নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নঘুড়ি

বাংলাদেশকে একটি সৃজনশীল জাতি হিসাবে দেখতে চাই।

আবু সাঈদ সুরুজ

আলোকবর্তিকার সম্পাদক ধানসিড়ি সাহিত্য সংস্কৃতি সংসদ এর সভাপতি

আবু সাঈদ সুরুজ › বিস্তারিত পোস্টঃ

মুক্ত আসর—এর উদ্যোগে ‘ঠাকুরগাঁও জেলার মুক্তিযোদ্ধাদের বীরত্ব কাহিনি সংগ্রহ’

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১২

ঠাকুরগাঁও জেলায় প্রথমবারের মতো মুক্তিযোদ্ধাদের বীরত্ব কাহিনি সংগ্রহ ও লেখার উদ্যোগ নিয়েছেন মুক্ত আসর, ঠাকুরগাঁও শাখা। এ উদ্যোগ আনুষ্ঠানিক ভাবে রোববার বিকাল সাড়ে ৪টায় ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাংসদ কার্যালয়ে ‘ঠাকুরগাঁও জেলার মুক্তিযোদ্ধাদের বীরত্ব কাহিনি সংরক্ষণের শুভ প্রয়াস’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উদ্যোগকে শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা ইউনিট কমান্ডার শ্রী জীতেন্দ্রনাথ রায়।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শিক্ষাবিদ প্রোফেসর মনোতোষ কুমার দে বলেন, ‘দীর্ঘ ৪২ বছরে এই এলাকার মুক্তিযোদ্ধা কাহিনি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। আমার বিশ্বাস তরুণদের এই সংগঠনের মাধ্যমে সঠিক ও নিরপেক্ষভাবে মুক্তিযোদ্ধাদের বীরত্বের কাহিনি লিপিবদ্ধ করা হবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. বদরুদ্দোজা ও আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা মন্তু দাস, মনিরুল ইসলাম, মুক্ত আসর ঠাকুরগাঁও শাখার সভাপতি আফরোজা আক্তার, সাধারণ সম্পাদক আবদুর রউফসহ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাজিয়া আফরিন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৪

তুহিন সরকার বলেছেন: এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং এর সাথে সংশ্লিষ্ট সবার সাফল্য কামনা করছি।
শুভকামনা।

২| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৫

সোহাগ সকাল বলেছেন: ভাল্লাগলো।

শুভ কামনা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.