![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাকিনী
সখি কেন হেরি লো তোর মলিন বদন
সখি কেনো তোর চন্দ্র বদনে আজি চন্দ্র গ্রহন !
শিমুল বনে বনে যে লেগেছে আগুন
খুলো আখি , খুলে দেখ সখি
প্রকৃতির সাজে আজ ফাল্গুনি ফাগুন ।
আম্র কাননে শাখায় শাখায় ভরা মুকুল
লিচুর চূড়ায় হাসছে দেখ সপ্ত রাঙা ফুল ।
ভোমরা যার সুবাসে হয়েছে অধীর আকুল
হয়ে ব্যস্ত অতি স্বত্ত জমিয়ে চলেছে সুধা ।
প্রকৃতিতে আজ – চলছে এতো সাজ
তবে কেনো তুমি সখি অন্ধকারে ,একা ঘরে
আছো একাকি ।
©somewhere in net ltd.