নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কী পাইনি তারই হিসাব মেলাতে মন মোর নহে রাজি

কোন কালে এক কদর্য কাছিম দৌড়ে হারিয়েছিলো এক খরগোশকে, সে-গল্পে কয়েক হাজার বছর ধরে মানুষ মুখর। তারপর খরগোশ কতো সহস্রবার হারিয়েছে কাছিমকে, সে-কথা কেউ বলে না।

সোহেল সি এস ই

সোহেল সি এস ই › বিস্তারিত পোস্টঃ

আমরা সংখ্যায় বড় কিন্তু মনে বড় হতে পারি নাই

১৭ ই জুন, ২০১৪ রাত ৮:২৪





ঘৃনা, লজ্জ্বা, ধিক ......। এই দেশে শুধু বিহারীরা নয়, আমি, আপনি কেউ নিরাপদ নই। চন্দন সরকার হোক আর সেই মাঝি হোক, অন্যায় দেখলেই বিপদ। নিজের জীবন বাঁচাতে চাইলে চোখ- মুখ বন্ধ করে চলতে হবে। ৩০শে এপ্রিল যখন শীতলক্ষ্যায় ৬টি লাশ ভেশে উঠে, তিন দিনের ছুটি পরিবারের সাথে কাটাতে কুমিল্লা রওনা হই। সন্ধ্যায় সাইনবোর্ড এলাকায় সহশ্রাধিক পুলিশ, শত শত র‍্যাব এর সামনে কতিপয় উশৃংখল যুবক আমাদের বহনকারী বিআরটিসি বাসটিকে লক্ষ্য করে বৃষ্টির মত পাথর আর ইট নিক্ষেপ করে। অনেকের হাত, পা ও শরীর থেতলে যায়। ভাগ্যক্রমে আমি অক্ষত থাকি। নৃশংসতা এমন কাছ থেকে আর দেখি নি। রবি ঠাকুর বলে গেছেন, "রেখেছ বাংগালী করে, মানুষ কর নি"। পশুস্তর থেকে এখনও মানুষের কাতারে দাঁড়াতে পারি নি আমরা বাংগালরা। প্রতিদিন অফিসের উদ্দ্যেশ্যে ঘর থেকে বের হয়ে আবার সন্ধ্যায় জীবিত ফিরে আসাটাই আশ্চর্যের বিষয়। এদেশ নিয়ে স্বপ্ন দেখাটা একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৪ রাত ৮:২৯

ফুেকাকা বলেছেন: পারবোও না।

২৪ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৮

সোহেল সি এস ই বলেছেন: সবকিছু নষ্টদের অধিকারে চলে গেছে। জাতী হিসাবে আমাদের দেহে অনেক আগেই পচন ধরেছিল। আর এখন গন্ধ ও ছড়াচ্ছে। আর ফর্মালিন দিয়েও লাভ নেই।

২| ১৭ ই জুন, ২০১৪ রাত ১১:০৯

মিশুক৩১ বলেছেন: একটা রিভিলিউশন দরকার

২৪ শে জুন, ২০১৪ বিকাল ৫:১২

সোহেল সি এস ই বলেছেন: বিপ্লব কিংবা আন্দোলন কিছুই কাজে আসবে না। উদাহরনঃ শাহবাগ কিংবা শাপলা চত্তর। একজন বাংলাদেশী মণীষী বলেছেনঃ বাঙালি আন্দোলন করে, সাধারণত ব্যর্থ হয়, কখনো কখনো সফল হয়; এবং সফল হওয়ার পর মনে থাকে না কেনো তারা আন্দোলন করেছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.