নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভন্ডামী দেক্তারিনা!!

নিরপেক্ষ ও স্বচ্ছ মডারেশন চাই

শিপু ভাই

পক্ষপাতমূলক ও অস্বচ্ছ মডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে...

শিপু ভাই › বিস্তারিত পোস্টঃ

নিজের পায়ে দাড়ান- ব্যবসা করুন-২(মেগা পোস্ট)

১১ ই মে, ২০১৩ বিকাল ৪:০১



এই পোস্টে দেয়া ব্যবসার আইডিয়াগুলো কোন ইউনিক আইডিয়া না। কিন্তু নিজের মেধা আর ক্রিয়েটিভিটি দিয়ে এগুলো দিয়েই উন্নতি করা সম্ভব। চাকরির পিছনে হন্যে হয়ে না ঘুরে নিজেই উদ্যোক্তা হোন- ব্যবসা করুন। হালাল উপার্জন করুন। পোস্ট থেকে বেছে নিন আপনার উপযুক্ত কোন ব্যবসা। সবার জন্য শুভকামনা।





১) কাপড়ের ব্যাগঃ







প্রাথমিক পুঁজিঃ ১০০০০/- বিস্তারিতঃকাপড়ের ব্যাগ





২) কাগজের ব্যাগঃ





প্রাথমিক পুঁজিঃ ১০০০০/-

বিস্তারিতঃ View this link



৩) স্ক্রিন প্রিন্টঃ ব্লক প্রিন্ট, বাটিক, টাই-ডাই ইত্যাদির পাশাপাশি বর্তমানে কাপড় ছাপার অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে স্ক্রীন প্রিন্ট। স্ক্রীন প্রিন্টের সবচেয়ে বড় সুবিধা হল শুধু কাপড়ই নয়, কাগজেও ছাপা বা প্রিন্ট করা যায়।



প্রাথমিক পূঁজিঃ ১০০০০-১৫০০০/-

বিস্তারিতঃ View this link



৪) চক তৈরিঃ





প্রাথমিক পূঁজিঃ ১০০০০/-

বিস্তারিতঃ View this link



৫) গোলাপ জলঃ





প্রাথমিক পূঁজিঃ ১০০০০/-

বিস্তারিতঃ View this link



৬) প্লাস্টিকের খেলনা তৈরিঃ







পূঁজিঃ ১০০০০০/-(এক লক্ষ টাকা)

বিস্তারিতঃ View this link



৭) প্যাকেজিং বা কাগজের বাক্সঃ







প্রাথমিক পূঁজিঃ ২৫০০০-৩০০০০/-

বিস্তারিতঃ View this link



৮) চানাচুরঃ



প্রাথমিক পূঁজিঃ ২০০০০-৩০০০০/-

বিস্তারিতঃ View this link



৯) মাটির গহনাঃ





প্রাথমিক পূঁজিঃ ৫০০০/-

বিস্তারিতঃ View this link



১০) তরল সাবান (থালা বাসন ধোয়ার)ঃ





প্রাথমিক পূঁজিঃ ৫০০০০/-

বিস্তারিতঃ View this link



১১) কাপড় কাচার সাবানঃ





প্রাথমিক পুঁজিঃ ৫০০০০/-

বিস্তারিতঃ View this link



১২) গুড়া মশলাঃ





এটা দুইভাবে করা যেতে পারে-

ক) দোকান থেকে মশলা ভাঙ্গিয়ে প্যাকেটজাত করা। প্রাথমিক পূঁজিঃ ২০০০০/-

খ) নিজেই মশলা ভাঙ্গানোর কারখানা দেয়া। পূঁজিঃ ৩০০০০০/-

বিস্তারিতঃ View this link



এছাড়াও অতি অল্প পূঁজিতে বিভিন্ন আচার, টমেটো কেচাপ তোইরি করে ব্যবসা করতে পারে,

১)জলপাই

২)আম

৩)বড়ই

৪)টমেটো কেচাপ

৫) আলুর চিপস

৬) কাচা কলার চিপস

৭)পেয়ারার জেলী

৮)তেতুলের আচার

৯) রশুনের আচার

মন্তব্য ১৭৯ টি রেটিং +৫৮/-০

মন্তব্য (১৭৯) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:০৫

s r jony বলেছেন: বর্তমানে তরুন'রা এই প্রজেক্ট গুল নিয়ে কাজ করতে পারবে আশাকরি।
+++++++++++++++++++

১১ ই মে, ২০১৩ বিকাল ৪:১৮

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ জনি ভাই।

অনার্স মাস্টার্স করে হাজার হাজার পিলাপান ফ্যা ফ্যা করে ঘুরে। দেখলেও খালাপ লাগে।

সামান্য পূঁজি দিয়ে একটু পরিশ্রম করলেই কিছু দিনের মধ্যে সে ই অন্যকে চাকরি দিতে পারবে!!!

২| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:১১

বোকামন বলেছেন:



পোস্টে কৃতজ্ঞতা শ্রদ্ধেয় শিপু ভাই।
সৎ উদ্যোক্তা হোন- সৎ ভাবে ব্যবসা করুন

নতুন উদ্যোক্তারা যেন তাদের সহকর্মীদের প্রতি সদয় হোন।


ভালো থাকুন ভাই সবসময় ...
আস সালামু আলাইকুম

১১ ই মে, ২০১৩ বিকাল ৪:১৯

শিপু ভাই বলেছেন:
ওয়ালাইকুম আস সালাম।
ধন্যবাদ সম্মানিত বোকামন ভাই।

৩| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:১৯

পত্রদূত বলেছেন: শিপু ভাই জিন্দাবাদ

১১ ই মে, ২০১৩ বিকাল ৪:৫২

শিপু ভাই বলেছেন:
পোস্ট কারো কাজে লাগলে খুশি হব।

৪| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:২৪

মদন বলেছেন: +++++++++++

১১ ই মে, ২০১৩ বিকাল ৪:৫২

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!

৫| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:২৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: আপনার এই সিরিজটা ভালো লাগছে।

ফ্যাশন হাউজগুলো নিয়ে একটা পোষ্ট দেয়ার চিন্তা ভাবনা করবেন। আজিজ মার্কেটের "নিত্য উপহার", "মেঘ" এ ধরনের। এগুলা নিয়ে আগ্রহ আছে আমার।



অনেক ধন্যবাদ শিপু ভাই।

+++++++++

১১ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৬

শিপু ভাই বলেছেন:
আচ্ছা, দিব।

:)


থ্যাঙ্কু!!!

৬| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:২৫

বাংলাদেশী দালাল বলেছেন:
চমৎকার পোস্ট শিপুভাই।

এত কম পুঁজিতে উৎপাদন শিল ব্যবসা করা যায় ধারনা ছিলনা।

ভালো থাকুন।

১১ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৮

শিপু ভাই বলেছেন:
পুঁজি কিন্তু শুধু টাকা না- মেধা, শ্রম, ধৈর্য -এসব লাগবে।

আপনিও ভাল থাকুন!!!

৭| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৩

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: দারুন একটা পোষ্ট। অনেক ধন্যবাদ।
আমার খালাতো ভাই গতকাল গ্রাম থেকে এসেছে। বর্তমানে বেকার সময় কাটাচ্ছে, ছোট-খাটো কিছু করার জন্য পরামর্শ চাইছিল, গতরাতের আলোচনায় ঠিক হয়েছিল কীটনাশকের দোকান দেওয়ার বিষয়ে। এই মুহুর্তে আপনার এই পোষ্ট নতুনভাবে ভাবাবে বৈকী।

প্রিয়তে রাখলাম।

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১০

শিপু ভাই বলেছেন:
কারও কাজে লাগলেই পোস্টের সার্থকতা!!!


থ্যাঙ্কু!!!

৮| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৫

আমি ইহতিব বলেছেন: দারুন সব আইডিয়া শিপু ভাই। তবে সমস্যা হল কেউ এখন কষ্ট করতে চায়না, সব রেডিমেড চায়।

+++

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১১

শিপু ভাই বলেছেন:
কষ্ট না করলে কেষ্ট মিষ্ট কিছুই মিলবে না।
বাবার অঢেল থাকলে ভিন্ন কথা!!!


ধন্যবাদ আপু, ভাইয়া কেমন আছে ????

৯| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৮

হেডস্যার বলেছেন:
ভাই সালাম। আপনার এই দুইটা পোষ্ট আমার কাজে লাগার সম্ভাবনা আছে। :)
চমৎকার পোষ্টে + B-)

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১২

শিপু ভাই বলেছেন:
কাজে লাগলে খুব খুশি হব!!!

১০| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত একটা পোষ্ট। +

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১২

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু ব্রাদার!!!

১১| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৫

কাফের বলেছেন: প্রিয়তে রাইখা দিলাম দরকারী পোষ্ট কাজে লাগার সম্ভাবনা আছে।
গোলামী করতে আর ভালো লাগে না
অনেক ধন্যবাদ ভাই

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

শিপু ভাই বলেছেন:
গোলামী আমারো ভাল লাগে না !!!

১২| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত একটা পোষ্ট। +

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

শিপু ভাই বলেছেন:
:)

১৩| ১১ ই মে, ২০১৩ বিকাল ৫:১০

নতুন বলেছেন: শিপুভাই গরু+ছাগল+কবুতর নিয়া একটা খামারের আইডিয়া কেমন?

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

শিপু ভাই বলেছেন:
খামার বা কৃষি ভিত্তিক উদ্যোগ আমার প্রথম পছন্দ!!!


তবে কবুতরের চেয়ে হাস মুরগী ভাল।


আরো ভাল হয় যদি তিতির পালতে পারেন। আনকমন আইটেম!!!

১৪| ১১ ই মে, ২০১৩ বিকাল ৫:২০

মৃন্ময় বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: আপনার এই সিরিজটা ভালো লাগছে।

ফ্যাশন হাউজগুলো নিয়ে একটা পোষ্ট দেয়ার চিন্তা ভাবনা করবেন। আজিজ মার্কেটের "নিত্য উপহার", "মেঘ" এ ধরনের। এগুলা নিয়ে আগ্রহ আছে আমার।

আমারও আগ্রহ আছে,পোস্ট দিলে ভালো হ্য়,
ধন্যবাদ শিপু ভাই........

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

শিপু ভাই বলেছেন:
আপনাকেও ধন্যবাদ!!!

১৫| ১১ ই মে, ২০১৩ বিকাল ৫:২৭

এরিস বলেছেন: কাগজের ব্যাগের প্ল্যানটা সবচেয়ে বেশি ভালো লেগেছে । আরও নতুন নতুন আইডিয়া চাই। গো এহেড শিপু ভাই।

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

শিপু ভাই বলেছেন:
আরো দিব। ওগুলো ইউনিক আইডিয়া হবে আশা করি!!!

১৬| ১১ ই মে, ২০১৩ বিকাল ৫:২৭

সরকার আলী বলেছেন: আপ্রাণ চেষ্টা করবো পোষ্টে দেয়া উপযুক্ত কোন ব্যবসা শুরু করার।

আরও একটু আব্দার ছিল- যদি এসব ব্যবসার জন্য হাতে-কলমে প্রশিক্ষণ ও উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের উপর আলোকপাত করেন তাহলে কতই না উপকৃত হতাম।


অসংখ্য ধন্যবাদ।

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২১

শিপু ভাই বলেছেন:
এই গুলোর খুব একটা প্রশিক্ষন লাগে না। তবে বাজারজাতকরনের উপর অনেক কাজ করার আছে। এবিষয়ে খুব ভাল সাহায্য করতে পারবেন-http://www.facebook.com/sajjat.hossain.58

১৭| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০০

মোহাম্মদ আনোয়ার বলেছেন: গুড পোস্ট

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২১

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ!!!

১৮| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

চারশবিশ বলেছেন: অনার্স মাস্টার্স করে ফ্যা ফ্যা করে ঘুরে ব্যারামু তবুও এই কাম করমু না, পড়ালেখা করছি আমার একটা প্রেস্টিজ আছে না।

প্রয়োজন হলে রাতে চুরি, ছিনতাই করমু তাও এই কাম করমু না।

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

শিপু ভাই বলেছেন:
যারা এধরনের মানসিকতা লালন করবে তারা সারাজীবনেও নিজে কিছু করতে পারবে না। পরের গোলামী করেই এদের জীবন পার হবে!!!

১৯| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার পোস্ট।
শুভকামনা উদ্যোক্তাদের জন্য ||

১২ ই মে, ২০১৩ দুপুর ১:০৬

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!

শুভকামনা উদ্যোক্তাদের জন্য ||

২০| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

ইলুসন বলেছেন: চমৎকার পোস্ট। চাকরির পিছনে না ঘুরে নিজে কিছু করার মাঝে আনন্দ আছে। তবে মার্কেটিং এর ব্যাপারটা একটা সমস্যা। এটা নিয়ে বিস্তারিত একটা পোস্ট দিবেন আশাকরি।

১২ ই মে, ২০১৩ দুপুর ১:০৮

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ ইলুশন ভাই,
যেকোন জিনিস উতপাদনের চেয়ে বিপনন বেশি চ্যালেঞ্জিং!!!

এই পোস্টে উল্লিখিত ব্যবসাগুলো ঢাকা শহরের জন্য উপযোগী না।
ঢাকার যত দূরে যাবেন তত ভাল হবে।

২১| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

হাসান রেজভী বলেছেন: ধন্যবাদ .....


++++

১২ ই মে, ২০১৩ দুপুর ১:২৭

শিপু ভাই বলেছেন:
আপনাকেও ধন্যবাদ!!!

২২| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: অসাম পোস্ট++++++++

জাস্ট প্রিয়তে।

১২ ই মে, ২০১৩ দুপুর ১:২৭

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!
:)

২৩| ১১ ই মে, ২০১৩ রাত ৮:২৮

স্বপনবাজ বলেছেন: +++++++++++

১২ ই মে, ২০১৩ দুপুর ১:২৭

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!

২৪| ১১ ই মে, ২০১৩ রাত ১০:২৬

মোঃমোজাম হক বলেছেন: অসাম সব ব্যবসাপাতি :)

আমার পছন্দ প্যাকেজিং বা কাগজের বাক্স

১২ ই মে, ২০১৩ দুপুর ১:২৮

শিপু ভাই বলেছেন:
পোস্টের ব্যবসাগুলোতে ১০ হাজারও বিনিয়োগ করা যায় তেমনি ১০ কোটিও বিনিয়োগ করা যায়।


আপনি করলে করবেন প্যাকেজিং ইন্ডাস্ট্রি!!!

শুভকামনা মোজাম ভাই!!!

২৫| ১২ ই মে, ২০১৩ রাত ১২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:
দুর্দান্ত ভাই +++++++++

১২ ই মে, ২০১৩ দুপুর ১:২৯

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু ভাই!!!

২৬| ১২ ই মে, ২০১৩ রাত ১:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: দারুণ পোষ্ট। তবে ব্রান্ডিং, বিজ্ঞাপন আর পুঁজিবাদীদের জোরে তরল সাবান, কাপড় কাঁচা সাবান বা গুড়া মশলার উপর ক্ষুত্র বিনিয়োগ অনেক বেশী ঝুকিপুর্ণ হয়ে গেছে।

১২ ই মে, ২০১৩ দুপুর ১:৩১

শিপু ভাই বলেছেন:
ঢাকার বাইরে মার্কেটিং করতে হবে। ঢাকা কেন্দ্রিক চিন্তা বাদ দিতে হবে। বড় শহর থেকে দূরে থাকতে হবে।

ব্যবসায় ঝুঁকি থাকবেই। পরিশ্রম করলে আর মার্কেটিং এ একটু মাথা খাটাইলে আমি মনে করি ক্লিক করবে!!!


২৭| ১২ ই মে, ২০১৩ দুপুর ১:৪১

সাহাদাত উদরাজী বলেছেন: কম বয়সে কিংবা বা বিবাহ না করলে এই ব্যবসা আমি শুরু করে দিতাম।
চরম পোষ্ট।

১২ ই মে, ২০১৩ দুপুর ১:৫২

শিপু ভাই বলেছেন:
আপনি বস পাবলিক। আপনার যে গুন আছে তাতে আর এসব স্ট্রাগলিং ব্যবসা করতে হবে না।

ধন্যবাদ ভাই।

শুভকামনা সবসময়!!!

২৮| ১২ ই মে, ২০১৩ দুপুর ২:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঢাকায় বসে এত অল্পতে কি হবে? বাড়ী ভাড়া আর এডভান্সেইতো লক্ষাধিক টাকা টান দেয়!!!!!

আগে +এবং প্রিয়তে রেখে নিলাম।

এইবার একটা একটা করে পড়ে দেখি ;)

১২ ই মে, ২০১৩ দুপুর ২:৪৮

শিপু ভাই বলেছেন:
পোস্টে এই কথাটা উল্লেখ করতে ভুলে গেছি।
ঢাকার বাইরে মার্কেটিং করতে হবে। ঢাকা কেন্দ্রিক চিন্তা বাদ দিতে হবে। বড় শহর থেকে দূরে থাকতে হবে।

২৯| ১২ ই মে, ২০১৩ দুপুর ২:৫৯

মিলটন বলেছেন: ভালো পোষ্ট। এগুলো নিয়ে অনেকেই কাজ করছেন আর তারা সাবলম্বীও হচ্ছেন।

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:১৩

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ ভাই।
আপনার মন্তব্যে অনেকেই সাহস পাবে!!!

৩০| ১২ ই মে, ২০১৩ বিকাল ৩:২৩

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভালৈতো

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৫

শিপু ভাই বলেছেন:
ভালোনা!!!

৩১| ১২ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৩

আমি বিবেক বলছি বলেছেন: দারুন পোস্ট। এইসব পোস্টের আলো ছড়িয়ে যাক সারা বাংলায়।

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৬

শিপু ভাই বলেছেন:
স্বাবলম্বি হতে হবে।

৩২| ১২ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: দারুণ দারুণ আইডিয়া ভাল লাগলো ।

১২ ই মে, ২০১৩ বিকাল ৪:০৯

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু ভাই!!!

৩৩| ১২ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৪

বাংলার হাসান বলেছেন: +++++++

১২ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৯

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!!!!!!

৩৪| ১২ ই মে, ২০১৩ বিকাল ৫:০৯

মুর্তজা হাসান খালিদ বলেছেন: সত্যিই উপকৃত হবার মতো পোস্ট। অনেক ধন্যবাদ আপনাকে ভাই !

১২ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৯

শিপু ভাই বলেছেন:
আপ্নাকেও ধন্যবাদ ভাই!!!

৩৫| ১২ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৬

আমি ইহতিব বলেছেন: সে আছে ভালোই, ডিটেইলস পাবেন দু একদিনের মধ্যে।

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

শিপু ভাই বলেছেন:
আলহামদুলিল্লাহ!!!

খুব টেনশনে ছিলাম।

আল্লাহ তাকে ভাল রাখুন!!!

৩৬| ১২ ই মে, ২০১৩ রাত ৮:৩৭

পাগলমন২০১১ বলেছেন: আপনের মত লোহা, টিনের ব্যাবসা করতাম চাই। হিসেব দেন..। ;)




প্রিয়তে :)

১২ ই মে, ২০১৩ রাত ১০:১৫

শিপু ভাই বলেছেন:
বেশি না মাত্র ৫০ লাখ টাকা পুঁজি হইলেই হইব।

আপ্নে আমির মানুষ- আপ্নের জন্য এইটা কুনু ব্যাপারই না!!!

৩৭| ১২ ই মে, ২০১৩ রাত ১০:০৮

ঘুড্ডির পাইলট বলেছেন: চানাচুড়টা পছন্দ হইছে , বি এস টি আইতে নিবন্ধন করতে হবে ।

১২ ই মে, ২০১৩ রাত ১০:১৬

শিপু ভাই বলেছেন:
ঢাকার বাইরে করলে বি এস টি আই আপাতত না হইলেও চলবো!!!

৩৮| ১২ ই মে, ২০১৩ রাত ১০:১৩

আদনান সৈয়দ বলেছেন: অসাধারন কাজ! ধন্যবাদ জানালে আপনাকে ছোট করা হবে। সিরিজ আকারে চালিয়ে যান। এই মুহুর্তে আপনার মত মানুষদের খুবই প্রয়োজন। কিপ ইট আপ।

১২ ই মে, ২০১৩ রাত ১০:২০

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ ভাই।

চেষ্টা করবো আরো কয়েকটা পর্ব দিতে!!!

৩৯| ১২ ই মে, ২০১৩ রাত ১০:৩৭

আমিভূত বলেছেন: অসাধারণ পোস্ট !
প্রিয়তে ।

১২ ই মে, ২০১৩ রাত ১০:৩৯

শিপু ভাই বলেছেন:
ভূতে এইতান দিয়া কি কর্বো???? :-B

৪০| ১২ ই মে, ২০১৩ রাত ১০:৪৫

পাকাচুল বলেছেন: ব্যবসার আইডিয়া অবশ্যই চমৎকার।

তবে বাজারজাতকরণ টা অনেক কষ্টের। আপনার উৎপাদিত পণ্য কিভাবে গ্রাহক/ভোক্তার কাছে পৌঁছাবেন? ২-১টা পণ্যের বাজারজাতকরণ নিয়ে যদি একটু আইডিয়া দেন, তবে অনেকেরই উপকার হবে।

১২ ই মে, ২০১৩ রাত ১০:৪৯

শিপু ভাই বলেছেন:
শহরাঞ্চলে মার্কেটিং করা কষ্ট হবে। তবে অন্যান্য এলাকায় গতানুগতিক মার্কেটিং সিস্টেম এপ্লাই করলেই হবে। যেহেতু পুঁজি কম তাই শ্রম দিতে হবে বেশি।

পন্যের মান ঠিক রেখে প্রচলিত পন্যের চেয়ে তুলনামূলক কম দামে বিক্রি করতে হবে।

৪১| ১২ ই মে, ২০১৩ রাত ১০:৫৯

জুন বলেছেন: শিপু ভাই বুদ্ধি দেন কোনটা করলে ভালো হবে।
+

১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:২৩

শিপু ভাই বলেছেন:
একটাও আপনার জন্য না।
আপ্নে ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফার্ম খুলতে পারেন!!!! :)

৪২| ১৩ ই মে, ২০১৩ রাত ১২:৩৬

পাকাচুল বলেছেন: আর একটু যোগ করি। শহর কিংবা গ্রাম, যেখানেই হোক। যে পণ্য উৎপাদন করবেন, তার ক্রেতা কারা হতে পারে, সেটা নির্বাচন করতে হবে।

অর্থাৎ আপনার পণ্যের টার্গেট গ্রুপ কারা?-- এটা আপনাকে নির্ধারণ করতে হবে। শুধুমাত্র পণ্যের দাম কমিয়ে মার্কেট ধরে রাখা যায় না।

১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:৩১

শিপু ভাই বলেছেন:
সহমত। একেক পন্যের জন্য একেক মার্কেটিং পলিসি ফলো করতে হবে।

বিভিন্ন দোকান যোগাযোগ করতে হবে, প্রোডাক্টের স্যাম্পল দেখাতে হবে- ২/১ টা ফাউ দিতে হবে দোকানীকে।

আচ্ছা ভাই, আমি এই পন্যগুলোর মার্কেটিং সম্পর্কে বিস্তারিত লেখার চেষ্টা করবো। আপনি যদি মার্কেটিং সম্পর্কে জানেন তাহলে আমাদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

অনেক ধন্যবাদ ভাই!!!

৪৩| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৭

পূরান পাগল বলেছেন: দারুন পোস্ট।ব্যবসা করার ইচ্ছে বহুদিনের,কিন্তু চাকরি ছেড়ে ব্যবসা শুরু করার সাহস পাচ্ছিনা।

১৩ ই মে, ২০১৩ দুপুর ১:০৫

শিপু ভাই বলেছেন:
চাকরির পাশাপাশি কিছু একটা করার চেষ্টা করুন। সফল হলে চাকরি বাদ!!! :)

৪৪| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১:১৮

খাটাস বলেছেন: শিপু ভাই মানেই নতুনত্ব। এবারও বেতিক্রম হয় নি। আপনার অসাধারণ আইডিয়া অনেকেরই কাজে লাগবে।

১৩ ই মে, ২০১৩ দুপুর ২:১২

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ খাটাস!!!

কারো কাজে লাগলেই পোস্ট সার্থক!!!

৪৫| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১:৩৬

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: অসাধারণ পোষ্ট। প্রিয়তে... চাকরী ভাল লাগে না। কোন স্বাধীনত নাই। নিজের মেধা দিয়ে আরেকজন'কে বড়লোক বানাতেও ভাল লাগে না।

তাই, ব্যবসা....

১৩ ই মে, ২০১৩ দুপুর ২:১৩

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই!!!

আমার ইচ্ছা মত আমি ঘুম থেকে জাগি!!! ;)

৪৬| ১৩ ই মে, ২০১৩ দুপুর ২:১৬

স্বপ্নরাজ্য বলেছেন: পাস কইরা কাজে লাগামু ইনশাআল্লাহ। পোস্ট প্রিয়তে।

+++++++

১৩ ই মে, ২০১৩ দুপুর ২:৩৮

শিপু ভাই বলেছেন:
এগুলো যেমন ক্ষুদ্র ব্যবসা আবার এগুলোকেই বড় করলে শিল্প প্রতিষ্ঠান।


ধরো তুমি সাবানের ফ্যাক্টরি দিলা- তুমি একজন শিল্পপতি!!! B-)

৪৭| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:২৩

মাগুর বলেছেন: পোস্টে কৃতজ্ঞতা শ্রদ্ধেয় শিপু ভাই। আবারো অসাধারণ কিছু আইডিয়া নিয়ে এসেছেন দেখে ভালো লাগলো। যাদের পুঁজি কম কিন্তু ব্যবসা করার ইচ্ছা আছে তাদের কাজে লাগবে। চালিয়ে যান.... :)

১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৩

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ মাগুর ভাই!!!

আমাদের অনেক ব্লগারও চাকরি চেয়ে ব্লগে পোস্ট দেয় আমি দেখেছি। তারা শিক্ষিত কিন্তু সামান্য বেতনের চাকরির জন্য হাহাকার করছে।

কষ্ট করলে ছোট থেকে বড় হওয়া যায়।

৪৮| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৩

পাকাচুল বলেছেন: নারে ভাই, আমার মার্কেটিং এর কোন পড়ালেখা নাই, তবে কিছুদিন মার্কেটিং এ জব করেছিলাম।

১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৪

শিপু ভাই বলেছেন:
আপনার সেই জবের অভিজ্ঞতাই আমাদের সাথে শেয়ার করুন প্লিজ!!!

৪৯| ১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

পাকাচুল বলেছেন: ব্রান্ড ভ্যালু ক্রিয়েট করতে হবে। হোক অতিসাধারণ একটা পণ্য, তারপরও এর ব্র্যান্ড দাড় করাতে হবে, গ্রামীণফোন, বাটা, টয়োটা, নকিয়া যা করছে। মানুষ এক নামে চিনে।

দাম কমিয়ে কখনো মার্কেট ধরা যায় না। গেলেও সেটা অতি সাময়িক। এন্ড্রয়েড চাইনিজ মোবাইল ৩-৪ হাজার টাকায় পাওয়া যায়। তারপরও মানুষ স্যামস্যাং, নকিয়া, সনি ব্যবহার করে কেন, সেটা বুঝতে হবে।

১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:৩০

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ ভাই।
দারুন বলেছেন। যারা এসব ব্যবসা নিয়ে ভাবছেন তাদের দৃষ্টি আকর্ষন করছি।

৫০| ১৩ ই মে, ২০১৩ রাত ১১:০০

ফাহিম আহমদ বলেছেন: শিপু ভাই আপনি খুব দায়িত্ব শীল এবং খুবই সচেতন
আপনাকে ধন্যবাদ দেবার ভাষা নেই

দুর্দান্ত ও সুপার একটি পোস্ট। আপনার এই পোস্ট থেকে হয়ত অনেকে উপকার পাবে স্যালুট শিপু ভাই

১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:২৯

শিপু ভাই বলেছেন:
@ফাহিম আহমেদ ভাই,
অনেক ধন্যবাদ।
পোস্ট কারো কাজে লাগলেই খুশি হব।

৫১| ১৩ ই মে, ২০১৩ রাত ১১:১৩

হা...হা...হা... বলেছেন: এখানে আছেন নাকি? না থাকলে আহেন.... :)

১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:২৯

শিপু ভাই বলেছেন:
@হা...হা...হা... ভাই, আমি আছি ওখানে। তবে অনিয়মিত। ভাবছি নিয়মিত হব!!!


আপনি কেমন আছেন??? ভাবি কেমন আছে??? আমার মা কেমন আছে???

৫২| ১৫ ই মে, ২০১৩ সকাল ১১:১০

মেহেদী হাসান মানিক বলেছেন: আরেকটি ভাল আইডিয়া/
+++

১৫ ই মে, ২০১৩ সকাল ১১:২৩

শিপু ভাই বলেছেন:
এইখানে ১২ টা আছে!!! :)

ধইন্যা

৫৩| ১৬ ই মে, ২০১৩ রাত ৩:২৪

প্রিন্স হেক্টর বলেছেন: চ্রম হইছে। :#)

আমার বাবা-চাচা-মামা সবাই ব্যবসায়ী। আমিও সেইদিকেই যাইতে পারি। 8-|

১৬ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৭

শিপু ভাই বলেছেন:
ব্যবসায় মুক্তি!!!

শুভকামনা হেক্টর!!!

৫৪| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিকেল ৫ টা থেকে এই পোষ্টেই আছি ।
অসাধারন !

১৯ শে মে, ২০১৩ রাত ১১:৪৯

শিপু ভাই বলেছেন:
খাইছে!!! কঙ্কি!!!

থ্যাঙ্কু থ্যাঙ্কু!!!

কোনটা ভাল লাগছে আপনার কাছে ভাই???

৫৫| ২০ শে মে, ২০১৩ রাত ২:০২

প্রিন্স হেক্টর বলেছেন:



আপনেরে কিন্তু আমি ভালো পাই :#) :#)

২০ শে মে, ২০১৩ রাত ২:০৫

শিপু ভাই বলেছেন:
অনেক অনেক অনেক ধন্যবাদ প্রিন্স!!!

আমিও তোমাকে ভাল পাই!!! :)

৫৬| ২০ শে মে, ২০১৩ রাত ২:২৮

ইলুসন বলেছেন: শুভ জন্মদিন ভাই। :)

২০ শে মে, ২০১৩ রাত ২:৪৫

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু ভাই!!! :)

৫৭| ২০ শে মে, ২০১৩ সকাল ৮:০১

কস্কি বলেছেন: শুভ জন্মদিন শিপু ভাই! !:#P !:#P !:#P

যদিও আমি মোটামুটি পুরাতন ভিজিটর! :-B, তারপরেও নিক নিয়ে দেশী ভাইয়ের ব্লগে কখনো কমেন্টানো হয় নাই! (আমি হইলাম গিয়া আইলসা B-), বিক্রমপুইরা .... :#> :-P )

২০ শে মে, ২০১৩ রাত ৮:৩৪

শিপু ভাই বলেছেন:
কস্কি!!! থ্যাঙ্কু থ্যাঙ্কু!!!

তয় বিক্রম্পুরের পোলারা তো আইলসা না!!!
আমি কিন্তু সকাল ১১ টার মধ্যেই ঘুম থিকা উঠি!!!

৫৮| ২০ শে মে, ২০১৩ সকাল ৮:৫৭

রুপ।ই বলেছেন: শিপু ভাই শুভেচ্ছা নিয়েন, ভালো থাকবেন আর সাথে থাকবেন।

২০ শে মে, ২০১৩ রাত ৮:৩৬

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ রুপাই!!! :)

৫৯| ২০ শে মে, ২০১৩ সকাল ১১:৪৮

জুন বলেছেন: হ্যাপি বার্থডে শিপু ভাই :)
ছবি আপলোড করতে পারলামনা দুঃখিত :(

২০ শে মে, ২০১৩ রাত ৮:৩৭

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু আপু!!! ছবি বুঝিয়া পাইলাম!!! :)

৬০| ২১ শে মে, ২০১৩ দুপুর ১:৪১

অদৃশ্য বলেছেন:




সাম্প্রতিক মন্তব্য থেকে আপনার এই লিখাটিতে ঢুকেছিলাম ৪/৫ দিন আগে... সাধুবাদ আপনাকে এই টাইপের পোষ্ট দেবার জন্য... এতে অনেকেরই ভাবনার পথ বিস্তৃত হতে পারে...


আমি নিজেও একটি রাস্তা খুঁজছি... চাকরীর পাশাপাশি কিছু একটা করার... সেটা কি হবে তা এখনো বুঝে উঠতে পারিনি... ভাবনা চলছে

শুভকামনা...

২১ শে মে, ২০১৩ বিকাল ৪:২৯

শিপু ভাই বলেছেন:
আপনার জন্য শুভকামনা!!!

কোন স্বীদ্ধান্ত নিলে আমাদের সাথে শেয়ার করবেন!!!

৬১| ২১ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৩

প্রত্যাবর্তন@ বলেছেন: +

২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু

৬২| ২২ শে মে, ২০১৩ রাত ২:০৩

বোকামন বলেছেন:



অ।ট।
শ্রদ্ধেয় শিপু ভাই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গেলাম।
শুভ হোক প্র্রতিটি দিন:-)
প্রিয় মানুষদের সাথে ভালো থাকা হোক সবসময়....
ধন্যবাদ

২২ শে মে, ২০১৩ রাত ২:১৪

শিপু ভাই বলেছেন:
অসংখ্য ধন্যবাদ সম্মানিত বোকামন ভাই!!!
আপনার জন্যও শুভকামনা!!!

৬৩| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:৩৯

হা...হা...হা... বলেছেন: ভাইজান, লেখাটা উদ্যোক্তা গ্রুপে শেয়ার দিমুন নাকি?

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৩২

শিপু ভাই বলেছেন:
এইটা কি আমারে বলে করতে হবে!!! আই মাইন্ড!!!




আমার ছোট্ট মামনি কেমন আছে???


৬৪| ২৪ শে মে, ২০১৩ রাত ২:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: গুড়া মশলা আর চানচুরের ব্যবসার কথা ভাবছি :)

২৪ শে মে, ২০১৩ রাত ২:৫৩

শিপু ভাই বলেছেন:
মাসুম ভাই, খুশি হইলাম। শুভকামনা রাশি রাশি!!!

আপডেট শেয়ার কইরেন!!! :)

৬৫| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৩

গানই আমার প্রান বলেছেন: ট্রাই করবো :)

২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

শিপু ভাই বলেছেন:
গুড!!!
শুভকামনা!!!

৬৬| ২৫ শে মে, ২০১৩ দুপুর ২:১৮

মাহবুব রক্স বলেছেন: আরে এই পোষ্ট খুঁজতে খুঁজতে আমি টায়ার্ড, কার পোস্ট মনেই ছিলনা, তাই খুঁজে পাইতাছিলামনা

যাক পাইছি :#)


++++++++++++++

২৫ শে মে, ২০১৩ দুপুর ২:২০

শিপু ভাই বলেছেন:
:)


থ্যাঙ্কু!!!

৬৭| ২৫ শে মে, ২০১৩ রাত ১০:১৯

হা...হা...হা... বলেছেন: তাইলে দিলাম, থেঙ্কু।

শিপু ভাই, এই নিয়ে দুইবার ভুল করলেন, মামনি না, বাবামনি হবে। :D

হ্যাঁ, ভাল আছে, আস্তে আস্তে দুষ্টমি শিখছে।

২৫ শে মে, ২০১৩ রাত ১১:২৯

শিপু ভাই বলেছেন:
ওহ!!! আমি যে মামনি কইয়া ফালাইছি- আমার বাবামনিরে এইটা কইয়া দিয়েন না কইলাম!!! :P



ওর ফটু দিয়েন। ঢাকায় আসলে দাওয়াত রইলো!!!
বাবাটার জন্য অনেক অনেক আদর!!!

৬৮| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:৩৬

সাদাসিধা মানুষ বলেছেন: http://www.infokosh.bangladesh.gov.bd/

তে সার্চ দেয় কিভাবে ১টু জানাবেন?

২৬ শে মে, ২০১৩ রাত ১২:১৫

শিপু ভাই বলেছেন:
এখানে কন্টেন্ট খুব কম। সার্চ দেয়ার চেয়ে ঘুরে ঘুরে দেখেই সব কমপ্লিট করতে পারবেন।

তথ্য খুজুন- এই বক্সে যা চান তার নাম লিখে সার্চ দিতে পারেন।

নিচে যে ট্যাবগুলো আছে সেগুলোতে গেলেই আপনি সব পাবেন।

৬৯| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:৪১

জিয়া চৌধুরী বলেছেন: দারুন আইডিয়া তো। নেমে পড়বো কিনা ভাবছি।

২৬ শে মে, ২০১৩ রাত ১২:৪৯

শিপু ভাই বলেছেন:
বিসমিল্লাহ কইয়া নাইমা পড়েন ভাই। আমি পিছে আছি। আল্লাহ ভরসা। চাকরি কইরা কিছু হইবো না। পোস্টে দেয়া ব্যবসাই যে করতে হইবো এমন না। আরো ইনোভেটিভ কিছু করা যায় কি না ভাবেন।

৭০| ২৬ শে মে, ২০১৩ রাত ১:৫১

সাদাসিধা মানুষ বলেছেন: আমি ফোনেটিক ফন্ট দিয়ে সার্চ করছিলাম। আসছিল না কিছুই। পরে অবশ্য ঘুতোঘুতি করে পেয়েছি। যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

পোষ্ট টি অনেক উপকারী..

২৬ শে মে, ২০১৩ রাত ৩:০১

শিপু ভাই বলেছেন:
তাইলে পোস্ট দেয়াটা সার্থক!!! :)

ধন্যবাদ ভাই!!!

আপডেট শেয়ার করবেন!!!

৭১| ২৭ শে মে, ২০১৩ ভোর ৪:১৫

শাফ্‌ক্বাত বলেছেন: প্রিয়তে নিলাম এবং আমার ফেইসবুকে শেয়ার করলাম!
:)

২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৩১

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!! :)

৭২| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:৪৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ব্যাবসা করতে মুঞ্চায় । :)

২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৩২

শিপু ভাই বলেছেন:
শুরু করে দিন আপু!!! আমরা সাথে থাকবো আপনার হেল্পিং হ্যান্ড হিসেবে!!!

৭৩| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:২৪

শেরজা তপন বলেছেন: চমৎকার সব আইডিয়া বেকারদের জন্য নিৎসন্দেহে- তবে আমরাও এই ফাঁকে অনেক কিছু জেনে নিচ্ছি :)। পোষ্টের জন্য বিশেষ ধন্যবাদ।

২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৬

শিপু ভাই বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ তপন ভাই!!! :)

৭৪| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৪৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চাকরির পিছনে হন্যে হয়ে না ঘুরে নিজেই উদ্যোক্তা হোন- ব্যবসা করুন। হালাল উপার্জন করুন। '',,,,,,,,,,, দারুন একটা ম্যাজেজ এবং সেই সাথে উপাও বাতলে দিয়েছেন ভাইয়া,,,,,,,,,,,।

অনেকেই লেখাপড়া শেষ করে চাকরী পায় না,,,,,,,,আবার অনেকে পড়ার ফাঁকেও এসব করতে পারে।

আন্তরিক ধন্যবাদ
শুভকামনা সব সময়

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:০২

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ আপু!!!

আপনার জন্যও শুভকামনা !!! :)

৭৫| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:৫৫

দি সুফি বলেছেন: সেইরকম পোষ্ট। বেপুক ধইন্য, বেপুক ধইন্য !:#P !:#P
আশাকরি অনেকের কাজে লাগবে এই অসাধারন পোষ্টটি।

৩০ শে মে, ২০১৩ রাত ১:৩৩

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু থ্যাঙ্কু!!!

কারো কাজে লাগলেই পোস্ট দেয়া সার্থক!!! :)

৭৬| ৩০ শে মে, ২০১৩ রাত ১:১৭

লিঙ্কনহুসাইন বলেছেন: চর্ম আইডিয়া তো

৩০ শে মে, ২০১৩ রাত ১:৩৪

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!! :)

৭৭| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১:২৫

ঘুড্ডির পাইলট বলেছেন: মন্তব্য পেয়েছেন: ১১৯৯৮টি

১১৯৯৯ তম মন্তব্যটি আমি করলাম :)

৩০ শে মে, ২০১৩ দুপুর ১:২৯

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৭৮| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১:২৬

ঘুড্ডির পাইলট বলেছেন: মন্তব্য পেয়েছেন: ১১৯৯৯টি


১২০০০ তম মন্তব্যটি আমি করলাম ;)

৩০ শে মে, ২০১৩ দুপুর ১:৩৪

শিপু ভাই বলেছেন:
অভিনন্দন!!!! মিস্টি খাওয়ান!!!

এই উপলক্ষে একটা পার্টি হতেই পারে!!! ;)


এত এত কমেন্টে এত এত মানুষের ভালোবাসা (কিছু নিন্দাও আছে) পেয়েছি.............আমি অবিভূত!!! সবাইকে জানাই আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা!!!

৭৯| ৩০ শে মে, ২০১৩ দুপুর ২:০৪

লিঙ্কনহুসাইন বলেছেন: ১২০০৬ ;)

৩০ শে মে, ২০১৩ দুপুর ২:০৮

শিপু ভাই বলেছেন:
চোখ টিপি দ্যান ক্যারে!!! :O

৮০| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

যুবায়ের বলেছেন: চমৎকার বিষয়ের অবতারনা করছেন ভাই...
ভালোলাগা রইলো...

আমি একটি বিষয়ে পোষ্ট দিবো ইনশা আল্লাহ...
শিরোনামটা হবে এরকম “--- করুন স্বাবলম্বী হোন”

৩০ শে মে, ২০১৩ রাত ৮:৫২

শিপু ভাই বলেছেন:
অপেক্ষায় রইলাম ভাই!!! :)

৮১| ৩১ শে মে, ২০১৩ দুপুর ১:১২

জানতে চাই ও জানাতে চাই বলেছেন: ++++++++++++++++++++++

৩১ শে মে, ২০১৩ দুপুর ২:০৭

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!

৮২| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

তুষার আহাসান বলেছেন: + সহ পোস্ট প্রিয়তে।
অশেষ ধইনা।

০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

শিপু ভাই বলেছেন:
আপনাকেও ধন্যবাদ!!!

৮৩| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৪০

আমি তুমি আমরা বলেছেন: গুড পোস্ট। ভাল লাগল :)

২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৪

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!! :)

৮৪| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৩০

রোহান মাকসুদ বলেছেন: অসম্ভব ভালো লাগা একটি পোস্ট।আমার ও এই দিকে অগ্রসর হও্য়ার ইচ্ছে আসে।দোআ করবেন ভাই।
আর পোস্ট এ অনেক গুলো +++++++++++++

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:২৪

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ!!!

৮৫| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫

bangal manus বলেছেন: ভিজিট করুন : http://www.mu-graphics.com

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:২৪

শিপু ভাই বলেছেন:
:)

৮৬| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৮

নুহান আহমেদ বলেছেন: Very nice

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৬

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!! :)

৮৭| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫

বাসুরী বাসীয়ালা বলেছেন: আমার স্টক লটের ব্যাবসার কথা কিছুই লেখা নেই :( :( :( :( :( :(

০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০২

শিপু ভাই বলেছেন:
হাহাহাহাহা ঐটা আমি কম বুঝি

৮৮| ১৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দারুন পোষ্টতো! প্রিয়তে রাখলাম।

৮৯| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৪

মোজাহিদুর রহমান ব বলেছেন: বস চরম .কিন্তু লিন্ক কাজ করেনা
আসেন আমরা 4/8 জন মিলে শুরু করি

৯০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

শাহী মিলন বলেছেন: শিপু ভাই, আপনার দেয়া লিংকগুলো তো কাজ করে না
যদি পারেন একবার দেখে ঠিক করে দিয়েন।
পোষ্টের জন্য ধন্যবাদ

৯১| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১২

বেসিক আলী বলেছেন: শিপু ভাই লিংকগুলো কাজ করেনা তো। প্লিজ ঠিক করে দিন।

৯২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৮

আহসানের ব্লগ বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.