![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পক্ষপাতমূলক ও অস্বচ্ছ মডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে...
ঘটনাঃ মোঃ মনির হোসেন নামের একটা ছেলে শুক্রবার রাতে ছিন্তাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়। নিহত ছেলেটা কোন এক গার্মেটসে কাজ করতো। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার দীঘলি গ্রামে। পরদিন পত্রিকার নিউজ-"ছুরিকাঘাতে পোষাক শ্রমিক নিহত"।
ফলাফলঃ গার্মেন্টস বন্ধ, পোশাক শ্রমিকদের দ্বারা গার্মেন্টস ফ্যাক্টিরি ও রাস্তায় কিছু গাড়ি আর দোকানে ভাংচুর। রাস্তা বন্ধ। পুলিশেষ লাঠিচার্চ। কিছু শ্রমিক গ্রেফতার।
------------এটা কিন্তু একটা সাম্প্রদায়িক ঘটনার উদাহরণ। ঐ ছেলেটা "পোষাক শ্রমিক" সম্প্রদায়ের বা তাকে ঐ সম্প্রদায়ের লোক হিসেবে পরিচিত করানো হয়েছে।
মজার বিষয়- নিহত ছেলেটাকে আরো অনেক সম্প্রদায়ে পরিচিত করা যায়-
যেমনঃ- ছেলেটাঃ
*এশিয়
*ভারতিয় উপমহাদেশীয়
*বাংলাদেশী
*বাঙ্গালী
*বিক্রম্পুইরা
*মুসলমান
*সুন্নি
*হানাফী
*পুরুষ
*অশিক্ষিত
*ডানহাতি
*দরিদ্র
*নিট গার্মেন্টস শ্রমিক
আচ্ছা, এইটা বাদ দেই। এরকম করে আরো অনেক সম্প্রদায়/দল/গোষ্টিতে ফেলা যাবে নিহত মনির কে।
ধরি, মুন্সিগঞ্জের কতিপয় লোক "স্বাধীন বিক্রমপুর" এর দাবীতে আন্দোলন করছে। সরকার তাদের দমন করতে চেষ্টা করায় তারা সহিংস আন্দোলন (!?) শুরু করছে। তারা এখানে সেখানে হামলা চালাচ্ছে। তারাও নানা দল উপদলে বিভক্ত। একদিন কিছু দুর্বৃত্তের সশস্ত্র হামলায় "মোখলেস" নামে একজন নিহত হল। কিন্তু তাদের সংগঠনের প্রচলিত নাম "এন্টি জেলা গোষ্ঠি"। সে জেলা বিরোধী হলেও সবসময় শুধু বিক্রমপুর তথা মুন্সিগঞ্জেরই সমালোচনা করতো ও কুতসিত গালিগালাজ করতো বিক্রমপুরবাসীদের। মোখলেস চাইতো দেশে আলাদা আলাদা জেলা থাকবে না। পুরা বাংলাদেশ একটা মাত্র জেলা হবে। "জেলা পদ্ধতি"র বিরোধিতা করে পত্রপত্রিকায় ও অনলাইনে লেখালেখি করা ও বিক্রমপুর/বিক্রম্পুরবাসী নিয়ে আজে বাজে কটুক্তি করাই ছিল মোখলেসের কাজ। তাই প্রায় সবার ধারণা এটা নিশ্চই কোন বিক্রমপুইরার কাজ। হত্যাকান্ডের বেশ খানিক সময় পর টুইটারে "বিক্রমপুইরা পোলা ৮০ টাকা তোলা" নামের একটি গ্রুপ মোখলেস হত্যার দায় স্বীকার করে টুইট করে। এরাও "স্বাধীন বিক্রমপুর" আন্দোলন করে ।
"এন্টি বিক্রমপুর গোষ্ঠি"র প্রতিক্রিয়াঃ বিক্রম্পুইরা খা*কির পো*রা খারাপ। ওগো মায়রে বাপ!!! বিক্রমপুইরাগো সব এদেশ থিকা খেদানো হোক।
ঢাকায় স্থায়ী বিক্রমপুরের কিছু লোকের প্রতিক্রিয়াঃ আমি বিক্রমপুরে আর যামু না। আমি ঢাকায় সেটল করে ভালো করেছি। বিক্রমপুরে জন্ম নেয়ায় আমি লজ্জিত।
টাইপ-১ বিক্রমপুর বাসীর প্রতিক্রিয়াঃ মোখলেস হত্যার বিচার হওয়া উচিত। কোন হত্যাকান্ডই সমর্থন যোগ্য না। বাট মোখলেসের উচিত হয় নাই বিক্রমপুর নিয়া আজেবাজে কথা বলা।
টাইপ-২ বিক্রমপুরবাসীর প্রতিক্রিয়াঃ জানোয়ার হত্যার আবার বিচার কী?! মোখলেস বেশি বাইড়া গেছিল তাই শাস্তি পাইছে। মোখলেসের চ্যালাপ্যালাদেরও সাইজ করা উচিত।
টাইপ-৩ বিক্রমপুরবাসীর প্রতিক্রিয়াঃ স্বাধীন বিক্রমপুর একটা রঙ কনসেপ্ট। এটা সকল বিক্রমপুরবাসীর মতামত নয়। যারা এটা করেছে তারা প্রকৃত বিক্রমপুরী না।
টাইপ-৪ বিক্রমপুরবাসীর প্রতিক্রিয়াঃ মোখলেস কেডা?
টাইপ-৫ বিক্রমপুরবাসীর প্রতিক্রিয়াঃ মোখলেস ভাইয়ের চেতনা আমরা বৃথা যেতে দিব না। তিনি আঞ্চলিকতা মুক্ত বিশ্বের স্বপ্ন দেখেছেন। কালকা গুলিস্তানে আমরা মোমবাত্তি জ্বালামু।
অন্য জেলাবাসীর টাইপ-১ প্রতিক্রিয়াঃ- বিক্রমপুইরারা মানবতার শত্রু তা আবারো প্রমানিত হল।
মোখলেসের জেলাবাসীর প্রতিক্রিয়াঃ- আর কত? আর কত প্রান গেলে শান্ত হবে বিক্রমপুইরারা?! আমরা এই দেশে জন্ম নিয়ে ভুল করেছি। আমরা পাশের জেলায় চলে যাব।
"এন্টি জেলা গোষ্ঠি"র সমর্থকের প্রতিক্রিয়াঃ এক মোখলেসের মৃত্যুর মধ্য দিয়ে হাজারো মোখলেস জন্ম নিবে।
নব্য "এন্টি জেলা গোষ্ঠি"র অল্পবয়সী সদস্যের প্রতিক্রিয়াঃ "আমিই মোখলেস"!!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১৯
শিপু ভাই বলেছেন:
বহু কষ্টে পাসওয়ার্ড মনে কর্ছি
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:২৫
রামন বলেছেন:
মেলা দিন পর দেখলাম। টুরিস্ট ভিসা নাকি পারমানেন্ট।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৮
শিপু ভাই বলেছেন:
টুরিস্ট ভাই
আপনাকে দেখে ভালো লাগলো রামন ভাই!!!
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: পুপা......
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৯
শিপু ভাই বলেছেন:
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৮
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: রামন বলেছেন:
মেলা দিন পর দেখলাম। টুরিস্ট ভিসা নাকি পারমানেন্ট।
হাহাপোগে.......
পুরাই এপিক কমেন্ট.......
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৯
শিপু ভাই বলেছেন:
হাহাহাহহাহাহা
পোস্ট কিরাম হইছে ভাডি???
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০৭
সেলিম আনোয়ার বলেছেন: শিপু ভাই চমৎকার বলেছেন । আপনাকে অভিনন্দন সুস্বাগতম ব্লগে নতুন পোস্ট দেয়ায় । একজন মানুষের অনেক পরিচয় হতে পারে । তবে সবচেয়ে বড় পরিচয় মানুষ ।বাংলাদেশের নাগরিক । একজন ভিক্টিম। মানবতার স্নায়ুতে ঢাক্কা দিবে আপনার সুন্দর অভিব্যক্তি ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৩
শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।
একেক ক্ষেত্রে মানুষের একেক পরিচয় বড় হয়ে দেখা দেয় এবং এটাই স্বাভাবিক।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৫
মাসূদ রানা বলেছেন: সুন্দর পোষ্ট
@শিপু ভাই
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২২
শিপু ভাই বলেছেন:
থ্যাংকু
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩০
জাফরুল মবীন বলেছেন: সমাজের বিভিন্ন গোষ্ঠির একই ঘটনাকে সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে দেখার ফলে যে ধরণের বহুবিধ অভিব্যক্তির প্রকাশ ঘটে তার একটি সুন্দর চিত্র ফুটিয়ে তুলেছেন চমৎকারভাবে।
অভিনন্দন ও ধন্যবাদ অাপনাকে।
আশা করি আপনার কাছ থেকে আরও চমৎকার সব লেখা পাব।
শুভকামনা জানবেন।
ভাল থাকুন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩১
শিপু ভাই বলেছেন:
আপনার জন্যও শুভকামনা ভাই।
ধন্যবাদ
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১২
ঘুড্ডির পাইলট বলেছেন: হঠাৎ কোই থিকা ভাউ ?
ভালো গবেষনা মুলক লেখা !
শুভ কামনা ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩
শিপু ভাই বলেছেন:
পোস্টটা রাখতে ইচ্ছা করলো ভাউ।
৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বিভিন্ন গোষ্ঠির একই ঘটনাকে সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে পরিনতি বেশ ভালো বিশ্লেষন করেছেন।
অনেক দিন আপনাকে ব্লগে দেখলাম। শুভেচ্ছা রইল।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৪
শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু ভাউ
১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪
ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন, শুভেচ্ছা।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৪
শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ
১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯
তাসজিদ বলেছেন: welcome back to samu,,,,
অনেক দিন পর এলেন। নিয়মিত আপনার লেখা চাই।
ফেসবুক কে সময় একটু কম দেন। সামুর ও ত কিছু দাবি থাকতে পারে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৭
শিপু ভাই বলেছেন:
নিয়মিত হওয়াটা কঠিন এখন।
ব্লগপোস্ট লেখার মত মানসিক স্থিতি নাই এখন। তাছাড়া সামুতে পোস্ট দেয়া পন্ডশ্রম মনে হয়।
১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২০
প্রেতরাজ বলেছেন: হা হা হা
অসাধারণ লিখেছেন bos.
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ!!!
১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
সোজা কথা বলেছেন: হায় হায়! শিপু ভাই যে!!!!
খুবই ভাল লাগলো। লেখা পড়ে আর অবশ্যই আপনাকে দেখে!
হাহাহাহাহা
১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩
সাজিদ ঢাকা বলেছেন: এত্ত দিন পর উদয় হইলো শিপু ভাইয়ের সূর্য , মাসে একটা করে হলেও পোস্ট দিয়েন পোস্টে ++++
১৫| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ৮:২২
আছিফুর রহমান বলেছেন: লাস্টের লাইনডা সবচাইতে এপিক, আমিই মোখলেস
এছাড়া পোস্টের আরো কিছু কাব্যিক লাইন
১। স্বাধীন বিক্রমপুর একটা রঙ
কনসেপ্ট। এটা সকল বিক্রমপুরবাসীর মতামত
নয়। যারা এটা করেছে তারা প্রকৃত
বিক্রমপুরী না।
২।
বিক্রমপুইরারা মানবতার শত্রু
তা আবারো প্রমানিত হল।
৩।
আর কত? আর কত প্রান গেলে শান্ত
হবে বিক্রমপুইরারা?! আমরা এই দেশে জন্ম
নিয়ে ভুল করেছি। আমরা পাশের জেলায়
চলে যাব।
১৬| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ২:৪৯
এম ডি এস হোসেন বলেছেন: এপিক। গবেষনামূলক লেখা।
১৭| ০৬ ই মার্চ, ২০১৫ সকাল ৭:২৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: পোস্ট অনেক ভাল হৈছে ভাউ....... এর জন্যেই তো পিলাস দিছি
১৮| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৪
নীরব দর্শক বলেছেন: মাইনাস
১৯| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৯
বিজন রয় বলেছেন: শিপু ভাই কোথায় হারিয়ে গেলেন?/
নতুন লেখা নিয়ে হাজির হন।
২০| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪০
শেরজা তপন বলেছেন: শিপু ভাই' ব্লগে কি আর আসবেন না বলে মনস্থির করেছেন?
আপনার ফিরে আসার অপেক্ষায় আছি
২১| ১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: শিপু ভাই আপনাকে ব্লগে পেয়ে ভাল লাগছে। সুস্বাগতম ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১১
অথৈ সাগর বলেছেন: অনেক দিন পর । স্বাগতম ।