নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অা মি ই সি নে মা

গ্যাব্রিয়েল সুমন

গাছ এসে গন্ধ টাইপ করে, আমরা পড়ি ...

গ্যাব্রিয়েল সুমন › বিস্তারিত পোস্টঃ

হাতিরঝিলের ইতিহাস

১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৯





তখন হাতির ঝিলের নাম হাতির ঝিল ছিলো না, ডাকা হত বগা বিল নামে। হাজার হাজার বকে, বিল সাদা সাদা হয়ে থাকতো; মনে হত আকাশ থেকে কিছু মেঘ পড়ে গিয়েছে নিচে।



এখন যেখানে ধানমন্ডি, সেটি আসলে মূল ঢাকার বাইরে ছিলো তখন। বংশালের লোকজন ধানমন্ডি গেলে বলতো ঢাকার বাইরে যাব। ধানমন্ডিতে হাতিশালা ছিলো। সেখানে অনেক হাতি, দেখাশোনার লোকজন (মাহুত)।

ধানমন্ডি তখনও ধানমন্ডি হয় নাই। প্রচুর শিয়াল থাকতো সেখানে। ঢাকার উত্তরে ছিলো বলে একে উত্তরের জাঁতা (জঙ্গল) বলা হতো।





একদিন কিছু হাতি হাতিশালা থেকে দলছুট হয়ে পুর্বদিকে আসতে শুরু করলো এবং বগা বিলে চলে আসলো এবং বকগুলোকে তাড়িয়ে দিয়ে দখল করে নিলো। এই পানির উষ্ণতা হাতিদেরকে মুগ্ধ করে। হাতিশালা থেকে হাতিগুলোকে খুঁজে খুঁজে হয়রান হয়ে একসময় মাহুতদের একটি দল তাদেরকে বগা বিলে আবিস্কার করলো। বগা বিলের পানি এত পরিস্কার ছিলো যে হাতিগুলোকে ওখানেই গোসল করানোর সিদ্ধান্ত নেয়া হয়। আর নিয়মিত হাতিদেরকে স্নান করানোর কারণে এর নাম হয় 'হাতির বিল'। সময়ের বিবর্তনে ঢাকা আধুনিকীকরণ ও সম্প্রসারনের সময় 'বিল' 'ঝিল' হয়ে যায় আর হাতির বিলের নাম ও হয়ে যায় 'হাতির ঝিল'।











মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০

রেন বলেছেন: ভাল লিখেছেন,
কিন্তু রেপারেন্স কই??

১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

গ্যাব্রিয়েল সুমন বলেছেন:
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সৃজনশীল ইতিহাস ;

২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০

রেন বলেছেন: ভাল লিখেছেন,
কিন্তু রেপারেন্স কই??

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: আমার যখন স্কুলে লেখা পড়া করতো- তখন গুলশান যেতে পিকনিক করতে।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

সেমিবস বলেছেন: রেফারেন্স আছে নাকি?

১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: সৃজনশীল ইতিহাস

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

ডরোথী সুমী বলেছেন: ভাল লেগেছে।ধন্যবাদ ইনফরমেশনের জন্য।

১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: ইনফরমেশন তো তেমন নেই। বানানো ইতিহাস ।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

শাহ আজিজ বলেছেন: মুন তাসির মামুনের ঢাকার উপর একটা বই আছে , ওটা পড়লে অনেক কিছুই জানতে পারবেন । আমি ১৯৭৬ এ বলাকা সিনেমার পিছনে ধান চাষ করতে দেখেছি । বাড্ডা একটা বিশাল বিল ছিল । গুলশান বনানী অত জমে ওঠেনি , জঙ্গল ছিল । অনেক কিছুই স্মৃতি পটে ভাসে । আমাদের সুবিধা এটা ছিল আমরা স্কেচ করতে অনেক জায়গায় যেতাম ,ফলাফল ওইসব এলাকা কেমন ছিল তার ডিটেইল বর্ণনা সহজ হয় আমাদের জন্য ।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: সৃজনশীল ইতিহাস?? কিন্তু সুন্দর করেই লিখেছেন।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩

বেকার সব ০০৭ বলেছেন: উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: সৃজনশীল ইতিহাস?? কিন্তু সুন্দর করেই লিখেছেন।

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

নক্ষত্রপথ বলেছেন: ভাল কাহিনি বানাইসেন। আরো নতুন নতুন ইতিহাস চাই।
http://bdnewseveryday.com/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.