![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রিয় জায়গাগুলির মধ্যে সিলেট একটি। চা বাগান, নদী, পাহাড়, আদিবাসী, হাওর-বাওড় ইত্যাদি দিয়ে সেজে থাকা প্রকৃতি যে কাউকেই মুগ্ধ করবে সহজে। আমি ধন্য যে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো ঐখানে কাটিয়েছি। উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে ইট-কাঠের ঢাকা শহর ছেড়ে শাবিপ্রবি'র হলের পিছনে বসবাস করতে গিয়ে টিলার গাঁও নামক গ্রামের পরিবেশ ও সেখানকার মানুষের সাথে আমার একটা সখ্যতা গড়ে উঠে। ওখানেই কাটিয়ে দেই পরপর তিনটি বছর। ওখানকার মানুষের সাথে মিশে আমি বুঝতে পেরেছি- তাদের ভাষা ও সংস্কৃতি বাংলাদেশের অন্য সকল অঞ্চল থেকে একটু ভিন্ন(সিলেটী ভাষার আলাদা বর্ণমালা আছে...সম্ভবত এটি নাগরী ভাষা হতে উদ্ভুত)। ওখানকার মানুষজনের মধ্যে এমন সকল ভাল গুণ আছে, যা আমার জন্য ছিল শিক্ষণীয়। তবে একটি বিষয় খুবই পীড়া দিত, আর তা হচ্ছে তাদের অসহনীয় আঞ্চলিক প্রীতি। বিষয়টি অন্য অঞ্চলের মানুষের মধ্যে নেই, তা নয়। তবে তাদেরটা ছিল মাত্রারিক্ত। অবশ্য, এসব সংকীর্ণতার ঊর্ধ্বেও আমার অনেক সিলেটী বন্ধু ছিল, আজো আছে। এসবের মূলে রয়েছে- তাদের অন্তর্গামী মনোভাব। তবে দিন পাল্টাচ্ছে। তারাও ধীরে ধীরে এসব থেকে বের হয়ে আসছে। তবে এধরনের সংবাদ পড়লে সত্যিই মনটা খারাপ লাগেঃ Click This Link
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫২
সোহেল সি এস ই বলেছেন: সব সিলেটী কিন্তু একরকম নয়।
২| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৫
খেয়া ঘাট বলেছেন: রিপোর্টটা পড়লাম। কী অদ্ভূত এসব মানসিকতা। এরা কারা?????
আমার বাড়ি কিন্তু ভাই সিলেট। বিশ্ববিদ্যালয়ের পাশের সুরমা নদী পার হলেই আমার ফুফুর বাড়ী।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫১
সোহেল সি এস ই বলেছেন: সিলেটের মেয়র মহোদয়ের নেতৃত্ত্বে একটি দল "সিলেটবাসী"'র ব্যানারে শাবিপ্রবি'র উপাচার্য্য মহোদয়ের সঙ্গে সাক্ষাত করে সিলেটবাসীর জন্য ৫০% কোটা দাবি করেছেন।
৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৭
খেয়া ঘাট বলেছেন: একবার আমাকে এক সিলেটি ফ্যামিলি ডিনারের জন্য আমন্ত্রণ করলো। আমি বললাম, ভাই আজ রাতে আমি আসতে পারবোনা। আমার অন্য একটা জায়গায় আগে থেকেই দাওয়াত আছে। এ কথা শুনে ঐ ভাই বললেন-
কাদের বাসায় দাওয়াত ভাই? সিলেটি নাকি ননসিলেটি?
মানে বাংলাদেশের লোক দুইভাগে বিভক্ত- সিলেটি আর বাকি সবাই হলো ননসিলেটি।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫২
সোহেল সি এস ই বলেছেন: সব সিলেটী কিন্তু একরকম নয়।
৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১০
কয়েস সামী বলেছেন: আঞ্চলিকতা সব জায়গাতেই আছে। অামি সিলেটি বলে অনেক সুবিধা থেকে বঞ্চিত হয়েছি।
সবাই একরকম না, এটাও মানতে হবে।
চাকুরী বা পড়াশুনার ক্ষেত্রে আগেভাগেই ধরে নেয়া হয় যে সিলেটিরা কম মেধাবী।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩১
সোহেল সি এস ই বলেছেন: ৫০% কোটা চেয়ে সিলেটের স্টুডেন্টদের ভিক্ষুকের কাতারে নামায়ে নিয়ে আসা নিয়ে আমার আপত্তি আছে। আমার বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ হওয়া মেধাবী শিক্ষার্থীরা যারা পরবর্তীতে শিক্ষক হয়েছে, তারা অন্য অঞ্চলের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করেই নিজের অবস্থান তৈরী করেছেন। সুতরাং সিলেটীরা কম মেধাবী একথা যে বলবে আমি তার মেধা নিয়ে সন্দিহান।
৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪১
আদম_ বলেছেন: কেন কোটা কেন? সাথে মাথা নাই? মাথা থাকলে কি ভিতরে গোবর না ঘিলু ? পড়াশোনাও কি কোটা দিয়ে করতে হবে?
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
পাঠক১৯৭১ বলেছেন: সিলেট বাংলাদেশকে ধ্বংস করেছে: সাইফুর রহমান, কিবরিয়া ও মুহিতের মত বলদ সিলেটের হাউকাউ।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৩
খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন। সিলেটিদের বেশী মাত্রায় আন্চলিকতা।