নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিশির৬২০

আমি মুসলিম, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়।

শিশির৬২০ › বিস্তারিত পোস্টঃ

Google এর ১৫ বছর

২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০

১৯৯৮: গুগলের যাত্রা শুরু।

১৯৯৯: গুগলের লোগোতে পরিবর্তন।

২০০০: গুগল টুলবার চালু এবং বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনের স্বীকৃতি।

২০০১: ছবি খোঁজার সুবিধা চালু।

২০০৩: নিজস্ব ব্লগ ‘ব্লগার’ চালু। এ ছাড়া ‘বোস্টন’ নামের অ্যালগরিদম চালু। একই বছর আরও দুটি অ্যালগরিদম হালনাগাদ করা হয়।

২০০৪: বিনা মূল্যের ই-মেইলসেবা জিমেইল চালু এবং আগস্ট পর্যন্ত গুগলের আইপি থেকে এক কোটি নয় লাখ শেয়ার বিক্রি হয়।

২০০৫: অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অধিগ্রহণ এবং গুগল ম্যাপস ও গুগল আর্থ চালু।

২০০৬: ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব অধিগ্রহণ।

২০০৮: গুগল ক্রোম চালু এবং সার্চের ক্ষেত্রে ড্রপ-ডাউনে সাজেশনসুবিধা চালু।

২০০৯: ‘ভিঞ্চ’ অ্যালগরিদম চালু।

২০১০: গুগলের স্মার্টফোন ছাড়া হয়। এ ছাড়া তাৎক্ষণিক সার্চ, লোগো হালনাগাদ এবং গুগল ইনডেক্সের জন্য নতুন অ্যালগরিদম চালু।

২০১১: সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গুগল প্লাস চালু। বর্তমানে ফেসবুকের পর এটি সবচেয়ে ব্যবহূত দ্বিতীয় বৃহত্তম সামাজিক যোগাযোগের সাইট। এতে যুক্ত হয় +১ বোতাম এবং সবচেয়ে জনপ্রিয় ‘পান্ডা’ হালনাগাদ চালু হয়।

২০১২: ‘পেঙ্গুইন’ অবমুক্ত হয় প্রোগ্রামারদের জন্য।

২০১৩: ‘পেঙ্গুইন ২.০’ চালু। যা অনেক ওয়েবসাইটকে তালিকার পেছনে ফেলে দেয়। ছবি সার্চের ক্ষেত্রে নতুন সুবিধা এবং গ্রিড সুবিধার মাধ্যমে গুগলের সেবাগুলো চালু।

নতুন লোগো উন্মোচন।

গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী তথ্যসূত্র: আরওআই ডট কম ডট এইউ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.