নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" নিজের সম্পর্কে কিই বা বলার আছে বলুন দেখি..................\n\nনিজে সারাক্ষণী যন্ত্রনায় ভুগি,তবে আমার প্রবল ইচ্ছা মানুষকে সুখি রাখার আর নিজেকে মানুষ করার প্রচেষ্টা...................

হামিদ খান

হামিদ খান › বিস্তারিত পোস্টঃ

মেঘকন্যা

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২৪

পড়ন্ত বিকেলে পশ্চিমাকাশে মেঘের ছুটাছুটি ,আমি তখন আমার হলের ছাদে দারিয়ে। দেখছি কিভাবে একটি মেঘের খন্ড অন্য আরেকটি মেঘের খন্ডকে ,জোরে ধাক্কা দিয়ে নিমিষেই মনে হয় মেঘের খন্ড দুটি দু-দিকে উড়ে চলে যায়, নিজ মনের আনন্দে। মনে হচ্ছে আকাশে কি সুন্দর আনন্দের মিছিল দিচ্ছে বাতাস আর মেঘ। যে গাছগুলি দিন-রাত,রোদ,ঝড়,বৃষ্টিতে ভিজে দারিয়ে আছে ক্লান্ত দেখায় না কখনও কি অদ্ভুত ভালবাসার সৃষ্টি হয়েছে তাদের মধ্যে,কিন্তু এই ঝরের সময় মনে হচ্ছে তারা একজন আরেকজনের চিরশত্রু। কেউ কাউকে সহ্য করতে পারছেনা মাথায় ঢিশ দিয়ে মনে হচ্ছে মাথা ফাটিয়ে দিচ্ছে কোন কারন ছাড়াই। এদিকে মেঘ এবং বাতাসের তান্ডবে ভয় ঢুকিয়ে দিচ্ছে হাজারো পথযাত্রীদের অন্তরে,তারা ভয়ে ভয়ে দিক-বিদিক ছুটাছুটি করছে একটি নিরাপদ আস্রয় স্থলের জন্য। কেউ কেউ নিরাপদে পৌছে গেছে, আবার অনেকেই কোথাও কিছু না পেয়ে কোন এক বড় গাছের নিচে আস্রয় নিয়েছে ক্ষনিকের জন্য। আমি ছাদের উপর দারিয়ে তাদের দেখে দেখে কিছুটা মজা নেয়ার চেষ্টা করছি। আবার খারাপও লাগছে তাদের কথা ভেবে যারা কোন নিরাপদ স্থান খুজে পাচ্ছেনা। খানিক বাদেই লক্ষ্য করলাম আমাদের ছাদ থেকে ঠিক পশ্চিমে কিছুদুর সামনের দিকে অর্থ্যাৎ ১.৫ কিঃমিঃ দুরে হবে হয়ত আমি খুব পরিস্কার দেখতে পাচ্ছিনা আবছা আবছা দেখা যাচ্ছে, ১৮/২০ বছরের একটি মেয়ে দারিয়ে ভিজছে আর আমার মতই হয়ত কিছু একটা ভাবছে। কিন্তু কি আশ্চর্য আরও কতশত বার এই ছাদে উঠেছি এমন মেয়েতো কখনও দেখিনি। যতদুর মনে হচ্ছে সে যেই হোক অপুর্ব সুন্দর একটি অবয়ব। ইচ্ছে করছে তাকে খুব কাছ থেকে দেখতে, খুব ছুয়ে দিতে ইচ্ছে করছে আমার.............
ভাবতে ভাবতেই মনে হল সন্ধ্যা ঘনিয়ে আসছে, চারপাশ অন্ধকার হয়ে উঠল তাকেও আর দেখা যাচ্ছেনা স্পষ্ট। ক্রমেই মিশে যেতে লাগল অন্ধকার আর পশ্চিমের মেঘে............................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.