নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাডমিন্টন আর গুডমিন্টন দুই ভাই। একবার ইংল্যান্ডে প্রবল তুষারপাতে গুডমিন্টনের ছোটভাই ব্যাডমিন্টন মারা যায়। এই শোক ভোলার জন্য ব্যাডমিন্টনের বড়ভাই গুডমিন্টন আর তাদের বাপ লর্ড মাউন্টব্যাটেন এক খেলা আবিস্কার করেন। এই খেলায় তারা একইভাবে তুষারপাতে মরে যাওয়া পাখির পালক দিয়ে বানান ফেদার। আর মরে যাওয়া পাইন গাছের ডাল দিয়ে তৈরি হয় ব্যাট। তুষারপাতে প্রান হারানো শিশু ব্যাডমিন্টনের স্মৃতি ধরে রাখতে এই খেলার নাম হয় ব্যাডমিন্টন।
ন ।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮
চারশবিশ বলেছেন: সত্য কইছেন তো!
কেমুন জানি খটকা লাগতাছে
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
চুক্কা বাঙ্গী বলেছেন: স্টোরিটা বেশি সহজ সরল হয়ে গেল না?
গুডমিন্টন, ব্যাডমিন্টন, স্যাডমিন্টন..
ড্যাডের নাম তো আর এক কাঠি উপরে.. লর্ড মাউন্টব্যাটেন!!
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৫
এম আর ইকবাল বলেছেন:
উইকিপিডিয়া থেকে
ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ভারতে নিযুক্ত ব্রিটিশ সেনা অফিসারেরা এই খেলা উদ্ভাবন করেন।তাঁরা ইংল্যান্ডের ঐতিহ্যবাহী খেলা ব্যাটলডোর ও শাটলককে একটি নেট যুক্ত করে এই খেলা চালু করেছিলেন। ব্রিটিশ গ্যারিসন নগরী পুনায় এই খেলা বিশেষ জনপ্রিয় ছিল বলে এই খেলার অপর নাম পুনাই। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে এই খেলা ইংল্যান্ডে ব্যাপক প্রচার পায়।
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫০
নস্টালজিক বলেছেন: আক্ষরিক অর্থেই সৃজনশীল!
জম্পেশ!
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫
পথহারা নাবিক বলেছেন: সত্য কইছেন তো!