নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক বার এক ছোট বোন এস এম এস দিয়েছিল ' মানুষ মরে গেলে পচেঁ যায়, আর বেছে থাকলে বদলায় '।
মানুষ সম্পর্কে ওর গিরগিটী বা অক্টোপাস সম্পর্কিত ধারনাটা আমি মেনে নিতে পারিনি। ব্যপারটা নিয়ে তেমন একটা ভাবি নি কখনো।
সত্তি বলতেকি, এখন আমিও বিশ্বাস করি মানুষ বদলায়, বদলে যায়, বদলাতে বাধ্য।
মানুষের আকৃতি বদলায়, রং রুপ কথা বার্থা সব বদলায়। সেই সাথে বদলায় তার দৃষ্টি ভঙ্গি ।
কারো জন্য সেটা পজেটিভ আবার কারো জন্য ন্যগেটিভ।
পজেটিপ পরিবর্তন কোন উপলক্ষে হতে পারে আবার এমনিতেই হতে পারে।
কিন্তু ন্যগেটিভ ?
একটা মানুষ যখন অদুর সৌভাগ্য দেখতে পায়, কিংবা হঠাৎ করে আকাংখার থেকে বেশি কিছু পাওয়ার সম্ভাবনা দেখে, ঠিক সেই মুহুর্থেই তার মাঝে একটা পরিবর্তন লৈক্ষ করা যায়।
রং রুপ আকার আয়তন থেকেও অধিক পরিবর্তন ঘটে তার মননে। অনেকটা একপেশে অহংকারি হয়ে উঠে। নিজেকে সাধারন থেকে বিশেষ একটা কতৃত্ত সুলভ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টায় মত্ত হয়ে পরে। আমিত্তের চরম পর্যায় পৌছে যায়।
এই পরিবর্তনে সে গিরগিটি বা অক্টোপাসকেও হার মানায়। একবার ভেবে দেখেনা যে সে কতটা মুহাচ্ছন্ন, মরিচিকার মায়ায় অন্ধ।
ভেবে দেখে না সে যেটা নিয়ে এতোটা বড়াই করছে আরেকজন হয়ত তার তুরাই কেয়ার করে।
আসলে সবার জন্য তা সঠিক হবে এমটাতো আর নয়?
আশ পাশের কিছু আবালদের কীর্তি কলাপ দেখলে সত্তি হাসি পায়।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৯
গরু গুরু বলেছেন: না ক্ষ্যাপে থাকার উপায় আছে?
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৮
সোহান ফয়সাল খান বলেছেন: ভাই এতো খক্ষেপা কেন