নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নঘুড়ি

বাংলাদেশকে একটি সৃজনশীল জাতি হিসাবে দেখতে চাই।

আবু সাঈদ সুরুজ

আলোকবর্তিকার সম্পাদক ধানসিড়ি সাহিত্য সংস্কৃতি সংসদ এর সভাপতি

আবু সাঈদ সুরুজ › বিস্তারিত পোস্টঃ

‘নাস্তিক কাদের বলে’—তিনি কি সেটা জানেন?

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৬



আবু সাঈদ



মাননীয় বিরোধীদলীয় নেতা

না, না—শব্দটা মোটেই ঠিক হবে না

বলেই অপমানিত হবে ৩০ লক্ষ শহীদের জাতীয় সংসদ

তাকে বেগম খালেদা বলাটাই ঠিক

তিনি তার সুর-আলা কণ্ঠে তরুণদের বলেন, ‘নাস্তিক’



‘নাস্তিক কাদের বলে’—তিনি কি সেটা জানেন?



যাঁরা জাতীয় পতাকা বুকে ধারণ করে

স্বপ্ন দেখে একটি বাংলাদেশের

নাকি—যারা লাল সবুজের পতাকাটা

ছিঁড়ে টুকরো টুকরো করে মাটিতে জলাঞ্জলি দেয়

শহীদ মিনার ভেঙে জাতীয় সত্তা নিমেষে ধ্বংস করে

হিন্দু-বৌদ্ধ মন্দিরে আগুন জ্বালিয়ে সহিংসতা বাড়াই

মসজিদের কার্পেটে আগুন ধরিয়ে দিয়ে

প্রকাশে গৃহযুদ্ধের কথা বলে



কাদের নাস্তিক বলবেন বেগম খালেদা?



আমার কণ্ঠে ‘জয় বাংলা’

আমার হূদয়ে ‘জয় বাংলা’

আমার স্বপ্নে ‘জয় বাংলা’

আমি আমার বাংলাদেশকে ভালোবাসি

আমি আমার ধর্মকে বিশ্বাস করি

আমি আমার ধর্মকে নিয়ে ব্যবসা করি না

আমি নাস্তিক—সেটা আমি জানি না

আমি জানি আমার বাংলাকে বড়ই ভালোবাসি



মাননীয় বেগম খালেদা

কাদের নাস্তিক বলে—দয়া করে বলবেন?



জনগণ জনগণ বলে মুখের ফেনা তুলে

কি আর জনগণ পাওয়া যায়?

সেটা পেতে হলে শিখতে হয়

বিশ্বাস করতে হয়, যেতে হয় ক্ষমতালিপ্সহীন মওলানা ভাসানীর কাছে

কিংবা মহানুভাব বঙ্গবন্ধু শেখ মজিবুর রাহমানের কাছে

কিংবা ত্যাগী দীপ্তময় বলিষ্ঠ মহাপুরুষ তাজউদ্দিন আহমদের কাছে

কিংবা মুক্তিযোদ্ধা জিয়াউর রাহমানের কাছে

তবেই বলতে পারবেন ‘নাস্তিক’ কাদের বলে...

১৬/০৩/২০১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.