নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নঘুড়ি

বাংলাদেশকে একটি সৃজনশীল জাতি হিসাবে দেখতে চাই।

আবু সাঈদ সুরুজ

আলোকবর্তিকার সম্পাদক ধানসিড়ি সাহিত্য সংস্কৃতি সংসদ এর সভাপতি

আবু সাঈদ সুরুজ › বিস্তারিত পোস্টঃ

দ্বিতীয় বর্ষ পেরিয়ে তৃতীয় বর্ষে পর্দাপণ ‘মুক্ত আসর’

২৬ শে মে, ২০১৩ রাত ১১:৫৭

২৮ মে ২০১৩। দ্বিতীয় বর্ষ পেরিয়ে তৃতীয় বর্ষে পর্দাপণ করবে মুক্তিযোদ্ধাভিত্তিক সংগঠন ‘মুক্ত আসর’। শুরুটা হয়েছিল খুব ছিমছামে। কয়েকজন খ্যাপা তরুণ তরুণীর প্রচেষ্টায়। ছিল না কোন বসার জায়গা। ছিল না কোন অর্থ কিংবা বড় কোন ব্যক্তির উত্সাহ উদ্দীপনা। এক পা দুই পা ফেলে এগিয়ে চলেছে অজস্র মানুষের ভালোবাসা পেয়ে।



‘মুক্ত আসর’ ধীরে ধীরে মানুষের কাছে খুব আপন হয়ে উঠেছে। প্রতিনিয়ত অনেক মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ চেতনা বিশ্বাসী মানুষের কাছে শুনতে পাই ‘মুক্ত আসর’ এর মুগ্ধতা। সমালোচনার খাতাতে কমতি নেই। খুব ভালো লাগে যখন ‘মুক্ত আসর’ নিয়ে কেউ সমালোচনা কিংবা আলোচনা করে। সমালোচনাগুলো আমাকে খুব বেশি অনুপ্রাণিত করে। নিজের শক্তিকে আরো বেশি গতিশীল করে তোলো। সত্যিই দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে যখন পথ শুধু করি ভাবিনি দুই বর্ষ পার করতে পারব। এখন মনে হয়েছে ‘মুক্ত আসর’ অন্তত দুই শত বছর কিংবা আরো বেশি বেঁচে থাকবে।



২৮ মে মুক্ত আসর এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে ২৯ মে ২০১৩, বুধবার, বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির শহীদ মুনীর চৌধুরী সম্মেলন কক্ষে বর্ষপূর্তি ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা ২০১৩ আয়োজন করা হয়েছে। সম্মাননা দেওয়া হবে শিল্পী, শিক্ষক, বীরাঙ্গনা ও জনযোদ্ধাদের। তাঁদের সম্মাননা স্মরক তুলে দিবেন বীর বিক্রম কর্ণেল আবদুল মান্নান, বীরবিক্রম গোলাম মোস্তফা, বীরপ্রতীক মেজর জেনারেল মাসুদুর রহমান,বীর প্রতীক রফিকুল ইসলাম, মিলি রহমানসহ অনেকেই।



অনুষ্ঠানের সবাইকে সাদর আমন্ত্রণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.