নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই_______স্বাধীনতার পক্ষে

শোভভভননন

শোভভভননন › বিস্তারিত পোস্টঃ

শার্লক হোমসের হারিয়ে যাবে একদিন

০২ রা মার্চ, ২০১৫ রাত ৮:৩৭

উইলিয়াম শার্লক স্কট হোমস সংক্ষেপে শার্লক হোমস, পৃথিবীরর সবচেয়ে বিখ্যাত গোয়েন্দা চরিত্র যার স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েল।তার সৃষ্টির খ্যাতি তাকে ছাড়িয়ে গিয়েছে।শার্লক হোমসকে তিনি এতটা নিপুনভাবে তুলে ধরেছিলেন যে কোনো পাঠকই বিশ্বাস করতেন না চরিত্রটি কাল্পনিক।আজও হোমসের আবির্ভাবের একশো বচ্ছর পরেও ২২১/বি বেকার স্ট্রীট এই ঠিকানায় প্রতিদিনই প্রায় ৪০-৫০ টির মতো চিঠি আসে।কিন্তু ওই নামের কোনো ঠিকানাই লন্ডনে নেই।বেকার স্টীটে ৩০-৪০ মতো বাড়ি রয়ছে।ডাকপিয়ন চিঠিগুলো এবে ন্যাশনাল বিল্ডিং সোসাইটির দরজায় সেগুলো ফেলে রাখে আর একজন মহিলা সেই চিঠিগুলোর উত্তর দেন।উত্তরে লিখা হয় "আপনার চিঠির জন্য ধন্যবাদ জানাচ্ছেন মি.হোমস।বর্তমানে তিনি সাসেক্সে অবসরে আছেন।" আপনিও লিখে দেখতে পারেন।চিনের বইয়ে এবং জার্মানি ও স্কটল্যান্ডের গোয়েন্দাগিরিতে শার্লক হোমস এর বই পড়া বাধ্যতামূলক। ডোয়েল ১৯৩০ সালে মারা গিয়েও যেনো বেচে আছেন তার শার্লক হোমসের মাঝে।হয়তো আরও কয়েক শতাব্দী তিনি এই হোমসের মাঝেই নিশ্চুপে নিভৃতে কাটিয়ে দিতে পারবেন।আর পাঠকরাও হয়তো আরও কয়েক যুগ সেই ঠিকানায় চিঠি পাঠাবেন আর সেই মহিলাও কয়েক যুগ সেগুলোর উত্তর দেবেন।একদিন মানুষের মন থেকে হয়তো হারিয়ে যাবে শার্লক হোমস, হারিয়ে যাবে কোনান ডোয়েল। সেদিন আর কেউ চিঠিও হয়তো পাঠাবে না কেস সলভের অনুরোধ করে,মহিলাটাও হয়তো আর বেশিদিন বাঁচবে না।কালের নিভৃতে অতল ইতিহাসে চাপা পরবে শার্লক হোমস নামের এক দুর্দান্ত গোয়েন্দা শুধু খুজলে হয়তো পাওয়া যাবে এই স্ট্যাটাসটি।পুরোনো স্ট্যাটাস খুজতে খুজতে এটি তখন শার্লক হোমসের কথা মনে করিতে দেবে।তাই এটি কস্ট করে হলেও নোটে লিখে রাখলাম।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:২৬

এম এম করিম বলেছেন: ব্রিটিশরা হারাতে দেবে না।

২| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:০৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এমন একটা লেখা পড়েছিলাম অন্যত্র!
তবুও ভালোলাগা রইল আপনার শেয়ারে।

প্রিয় চরিত্ররা বেঁচে থাকুক, যুগে যুগে। ++

৩| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১:৫৫

নতুন বলেছেন: শার্লক হোমস সমগ্র (বাংলা অনুবাদ) দুইবার খতম দিয়েছি...

জটিল লেখা... প্রিয় চরিত্ররা বেঁচে থাকুক, যুগে যুগে। ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.