নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অা মি ই সি নে মা

গ্যাব্রিয়েল সুমন

গাছ এসে গন্ধ টাইপ করে, আমরা পড়ি ...

গ্যাব্রিয়েল সুমন › বিস্তারিত পোস্টঃ

সর্প বিষয়ক কর্মশালা- ২/ চন্দ্রবোড়া

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৩

সর্প বিষয়ক কর্মশালা- ১ / ফিতাসাপ





সর্প বিষয়ক কর্মশালা- ২

_____________



চন্দ্রবোড়া সাপের ইংরেজি নাম Russell's viper। আর বৈজ্ঞানিক নাম - (Daboia russelii)



এই সাপ সম্ভবত বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সাপ। হুমায়ূন আহমেদ এর অসংখ্য উপন্যাসে এই সাপের উপস্থিতি বর্ণনা করার কারনে পাঠক কূল এই সাপ সম্পর্কে প্রাথমিকভাবে অবহিত।



চন্দ্রবোড়া এই উপমহাদেশের সবখানেই দেখা যায়। চন্দ্রবোড়া চার থেকে ছয় ফুট লম্বা হয়ে থাকে। এদের শরীর খুব নমনীয়, তবে একটু অনুজ্জ্বল। এর গায়ের রঙ মূলত বাদামী, সাথে লাল অথবা হলুদের সংমিশ্রণ থাকে। কিছু কিছু প্রাজাতি কড়া ধুসর থাকে। বয়স বাড়ার সাথে সাথে গায়ের রঙ হলদে বাদামীর দিকে ধাবিত হয়। অজগরের সাথে এদের চেহারার মিল আছে, তবে অজগরের তুলনায় এরা অনেক ছোট।



ভাইপার প্রজাতির অন্যান্য সাপের মত এরা নিশাচর, তবে দিনের বেলা এরা ঝোপে-ঝাড়ে ঘুরে বেড়াতে ভালবাসে। শীতকালে এরা এক জায়গায় অনেক দিন থাকে। এই সময়টা তাদের সঙ্গমকালিন সময়। শত্রদের সতর্ক করতে এরা এক ধরনের হুইসেলের মতো আওয়াজ করে। চলার পথে এরা প্রেসার কুকারের মত হিস হিস শব্দ করে চলাচল করে। এই সাপ বিষাক্ত। এবং এদের আচার আচরণ আগে থেকে কিছুই বোঝার উপায় নেই। যেকোনো কারনে, যেকোনো সময় এরা ছোবল দিয়ে দিতে পারে। এরা গাছে গাছে থাকতে খুব একটা পছন্দ করে না। বরং সমতল এদের ভীষণ প্রিয়। এরা মানুষের বাড়িতে ঢুকে পড়ার চেয়ে বাইরে বাইরে ঘুরতেই বেশি পছন্দ করে। চন্দ্রবোড়া' র প্রিয় খাবার হল কাঠবেড়ালী আর টিকটিকি।



মে থেকে মধ্য আগস্টের ভেতর এই সাপের ডিম থেকে বাচ্চা হয়। একসাথে ৬-৯৬ টি বাচ্চা থাকতে পারে। ২-৩ বছর বয়সেই এরা যৌন সক্ষমতা অর্জন করে।



এই সাপ বিষাক্ত, তবে অনেক সময় এরা ব্লাঙ্ক কিস দিয়ে থাকে। অর্থাৎ কামড় দ্যায় কিন্তু বিষ নির্গত করে না। দাগ ও রঙ দেখে বোঝা যায় কোনটাতে বিষ নির্গত করা হল, কোনটা ব্লাঙ্ক কিস।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৬

তন্ময় ফেরদৌস বলেছেন: চলুক...

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৩

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: চলবে, তন্ময়। ধন্যবাদ :)

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৮

আবু সালেহ বলেছেন:
সাঁপের কোন কিসেরই দরকার নাই.............এইবার ব্লাক কিস বলেন আর যাই বলেন........... ;) ;) ;)

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৪৮

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: হা... হা... হা... ভয় পেলেন?

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: অনেকদিন ধরেই ভারতবর্ষের বহুবিখ্যাত এই সাপ নিয়ে জানার আগ্রহ ছিল।


ধন্যবাদ!

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৯

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ> ব্যাঙয়ের কিন্তু সাপের ব্যাপারে ভীতি থাকে, নরম্যালী...

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩১

শার্লক বলেছেন: ব্লাঙ্ক কিস মজা পাইলাম হা হা হা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০১

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: শূণ্য চুম্বন ...

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৩

অপ্রিয় বলেছেন: ব্লাঙ্ক কিস আর রিয়াল কিসের তফাৎটা কি? বাংলাদেশের কোথায় এটা বেশী দেখা যায়?

৬| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪

ড. জেকিল বলেছেন: খাইছে, সাপে আবার কিস ও করে!! :D

চন্দ্রবোড়া সাপের নাম প্রথম শুনেছিলাম, একটা বাংলা নাটকে। এরা নাকি মানুষ চিনে রাখতে পারে :D

দেখলেই ভয় লাগে।

৭| ১৪ ই মে, ২০১৫ রাত ৯:৩৭

অতিক্ষুদ্র বলেছেন: এই সাপ কামড়ালে সব সময় যে মানুষ মারা যায়না এটা নিজের চোখে একাধিক বার দেখেছি। কারণটা আজই বুঝতে পারলাম - ব্লাঙ্ক কিস। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.