নয় আমাদেরও গ্রাস করে ফেলল…
আমার সেই বন্ধুরা এসে গল্প করত-দারুন মজার একেকটা রাতের গল্প।

কখনো ডিরেক্টরদের বাসায় কখনো কোন রেস্ট হাউজে কখনো ঢাকার বাইরে। সবাই মিলে তারা হাড়ি হাড়ি মদ গিলেছে-বসও তাল মিলিয়েছে সমান তালে। সারা রাত মদ জুয়া আর গল্প! যেন সপ্নকেও হার মানায়।সবার হাতে একেটা সেলুলার ফোন ইচ্ছে মত কথা বলার সুযোগ- বিল দেয়ার ঝক্কি নেই(আমরা টি এন্ড টি ফোনের মাসিক বিল দেখেই তখন ভিমড়ি খাই) সামনামাসনি না হলে কি-টেলিফোনে সেই সব গল্প শোনাত!
কিন্তু ওরা তখন বোঝেনি। আজো বুদ্ধিদয় হয়েছে কিনা না আল্লা মালুম!

ওদের ভিতরের সব নির্যাস বের করে যে ছিবড়া বানিয়ে দিচ্ছিল সেটা তারা ঘুনাক্ষরেও টের পায়নি। পাবে ক্যামনে? এরকম চাকরি খোদ বাংলাদেশে বসে আর কজন বাঙ্গালী তরুন করেছে?যেখানকার স্কাই আনলিমিট তুমি ইচ্ছে মত উড়তে পার!বাহ্যিক উদারতা, বন্ধুত্বের টোপ, মদ আর জুয়ার আসর সহ সব কিছুর সার তত্ব হচ্ছে এর বিনিময়ে তুমি তোমার সব প্রতিভা সব সপ্ন সব কল্পনা আমাদেরকে দিয়ে দাও। দু’চার পেগ পেটে পড়লে মাতাল হবার প্রশ্নই আসেনা। তারাতো বর্তমান প্রজন্মের শিক্ষিত স্মার্ট তরুন-কর্পোরেট কলচারের সাথে এটা মোটেই যায় না।কিন্তু হাসতে হাসতে খেলার ফাকে সব বলে দেয়;
বাঙ্গালীদের দুর্বলতা, আমাদের পারিবারিক সামাজিক বন্ধনের কথা, আমাদের রাজনৈতিক বৈরিতা,আমাদের আতিথিয়েতা, অযথা অপচয়ের সাংস্কৃতি, আমাদের আবেগ, মুল্যবোধ সবকিছু। আর বসেরা তাদের মাথায় রাখা কম্পিউটারে সব টুকে নেয়।
এখন আমরা অনেক ঠগে- খাবার প্যাকেটের মেয়াদ উত্তৃর্নের তারিখ দেখে কিনি( তাও শতকরা ১০ ভাগের বেশী নয়)। তবে আমরা কখনোই কোন কোম্পানীর সেবা নিতে গিয়ে ‘টার্মস এন্ড কন্ডিশন’(শর্তাবলী) পড়িনা। আর ওদের খেলার এইটেই হল মুল অস্ত্র!
শুরু হল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আজগুবি কিছু নতুন প্যাকেজ। কোনটায় টি এন্ড টির ফোন কল আসে কিন্তু যায়না, কোনটা আসেও না যায়ও না-শুধু মোবাইল টু মোবাইল,কোনটা দেশ কল করা যাবে কিন্তু বিদেশে হবেনা সেই সাথে আরো কত 'নতুন বোতলে পুরনো মদের' প্যাকেজ। সিটিসেলের তখন একচেটিয়া অধিকার খর্ব হয়েছে-বাজারে তারা কোনঠাসা। সেই সুযোগে গ্রামীন জুড়ে দিল ল্যান্ড ফোন থেকে কল আসলে টাকা কাটা হবে( সেই ফাকে ফোন ফ্যাক্সের দোকানদাররা দেদারসে গলা কাটা শুরু করল),আবার মিসকলেও টাকা কাটার পায়তারা চলছিল।
আর না বুঝে শুনে কালকে রোজ কেয়ামত কনফার্ম তাই আজকেই শেষবার মোবাইলে কথা বলে নেই, এই ভেবে আবেগী বাঙ্গালী হুমড়ি খেয়ে পড়ল তাদের সেলস সেন্টারগুলোতে। এই সুযোগে প্রতিদিন তারা নতুন নতুন বিক্রির রেকর্ড গড়েছে।
গোথিয়া কাপ, ডানা কাপ জয় নিয়ে আমাদের যেমন ছিল বাধ ভাঙ্গা উচ্ছাস।একসময় বিটিভিতে প্রচারিত হুমায়ুন আহমেদের নাটক নিয়ে অতি আমাদের নাটুকেপনা।বিশ্বকাপ ক্রিকেটের টিকেট কেনা নিয়ে অসম্ভব পাগলামীর মত গ্রামীনের সিম কেনা নিয়েও বহুত খেল দেখিয়েছে বাঙ্গালী(বাংলাদেশীরা)।
একটা সিম কার্ড সত্তুর হাজার টাকাও বিক্রি হয়েছে এই আজব দেশে!!!তবে সেই তাদেরকে ওঁনারা বাঁশ দেবেনা দেবেনকি চৈনিকদের?
...আরো আছে- শেষ হয় নাই...
(ব্লগারদের ভাল লাগলে বাকি অংশটুকু পোস্টাইব, নাইলে আজাইরা আমার ব্যাবসার লালবাত্তি জ্বালায় লাভ কি? )

পরের পর্বের জন্যঃ গ্রামীন ফোনের সেকাল একাল-২

মন্তব্য ১১৯ টি রেটিং +৩৪/-০

মন্তব্য (১১৯) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:২৮

অগা বলেছেন: ভাল লেগেছে.... চালিয়ে যান......

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪৯

শেরজা তপন বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। সাথে থাকবেন তাহলে চলবে

২| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৩৪

বিডিওয়েভ বলেছেন: ভাল লেগেছে.... চালিয়ে যান......

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫০

শেরজা তপন বলেছেন: জেনে প্রীত হলাম। ধন্যবাদ চলবে আশা করি

৩| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৩৫

মান্ুষ মরণশীল বলেছেন: ভাল

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫০

শেরজা তপন বলেছেন: জেনে ভাল লাগল- ভাল থাকবেন। ধন্যবাদ

৪| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪০

অর্ফিয়াস বলেছেন: বস কি জিপিতে ছিলেন নাকি!!! বলেন নাইতো কখোনো।

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪৪

শেরজা তপন বলেছেন: বস আমি প্রথমেই বলেছি জিপির সাথে আমার ব্যাবসায়িক সম্পর্ক ছিল। ছিল নয় -এখনো আছে। জানানোর সুযোগ আসেনি কখনো :)

৫| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪১

একজন নিশাচর বলেছেন: ভাল লাগা রইল। পরবর্তী অংশের অপেক্ষায় রইলাম।

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪৬

শেরজা তপন বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ- পরের পর্ব কখন দিব জানিনা। আগে সেই জিপির বন্ধুদের রি- অ্যাকশন দেখতে হবে- যদিও ওদের বেশীরভাগ আর জিপিতে নেই। লেখাটা হুট করে দিলাম এখন মনে হচ্ছে আরো ভেবে চিন্তে গুছিয়ে লেখা উচিৎ ছিল। ধন্যবাদ

৬| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪২

অ-পার্থিব বলেছেন: ভাল হয়েছে। চালিয়ে জান

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪৭

শেরজা তপন বলেছেন: ভাল লাগল জেনে- চলবে আশা রাখছি। পনের বছরের ইতিহাস, অনেক কিছু ভুলে গেছি -একটু সময় দিয়েন

৭| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪২

নতুন রাজা বলেছেন: বলুন...

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪৮

শেরজা তপন বলেছেন: বলছি- আপনি একটু ভাল করে কান পেতে শুনতে থাকুন :)

৮| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪৫

ইমতিয়া৭১ বলেছেন: ভাল চালিয়ে যান৤

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪৮

শেরজা তপন বলেছেন: দেখা যাক কতদুর পারি- শুরুতো করলাম।

৯| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪৮

মিলটন বলেছেন: লেখাটা ভালো লাগলো। তবে পরের পর্বের অপেক্ষায় থাকলাম।

মনে পড়ে গেলো সেই সময়ের মোবাইল উম্মাদনা।

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫২

শেরজা তপন বলেছেন: আপনার মত ব্লগারদের ভাল লেগেছে জানলে আরো বেশী লিখতে মন চায়।:) ধন্যবাদ- সাথে থাইকেন

১০| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫১

আবু সালেহ বলেছেন: তপন ভাই চালিয়ে যান.......

কত পাগলই দেখছিলাম....এক গোল্ড সিম কিনার জন্য মানুষ ১৭০০০ হাজার টাকা দিছে কেউ কেইকেউ ২০০০০হাজার ও দিছে.................. :-* :-* :-* :-*

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৪

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ ভাই আবু সালেহ। সময় পাইনা- তাই একটু সময় লাগবে ভাই। অনেকেরই মান- কুল রক্ষা করে লিখতে হয় তাই একটু ভাবনা চিন্তারও ব্যাপার আছে।
আমরা জাতটাই পাগলা :)

১১| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫১

ইলুসন বলেছেন: বাকিটুকু পোস্ট করুন। এই বিষয়ে জানার ইচ্ছে আছে আমাদের সবার। কোন লোকসান ছাড়া গ্রামীণ ফোন হঠাত করেই কিছু করবে আর সেটা আমাদের মেনে নিতে হবে এমন তো নয়!

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৫

শেরজা তপন বলেছেন: এখনো লিখি নাই- লেখা শেষ হলে অবশ্যই পোষ্টাব। ভাল থাকবেন

১২| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫১

গ্যাম্বলার বলেছেন: ভাল হয়েছে। চালিয়ে যান ...........

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৫

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ জনাব গ্যাম্বলার। এখন মনে হচ্ছে- আরো কিছু লেখা যায়।

১৩| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫১

নদ বলেছেন: মানুষ অনেক পড়ে বুজেছে যে ওরা আসলে "হারামীর ফোন"।
চালিয়ে যান ।

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৮

শেরজা তপন বলেছেন: আমি এক কথায় এভাবে বলতে চাইনা। আমরা সুযোগ দিয়েছি আর ওরা আর দশ-পাচটা ব্যাবসায়ী প্রতিষ্ঠানের মত সুযোগের সদ্ব্যাবহার করেছে।বাংলালিংক আর একটেল যে সুবিধাটুকু দিয়েছে তা শুধু জিপির সাথে প্রতিদ্বন্দিতা আর বাজারে টিকে থাকার জন্য। শুরুটা ওরা করলেও ওদের চরিত্র একই হত।

১৪| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৭

নিক টা আমার বলেছেন: এয়ার্টেলকে উপরে তুলার চেষ্টা না থাকলে প্লাস।

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:০১

শেরজা তপন বলেছেন: এইটা কখনোই হবে না ভাই আপনি নিশ্চিত থাকতে পারেন। আমি যতটুকু জেনেছি বুঝেছি তাই নিয়েই লিখেছি - কারো এজেন্ট হয়ে আসিনি এখানে। তবুও আমার লেখায় কারো পক্ষপাতিত্ব হয়ে থাকলে সেটা আমার ব্যার্থতা!

১৫| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৯

megher_kannaa বলেছেন: go ahead :)

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:০১

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ- সাথে থাকবেন

১৬| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:০২

তোমোদাচি বলেছেন: পরের পর্বের অপেক্ষায়

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:২৫

শেরজা তপন বলেছেন: আসবে। ধন্যবাদ অপেক্ষায় থাকার জন্য

১৭| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:০৩

শিবলী১২৩ বলেছেন: হারামিফোন নিয়ে এত অসধারন একটা বিশ্লেষনধর্মী লেখা ছিল জাস্ট সময়ের চাহিদা। একদম সঠিক সময়ে এই লেখাটা লিখে খুব কাজের কাজ করেছেন। প্লিজ বাকিটা লিখে ফেলুন তারাতারি, খাবার বাসী হইলে আর মজা কি থাকে ? :)

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:২৭

শেরজা তপন বলেছেন: তা ঠিক অনেক কথা জমে আছে - হাতও নিশপিশ করে। কিন্তু লেখার সময় নেই - ফের একটু সুযোগ বুঝে পোষ্টাব। এই খাবার সহজে বাসী হয়না...

১৮| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:০৭

অর্ফিয়াস বলেছেন: লেখক বলেছেন: বস আমি প্রথমেই বলেছি জিপির সাথে আমার ব্যাবসায়িক সম্পর্ক ছিল। ছিল নয় -এখনো আছে। জানানোর সুযোগ আসেনি কখনো।

- ও....ও। এইটাতো জানি :P :P

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:২৮

শেরজা তপন বলেছেন: :) তাইলে আর সমস্যা নাই

১৯| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: একটা সিম কার্ড সত্তুর হাজার টাকাও বিক্রি হয়েছে এই আজব দেশে!!!তবে সেই তাদেরকে ওঁনারা বাঁশ দেবেনা দেবেনকি চৈনিকদের?
...আরো আছে- শেষ হয় নাই...
(ব্লগারদের ভাল লাগলে বাকি অংশটুকু পোস্টাইব, নাইলে আজাইরা আমার ব্যাবসার লালবাত্তি জ্বালায় লাভ কি? )

লাগলে মানে!! দেখেন না নমুনা ;) চালিয়ে যান ........... চালিয়ে যান ...........

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:২৯

শেরজা তপন বলেছেন: অনেক সমস্যারে ভাই! বুঝবেন আশা করি -আশা করি ব্যাখ্যা করতে হবেনা। তবে এভাবে সাথে থাকলে অবশ্যই চলবে...

২০| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:১১

ছাসা ডোনার বলেছেন: ধন্যবাদ ভাইজান! আপনে কি মনে করে মনের কথাগুলো ফাস করে দিলেন? ভাল লেগেছে চালিয়ে যান থামবেন না।

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:৩০

শেরজা তপন বলেছেন: নেক আগে থেকেই ইচ্ছে ছিল কিন্তু সময় সুযোগ পাই নাই। এই মুহুর্তে মনে হয় কিছু বলার সময় এসেছে- তাই
ধন্যবাদ ভাল থাকবেন।

২১| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:৩৩

ইমাম হাসান রনি বলেছেন: ভাল লাগল । :D

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪৩

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ-ভাল থাকবেন

২২| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:৩৮

ফানার বলেছেন: আপনার বিশ্লেষন চমৎকার । করপোরেট কোম্পানী সম্পর্কে আপনি যা লিখেছেন তা শুধু দেশে না বিদেশেও প্রযোজ্য যার সুফল/কুফল X( ১০ বৎসর যাবত ভোগ করছি।

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪৪

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বলার জন্য। ভাল থাকুন সবসময়

২৩| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:৩৯

বাঁধলেই বাঁধন বলেছেন: বাকীটা.. পড়ার ইচ্ছা প্রবল । ( হায়রে ৪,৭০০/- দিয়ে সিম কিনেছিলাম :D )
++

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪৬

শেরজা তপন বলেছেন: বহুত সস্তায় পাইছেন:) আমি জিপিতে বসে আপনার থেকে ডবল দামে সিম নিয়েছিলাম :(

২৪| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪২

নসটাল-জিয়া বলেছেন: "মরনিং শোজ দ্যা ডে"- কোন সন্দেহ নাই, দিনের শেষটা একটা সুন্দর বিকেলের অপেক্ষায় রয়েছে, চালিয়ে জান, সাথে আছি !!

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪৭

শেরজা তপন বলেছেন: দেখা যাক কতটুকু সুন্দরভাবে কতদুর এগুতে পারি- আশা করি হতাশ হবেন না।

২৫| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪৩

পাকাচুল বলেছেন: আরো জানতে চাই।

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪৮

শেরজা তপন বলেছেন: আর কত জানবেন? চুলতো পাকায় ফেলছেন এইবার রিটায়মেন্টে যান :)
ধন্যবাদ

২৬| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪৭

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: :)

১০ ই জুলাই, ২০১২ দুপুর ২:০৮

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ আপনাকে। পরের পর্বে সাথে থাকবেন আশা করছি

২৭| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:৫০

িফেরাজ আহেমদ ভুইয়া বলেছেন: ভাল লেগেছে.... চালিয়ে যান......

১০ ই জুলাই, ২০১২ দুপুর ২:০৮

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ আপনাকে। চলবে আশা করি। ভাল থাকবেন সবসময়

২৮| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:৫৭

বিতর্কিত বিতার্কিক বলেছেন: গ্রামীণ তার কর্মচারীদের বেস্ট টাইম তা নিয়ে ছিবড়ে করে এখন ছুড়ে ফেলার ধান্দায় আছে।

শুধু কাপিট্যালিস্ট আর কর্পোরেট ভিউ থেকে দেখলে ঠিকই আছে। তবে দেশটা ইউএসএ না, দেশের নাম বাংলাদেশ। আর এটা ফুটবল ক্লাব না যে ফর্ম খারাপ হলে/বয়স বেড়ে গেলে রোনালদিনহোকে ছেড়ে দেবে বার্সা।

কনজুমারদের দেশপ্রেম আর আবেগ কে পুঁজি করে ব্যবসা করবে, আর এই দেশের প্রফেসনালদের বুড়ো আঙ্গুল দেখিয়ে বিদায় করবে। এই অসাধারণ দ্বৈত চরিত্র গ্রামীণের পক্ষেই সম্ভব।

গ্রামীণের একটা বিজ্ঞাপনের ফটোশুটের কাজে যে ফার্ম কাজ করেছিল তার সাথে ছিলাম কয়েকবছর আগে। শালারা বিলবোর্ডের দুই তিনটা ছবির বিল দিয়েছিল প্রায় ৬ মাস ঘুরিয়ে।

পোস্টটা চালিয়ে যাবেন আশা করি।
ভালো থাকবেন।
শুভেচ্ছা নিরন্তর।

১০ ই জুলাই, ২০১২ দুপুর ২:১১

শেরজা তপন বলেছেন: অনেক ধন্যবাদ বেশ বড় করে গুছিয়ে মন্তব্যের জন্য। ঠিক বলেছেন-একদিকে ওদের ব্যাপারটা ঠিকই আছে- কিন্তু আমরাতো কর্পোরেট কালচারে অভ্যস্ত ছিলামনা। আগে থেকে প্রস্তুতি থাকলে এইটে মেনে নেয়অ যেত। কিন্তু আমরাতো ওদের সাথে মিশেছি আবেগ দিয়ে বুদ্ধি দিয়ে নয়- এই ব্যাপারে মোটেই প্রফেশনাল ছিলামনা আর সেই ফায়দাটাই ওরা নিয়েছে পুরোপুরি।

২৯| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:৫৮

জেরী বলেছেন: বাকিটুকু ও লিখুন ভাই...পড়ার জন্য আগ্রহবোধ করছি

১০ ই জুলাই, ২০১২ দুপুর ২:১২

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ জেরী। গুছিয়ে লিখতে একটু সময় লাগবে...

৩০| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ২:১৩

হাসান মাহবুব বলেছেন: দারুণ লাগতেসে। রাইজিং অফ আ কর্পোরেট মাফিয়া গ্যাং! লিখে যান।

১১ ই জুলাই, ২০১২ সকাল ৯:৫৭

শেরজা তপন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই হাসান মাহবুব। ভাল লাগছে জেনে প্রীত হলাম। নামকরনটা এইরকম হলেই মনে হয় ভাল হত :)

৩১| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ২:২০

কলম.বিডি বলেছেন: আপনার বক্তব্যের কোথায় যেন একটা হাহাকারের সুর (সঠিক কিনা জানিনা) তবে আমার অসম্ভব ভাল লেগেছে, চলিয়ে যাবেন আশা করি,

মিঃ কলমবিডি

১১ ই জুলাই, ২০১২ সকাল ৯:৫৭

শেরজা তপন বলেছেন: একটু হাহাকারের সুর থাকা অস্বাভাবিক নয়। ধন্যবাদ আপনাকে ভাল থাকবেন

৩২| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ২:২৯

লিংকন১১৫ বলেছেন: বাকি অংশটুকু না পোস্টাইলে

আফনেরে গুম কইরা লবন দিয়া ভাজুম :-B

১১ ই জুলাই, ২০১২ সকাল ৯:৫৯

শেরজা তপন বলেছেন: হায় হায় কি বলেন! এখনতো আমার ব্যাবসা বানিজ্য ছেড়ে এই নিয়ে পড়ে থাকতে হবে। এর পরের অঙশটুকু লিখছি। কিছু ইনফর্মেশনের একটু সমস্যা আছে তাই তাড়াহুড়ো করে পোষ্ট দিচ্ছি না

৩৩| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ২:৩০

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভালৈই তো হলো,

নো থামাথামি, চালিয়ে যান, পরের পর্বের অপেক্ষায়

১১ ই জুলাই, ২০১২ সকাল ৯:৫৯

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ। চেষ্টা চালাচ্ছি- বাকি অংশ পাবেন শিগ্রী...

৩৪| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ২:৩০

মতলববাজ বলেছেন: ছাটাই আমি সমর্থন করি কিন্তু যে পদ্ধতিতে করা হয়েছে তা সমর্থন করি না. ম্যানেজমেন্ট আর্থিক সাশ্রয়ের জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পারে. কিন্তু দেখতে হবে সিদ্ধান্তটা দেশের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা. পরের পর্বে বিস্তারিত কমেন্ট করব.

ডিসক্লেইমার : আমি কখনো গ্রামীন বা কোনো মোবাইল বা কোনো কম্পানিতেই কাজ করি নাই বা কোনো মোবাইলেই আমার পরিবারের কেউ কাজ করে না.

১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:০১

শেরজা তপন বলেছেন: হুম ঠিক বলেছেন। তাদের কোড অব কন্টাক্টে আছে কোন কারনর্র্াানো ছাড়াই যেকোন কর্মীকে ছাটাই করতে পারেন কিন্তু কথা হচ্ছে এভাবে গনছাটাই করা আর ছাটাইয়ের স্টাইলটা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। অপেক্ষায় রইলাম আপনার কমেন্টের...

৩৫| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ২:৩৪

রোহান খান বলেছেন: ভাই , বাকিটা পোসটান ।

১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:০২

শেরজা তপন বলেছেন: হ দিব- একটু অপেক্ষা করুন

৩৬| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ২:৪৬

সাইফুল ইসলাম নিপু বলেছেন: লেখাটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল........
আরেক পর্ব চাই

১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:০২

শেরজা তপন বলেছেন: কি বলেন? এইটুক লিখতেই আমার জান পেরেশান :)
পরের পর্ব লিখছি- কালকের মধ্যেই পাবেন আশা রাখছি

৩৭| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ২:৫৩

শ।মসীর বলেছেন: গরু আর গুরুর মধ্যে খুব বেশী পার্থক্য নেই :)

১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:০৩

শেরজা তপন বলেছেন: এইরকম-ই তো হবার কথা :)

৩৮| ১০ ই জুলাই, ২০১২ বিকাল ৩:০৬

টুকিঝা বলেছেন: ভাল লাগলো, আরও পোস্ট চাই।

১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:০৩

শেরজা তপন বলেছেন: অনেক ধন্যবাদ- ভাল থাকবেন

৩৯| ১০ ই জুলাই, ২০১২ বিকাল ৪:১৮

সারওয়ার জামান চন্দন বলেছেন: Click This Link

১৩ ই জুলাই, ২০১২ সকাল ১০:৪১

শেরজা তপন বলেছেন: পড়েছি ভাই আপনার লেখাটা

৪০| ১০ ই জুলাই, ২০১২ বিকাল ৪:২০

দৈববানী বলেছেন: ++++++++++++++++

১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:০৪

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ প্লাসাইবার জন্য। সামনের পর্বে আপনাকে পাব আশা করি

৪১| ১০ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৩৭

জানালার বাইরে বলেছেন: আমার বন্ধু বলল, গরু।
‘দ্যাট মিনস্, ‘বস?’ B-))

খুব ভাল লাগছে। লিখে যান।

১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:০৫

শেরজা তপন বলেছেন: :) ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সবসময়

৪২| ১০ ই জুলাই, ২০১২ বিকাল ৫:২৫

সাহাদাত উদরাজী বলেছেন: চলুক...।

১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:০৫

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ -চলবে আশা করি

৪৩| ১০ ই জুলাই, ২০১২ বিকাল ৫:২৫

এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: লেখাটা ভালো লাগলো। সামনের অপেক্ষায়.............

ধন্যবাদ।

১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:০৬

শেরজা তপন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। আর একটু অপেক্ষা করুন

৪৪| ১০ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৪৪

শর্বরী-শর্মী বলেছেন: আমার বর কটা সীম কিনেছিলো ১৮,০০০/- দিয়ে; তবে গ্রামীণ না, একটেল। সেই সময় একটা হুজুগে মেতে উঠেছিলো বাঙালী, "মোবাইল কেনার হুজুগ"!


পরের পর্বের অপেক্ষায় রইলাম।

১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:০৭

শেরজা তপন বলেছেন: :( কেন যেন সবাই আচমকা পাগল হয়ে গিয়েছিল! এটা মনে হয় আমাদের জিনগত সমস্যা

৪৫| ১০ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৪৮

হোলা বিলাই বলেছেন: ১ম ৭২০০/- ২য় ১৪০০/- ৩য়টা মাগনা

১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:০৮

শেরজা তপন বলেছেন: এর পরে মাগনার সাথে একটা ফ্রি :)

৪৬| ১০ ই জুলাই, ২০১২ রাত ৮:৪৫

মাদারি বলেছেন: দারুণ লেখা। ডিটেইলিং গুলো সবচেয়ে আকর্ষণীয়। আরো বিস্তারিত লিখুন।

১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:০৯

শেরজা তপন বলেছেন: এমন দারুন মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। সব কিছু খোলসা করে লেখা সম্ভব নয়। নাম ধাম গোপন রেখে যতটুকু সম্ভব ততটুকু লিখতে চেষ্টা করছি

৪৭| ১০ ই জুলাই, ২০১২ রাত ৯:৪৮

দূর্যোধন বলেছেন: থাইমেন না,চালায়া যান :)

১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:১০

শেরজা তপন বলেছেন: চালানোর জন্যইতো গাড়ি স্টার্ট দিলাম : তেল পানি পাইলে চলবে আশা করি :)

৪৮| ১০ ই জুলাই, ২০১২ রাত ৯:৫৯

রেভোল্যুশন ব্ল্যাক বলেছেন: আমি নিজেই ২০০০০ দিয়া গোল্ড সিম কিনছিলাম /:)

১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:১০

শেরজা তপন বলেছেন: এখন সেইটার দাম কত? শেয়ার বাজারের থেকে ভীষন খারাপ অবস্থা

৪৯| ১০ ই জুলাই, ২০১২ রাত ১০:৫২

রবিনহুড বলেছেন: ইংরেজরা এই দেশে এসেছিল শাসন আর শোষনের জন্য।

বেনিয়ারা তাদের দেশে আমাদের পাত্তাও দেয় না, অথচ কেন এই দেশে আসে সেটা আজও আমরা উপলব্ধি করতে পারিনি...

তাইতো আজ আমাদের এই দশা...

১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:১১

শেরজা তপন বলেছেন: এইটাইতো মুল কথা। আমাদের এই বোধ আর কবে জাগ্রত হবে?

৫০| ১০ ই জুলাই, ২০১২ রাত ১১:৩৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: থামবেন না ভাই, চালিয়ে যান , সাথে আছি.........

প্রাতিষ্ঠানিক যোগাযোগ একসময় ব্যাক্তিগত যোগাযোগে পর্যবসিত হবার কারনে জিপির কর্মিদের ভেতরের কান্নাটা টের পাচ্ছিলাম বেশকিছুদিন আগে থেকেই...........

১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:১২

শেরজা তপন বলেছেন: এটা আমি টের পেয়েছি এক যুগ আগেই। সেই কথায় আসছি এর পরের পর্বে

৫১| ১১ ই জুলাই, ২০১২ রাত ১২:৪৩

চাটিকিয়াং রুমান বলেছেন: একটা সিমের দাম ৭০ হাজার টাকা!!!

ভালো লাগলো গ্রামীনফোনের সেকাল বিষয়ক আপনার পোস্ট পড়ে। পরের পর্ব দিয়ে দিন। :)

১৩ ই জুলাই, ২০১২ সকাল ১০:৪২

শেরজা তপন বলেছেন: লেখক বলেছেন: পাগল বাঙ্গালী আর যে কত পাগলামী দেখাবে খোদা মালুম...আমি আপনিও এর বাইরে নই

৫২| ১১ ই জুলাই, ২০১২ সকাল ৯:৩০

মনে নাই তো কি করার বলেছেন: অসাধারন অসাধারন অসাধারন । লেখা চালিয়ে যান এবং পরবর্তী পর্ব তারাতারি চাই ই ই ই ই ই ই ই ই ই ই ই । :) :)

১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:১৪

শেরজা তপন বলেছেন: আপনার মন্তব্য আমাকে দারুন ভাবে অনুপ্রানিত করে আরো ভালো কিছু লিখবার জন্য। অনেক ধন্যবাদ ভাল থাকবেন

৫৩| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:০৭

রেজোওয়ানা বলেছেন: ২০০৮ সাল পর্যন্ত ছিলি জিপির গোল্ডেন টাইম, এমপ্লয়িদের জন্য!
যাই হোক, বেশি কথা বলার উপায় নেই, এখনও দায়বদ্ধতা রয়ে গেছে...


গো এহেইড ..........

১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:১৫

শেরজা তপন বলেছেন: জিপির এমপ্লোয়িদের গোল্ডেন টাইম ছিল না কখনোই- তারা একটা ঘোরের মধ্যে ছিল সবসময়ই। সেই ইলিউশন এখন কাটছে ধীরে ধীরে

৫৪| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:২৮

মুর্তজা হাসান খালিদ বলেছেন: দারুন লিখতেছেন বস! চলুক ....

১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:২২

শেরজা তপন বলেছেন: অনেক ধন্যবাদ বস। বাকিটুকু পইড়েন

৫৫| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:০৫

ইয়েন বলেছেন: ভাল হয়েছে......

১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:২৩

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন

৫৬| ১১ ই জুলাই, ২০১২ বিকাল ৩:০৫

কেএসরথি বলেছেন: বাকি টুকু পোস্ট করুন, ভালোই লাগছিল পড়তে :)

১১ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪৬

শেরজা তপন বলেছেন: বাকিটুকু মনে হয় এত ভাল লাগবে না একটু নিরস টাইপের হবে।

৫৭| ১২ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৩০

লুসিফার ৯ বলেছেন: ভালো লাগা ! :)

১৩ ই জুলাই, ২০১২ সকাল ১০:২০

শেরজা তপন বলেছেন: অনেক ধন্যবাদ।ভাল থাকুন

৫৮| ১৩ ই জুলাই, ২০১২ সকাল ৮:২৮

রাজকবি বলেছেন: চমৎকার লিখেছেন। পরের পর্বের জন্যে অপেক্ষায় আছি।
ধন্যবাদ।

১৩ ই জুলাই, ২০১২ সকাল ১০:২১

শেরজা তপন বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের পর্ব পড়েছেন আশা করি

৫৯| ২৩ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪৯

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভালো লিখেছেন।

৬০| ১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এগুলো বারবার লেখা দরকার।

১২ ই জুন, ২০২১ রাত ৮:৪৪

শেরজা তপন বলেছেন: - কেন যেন আর কিছু পারলাম না লিখতে। এখন মন খারাপ হয় লেখা উচিত ছিল।

এত বেশী দেরিতে উত্তর দেবার জন্য আন্তরিকভাবে দুঃখিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.