নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজও এক জনকে বুঝালাম। কাজ না হলে আমি কি করব? ইতি পুর্বে দুই তিন জন ঠিক এমনটাই করেছিল। অরা কোনো কথা শোনেনি। নিযেদের ইচ্ছায় এসে আবার নিজেদের ইচ্ছাতেই চলে গেছে। দেশে ফেরার পরে যখন ভুল বুঝতে পারে, তখনই শুরু হয় অনুশোচনার পালা।
বলছিলাম প্রবাসে আসা কিছু সিলেটি ব্যকুবদের কথা। আচ্ছা অরা ইউরোপককে কি ভাবে? এখানে টাকার গাছ আছে? ঝাকানি দিবে আর অমনি বসন্তের ঝড়া পাতার ন্যায় ঝড় ঝড় করে টাকা পড়বে!
আমি আসার পুর্বে দিপু নামের একটা ছেলে সাইপ্রাস এসে এক মাসের মাতায় দেশে চলে গিয়েছিল। দেশে ফেরার দুই দিনের মাতায় অর সাথে আমার দেখা হয়, কথাও হয়েছিল। জায়গা বিক্রির টাকা নষ্ট করার পরেও অর ভাব ভঙ্গিতে বিন্দুমমাত্র অনুশোচনার ছাপ ছিলনা।
যদিও ইদানিং সাইপ্রাসের কিছু ভাইদের সাথে যোগাযোগ করছে আবার আসবে বলে।
আমি আসার পর হাবিব নামের একটা ছেলে সাইপ্রাস আসে। আমার নিকটেই থাকত। ছেলেটা আসার পরদিন থেকেই শুরু করে দিল নানা বাহানা। সে কিছুতেই সাইপ্রাস থাকবে না। ব্যাংক লোনের পাঁচ লক্ষ টাকা খুইয়ে মাত্র ৫ দিনের মাতায় দেশে চলে যায়। এখন সেও কান্না কাটি করছে। আবার নাকি আসবে!
শুরুতে যার কথা দিয়ে আরম্ব করেছিলাম ওর নাম আক্তার। ছেলেটার সাথে কয়েক ঘন্টার উপর কথা হল। কাজে আসে নি। জমি বিক্রি করে এসে সেও চলে যাবে! হয়ত কাল চলেও যাবে। পরশু দিপু, হাবিবদে মত আবার অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে ফোনে বলবে ভাই আমি ভুল করেছি, আবার আসতে চাই যদি সাহায্য করেন!
খুদার কসম এই জাতিয় ছেলেরা সর্গে গিয়েও কিছু করতে পারবে না। অরা আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় বাস্তবতা দিয়ে নয়। অদের আবেগই একদিন অদেরকে ব্যার্থতার দারপ্রান্তে নিয়ে যাবে।
©somewhere in net ltd.