নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অা মি ই সি নে মা

গ্যাব্রিয়েল সুমন

গাছ এসে গন্ধ টাইপ করে, আমরা পড়ি ...

গ্যাব্রিয়েল সুমন › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন হুমায়ুন ফরিদী

২৯ শে মে, ২০১১ দুপুর ১:৩১

আজ হুমায়ুন ফরিদীর জন্মদিন। এই মে তে তার বয়স হলো ষাট।



একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রচুর পাখি আসতো। এখনো আসে। কিন্ত তখন যে যার ইচ্ছে মতো পাখি শিকার করতো। কেউ কিছূ বলতো না। এই অমানবিক ব্যাপারটা একজন মানুষ মানুষ একক ভাবে বন্ধ করেছিলেন। তিনি হুমায়ুন ফরিদী।



শুভ জন্মদিন ফরিদী সাহেব। আপনার মঙ্গলময় জীবন কামনা করি।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১১ দুপুর ১:৩৭

গানচিল বলেছেন: লালটু মার্কা চেহারা না থাকলেও শুধুমাত্র অভিনয়ের মাধ্যমেও যে দর্শকের মনে ঠাই করে যাওয়া যায়, হুমায়ুন ফরিদীই তার প্রমান। সেই কবে "ওহ! দেবদুত" নামের একটা নাটকে উনি নিজের জাত চিনিয়েছিলেন।তারপর থেকে কত নাটক যে দেখলাম, হিসেবই নাই।
শুভ জন্মদিন হুমায়ুন ফরিদী।






২| ২৯ শে মে, ২০১১ দুপুর ১:৪১

তানভীরসজিব বলেছেন: কান কাটা রমজান........

অসাধারন অভিনয়......তার জন্য শুভকামনা....

৩| ২৯ শে মে, ২০১১ দুপুর ১:৪৫

রুদ্রপ্রতাপ বলেছেন: খুব প্রিয় একজন মানুষ। শুভ জন্মদিন.।.।.।.।.।

দোস্ত, বাড়ি যাবি কবে? দই খাওয়াবি না? :(

৪| ২৯ শে মে, ২০১১ দুপুর ১:৫০

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: শুভ জন্মদিন ফরিদী সাহেবকে। আরো অনেকদিন বেচে থাকুক সুস্থভাবে।

৫| ২৯ শে মে, ২০১১ দুপুর ২:০৫

শুটকাভাই বলেছেন: এখন কার সাথে ঘর করছেন?

৬| ২৯ শে মে, ২০১১ দুপুর ২:০৯

মোহাম্মদ আনোয়ার বলেছেন: প্রবল " সেন্স অব হিউমার " এর জন্য হুমায়ুন ফরিদী সাহেব কে আমার খুব বেশী ভাল লাগে।

" শুভ জন্ম " দিন হুমায়ুন ফরিদী সাহেব।

৭| ২৯ শে মে, ২০১১ দুপুর ২:১০

শুটকাভাই বলেছেন: হুমায়ুন ফরীদিকে নিয়ে দৃশ্যচিত্র তৈরি করছেন আবদুন নূর তুষার। আজ হুমায়ুন ফরীদির ৬০তম জন্মদিন। এ উপলক্ষ্যে বিকেলে ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে উৎসব হবে। আজাদ আবুল কালামকে আহ্বায়ক এবং আশরাফুল আলমকে সদস্যসচিব করে গঠন করা হয়েছে ‘হুমায়ুন ফরিদী জন্মদিন উদ্যাপন কমিটি’। জানা গেছে, এই উৎসবেই দেখানো হবে দৃশ্যচিত্রটি।
আবদুন নূর তুষার জানান, ছড়িয়ে-ছিটিয়ে থাকা হুমায়ুন ফরীদির জীবনের কিছু চিত্র তুলে ধরা হবে এখানে। থাকবে মঞ্চ, টিভি এবং চলচ্চিত্রে তাঁর কাজের কথা, নির্বাচিত ফুটেজ ও আলোকচিত্র। হুমায়ুন ফরীদিকে নিয়ে বলবেন তাঁর বন্ধু, কাছের মানুষ আর সহকর্মীরা। তাঁর জন্ম, বেড়ে ওঠা, কলেজ ও বিশ্ববিদ্যালয়-জীবনের কথাও থাকবে। আরও থাকবে সাধারণ দর্শকের অভিমত।
তুষার বললেন, ‘মাত্র দুই দিন আগে আমি কাজটার ব্যাপারে জানতে পেরেছি। হাতে সময় খুবই কম। এই সময়ের মধ্যে কাজটা করার চেষ্টা করছি।’
আশরাফুল আলম বলেন, ‘৬০তম জন্মদিন উপলক্ষে হুমায়ুন ফরীদিকে নিয়ে একটি বই তৈরি করছেন আফজাল হোসেন। আমাদের সাংস্কৃতিক অঙ্গনে হুমায়ুন ফরীদির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি তো এমন আয়োজনের ব্যাপারে একেবারেই আগ্রহী ছিলেন না। পরে সবার আগ্রহের কারণেই তিনি রাজি হয়েছেন।’

৮| ২৯ শে মে, ২০১১ দুপুর ২:২৯

আবু আব্দুল্লাহ ইবনে মুসা আল খোয়ারিজমি বলেছেন: happy birthday to Humayun Faridi...

৯| ২৯ শে মে, ২০১১ দুপুর ২:৫৩

সুহাসলেলিন বলেছেন: আমার অনেক প্রিয় অভিনেতাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা :) :) :)

১০| ২৯ শে মে, ২০১১ বিকাল ৩:১৮

অস্থির পৃথিবী বলেছেন: প্রিয় অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা।

১১| ২৯ শে মে, ২০১১ বিকাল ৪:০৩

সরলতা বলেছেন: হুমায়ুন ফরিদী আমার অসম্ভব প্রিয় একজন অভিনেতা। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা।

অঃটঃ সুমন ভাই, আপনার পোষ্টের প্রথম লাইনে ফরিদী ফবিদী হয়ে গেছে। টাইপো টা ঠিক করে নিয়েন। :)

১২| ২৯ শে মে, ২০১১ বিকাল ৫:১৪

নীরব 009 বলেছেন: ti na ki? jantan na to!!!!!!!! shuvo jonmodin !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৩| ৩০ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:২০

মনির৭১ বলেছেন: শুভ জন্মদিন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.