নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চরম আশাবাদী, সুখ বিলাসী, স্বাধীনচেতা এবং আবেগ নির্ভর ব্যক্তিত্ব।

শিস খন্দকার

আমার হৃদয় আকাশ থেকে প্রতিনিয়ত ঝড়ছে কিছু জল। জলগুলো স্বচ্ছ নাকি অস্বচ্ছ?

শিস খন্দকার › বিস্তারিত পোস্টঃ

ধর্মেরঢাক-১

১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৪

আজ হিজরী নতুন বর্ষের প্রথম দিন। এ নিয়ে
ফেসবুকে বেশ মাতামাতি দেখলাম, বিশেষ
করে রাত বারোটার পর থেকে। হিজরী বর্ষ যে
শুরু হয় সন্ধ্যায়, এটা হয়তো তাদের জানাই নেই
(হিজরী তারিখের শুরু চাঁদ দেখার সাথে সম্পর্ক
যুক্ত)।

আবার কিছু ধর্মমনাকে দেখলাম, নতুন বর্ষের শুভেচ্ছার
পাশাপাশি বয়ান দিয়েছেন, 'বাংলা আর
ইংরেজি (যদিও খ্রিস্টীয়) নববর্ষ হলে কত
শুভেচ্ছা পেতাম, কত উদযাপন দেখতাম। অথচ
মুসলমান হয়েও আরবি (হিজরী) নববর্ষ ভুলে গেছি,
শুভেচ্ছা নেই, উদযাপন নেই।'

আমরা গান গাই। ইসলামে গান গাওয়া নিষেধ।
কিন্তু ইসলাম ধর্মীয় কোনো বিশেষ দিনে
আনন্দের আতিশয্যে আপনি গান গাচ্ছেন
(ইসলামিক গান বা গজল বলে চলছে যা, এটা
ইসলাম ধর্মীয় নীতিসঙ্গত নয়), কেমন হচ্ছে?
ভাবছেন অপ্রাসঙ্গিক কথা! এখন আসুন, আমরা
বঙ্গীয় কিংবা খ্রিস্টীয় নববর্ষ উদযাপন করি।
ইসলামী দৃষ্টিকোণ থেকে নববর্ষ, জন্মদিন
কিংবা বিবাহবার্ষিকী উদযাপন নিষেধ।
কিন্তু আপনি হিজরী নববর্ষ উদযাপন করতে
ব্যতিব্যস্ত! এটা কতটা যৌক্তিক?

আমরা হয়তো নিষেধাজ্ঞা লঙ্ঘন করছি। কিন্তু
আপনি সেই ধর্মীয় নিষেধাজ্ঞারর প্রয়োগ
ধর্মেই ঘটাচ্ছেন! এসব অতিধর্মভীরুদের (ধর্মান্ধ
বলা উচিৎ) বলছি, ধর্ম নিয়ে এসব অপ্রাসঙ্গিক
মাতামাতি বন্ধ করুন।

পুনশ্চ : আমি জন্মগতভাবে ইসলাম ধর্ম অনুসারী।
আমি ধর্মান্ধ নই, নাস্তিকও নই নিশ্চয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৪

তাহমিদ আহবাব বলেছেন: যথার্থ বলেছেন। কিন্তু মানুষ এর লজিক গুলো ঠিক বুঝে উঠতে পারে না

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২০

শিস খন্দকার বলেছেন: হ্যাঁ।

২| ১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৫

মীর মোহাম্মদ উল্লাহ বলেছেন: আজ শুরু হল আর একটি হিজরি সাল -১৪৩৭।
মুহাররমের ফজিলত: পবিত্র কুরআন মজীদে আল্লাহ্পাক চারটি মাসকে পরম সম্মানিত ও পবিত্র বলে ঘোষণা করেছেন। ইরশাদ হয়েছে- “তোমরা জেনে রাখ এই চারটি মাস বড় ফজিলত ও বরকতপূর্ণ, তোমরা এই মাসগুলোতে পাপাচার করে নিজেদের উপর জুলুম করোনা।”
উল্লেখিত চার মাস যথা- মুহাররম, রজব, জিলহজ্ব, জিলক্বদ। তন্মধ্যে অন্যতম পবিত্র মাস হলো মুহাররম।
মহান আল্লাহ তায়ালা আমাদেরকে বেশি বেশি নেক আমল করা ও গুনাহ থেকে বেচে থাকার তৌফিক দান করুন।

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২০

শিস খন্দকার বলেছেন: বুঝলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.