নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অা মি ই সি নে মা

গ্যাব্রিয়েল সুমন

গাছ এসে গন্ধ টাইপ করে, আমরা পড়ি ...

গ্যাব্রিয়েল সুমন › বিস্তারিত পোস্টঃ

চানখাঁর পুলের ইতিহাস।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬

লোহারপুল তৈরির আগেই গেন্ডারিয়ায় যে কিছু কিছু ঘরবাড়ি ছিল, তার বিবরণ পাওয়া যায় কর্নেল ডেভিডসনের ভ্রমণবৃত্তান্ত থেকে। তবে এলাকাটি জমজমাট হয়ে ওঠে ১৮৮০ সালের দিকে। এ সময় গেন্ডারিয়ায় রজনীকান্ত চৌধুরী ও দীননাথ সেন জমি কিনে বাগানবাড়ি বানান। দিল্লী থেকে চান খাঁ নামে এক সৌখিন লোক এসে বাড়িটি কিনে নেন।



চান খাঁ সাহেব ছিলেন বিশিষ্ট ব্যান্জোবাদক। উনি অমাবশ্যা ও পুর্নিমা রাত ছাড়া ব্যান্জো বাজাতেন না। একবার বাজানো শুরু করলে সারারাত ধরে বাজাতেন। তবে এই বাজনা জনসাধারণের জন্য উন্মুক্ত ছিলো না। এমনকী তিনি কোন দরবারী বৈঠকেও বাজাতেন না। কথিত আছে, ব্যান্জো বাজাবার সময় তার হাতের আঙ্গুল দেখা যেত না।







চান খাঁ সাহেবের ছিলো ছয় স্ত্রী। এদের মধ্যে সর্বকণিষ্ঠার নাম ছিলো 'মেহের'

মেহের ছিলো নিতান্তই বালিকা। যে তার ব্যান্জো শুনে মুগ্ধ হয় এবং স্বীয় প্রেমিককে গুড বাই বলে, চান খাঁ সাহেব কে বিয়ে করে ফেলেন।



বলা বাহুল্য, চান খাঁর পুলটি মানুষ যাতায়াত বা পারাপারের জন্য নির্মান করা হয়েছিলো নাই। বসন্তকালে ঝিরিঝিরি বাতাসে খুব চন্দ্রিমা হলে পুলের একপাশে বসে ব্যান্জো বাজাতেন চান খাঁ সাহেব আর অন্য প্রান্তে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে ব্যান্জো শুনতেন মেহের ...





মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

শরৎ চৌধুরী বলেছেন: ইতিহাস তো কখনোই পুরোপুরি সত্য নয়, সেটা মানছি আগেই; গল্পটা কতখানি?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: পুরোপুরি সৃজনশীল ... ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯

তন্ময় ফেরদৌস বলেছেন: ইন্টারেস্টিং

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: তন্ময় কি খবর... ভালো আছো?

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯

মাঘের নীল আকাশ বলেছেন: আরেকটু তথ্যবহুল হলে ভালো হতো।

১৬ ই মে, ২০১৬ দুপুর ১:১৫

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: জি জি ঠিক ধরেছেন।।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮

এহসান সাবির বলেছেন: বেশ তো!!

১৬ ই মে, ২০১৬ দুপুর ১:১৫

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: হ্যাঁ তো।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২

নীল ভোমরা বলেছেন: নতুন তথ্য!...... উৎসের লিংক কই?!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: ট্যাগ দেখুন ....

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

শাশ্বত স্বপন বলেছেন: মুনতাসীর মামুনের ঢাকার ৪০০ বছরের ইতিহাস পড়েন, কাজে লাগবে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: অ... তাই নাকি?

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্যিই কী তাই?

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪

সিদ্ধার্থ. বলেছেন: আপনি নিঃসন্দেহে সঠিক ইতিহাসটি জানেন না ।


আসলে সপ্তদশ শতকের শেষের দিকে কুমুদ গঞ্জের জমিদার ছিলেন শের খাঁ।তিনি যখন ভ্রমনে বেরিয়েছিলেন তখন দেখেন খালের ওপারে স্নানরতা এক নারীকে ।ওই নারীকে দেখেই তার মন বিগলিত হয়ে পরে ।এতএব দ্রুত একটি পুল বানবার নির্দেশ দেন যাতে তিনি ওপারে গিয়ে প্রেম নিবেদন করতে পারেন ।


কথিত আছে মাত্র দুই ঘন্টায় পুলটি নির্মান হয়ে যায় ।তবে বর্তমানে যে পুল টি আছে সেটি অনেক পরে তৈরী ।

স্নান করা থেকে যেহেতু পুল টি তৈরি হয় তাই গ্রাম্য ভাষায় এটিকে "চান" খাঁর পুল বলা হয় ।

রেফারেন্স -মানজিত বন্দ্যোপাধ্যায় লিখিত "আদি বাংলার ইতিহাস "গ্রন্থের ৭৪৫ পাতা থেকে ৭৮৬ পাতা ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: আপনি একশো ভাগ ঠিক। এতে কোন সন্দেহ নাই।

আমার লেখার ট্যাগঃ সৃজনশীল ইতিহাস।।


ধন্যবাদ ...

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৭

ঢাকাবাসী বলেছেন: ইতিহাস -- তবু সুন্দর, ভাল লাগল।

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২১

সুমন কর বলেছেন: পড়ে গেলাম।

১৬ ই মে, ২০১৬ দুপুর ১:১৬

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: দেখে গেলাম কমেন্ট, রিপ্লাই ও দিচ্ছি।। :দ

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১০

সিদ্ধার্থ. বলেছেন: তাহলে আমার বানানো গল্পটা বাস্তব সম্মত হয়েছে ।

আমার কমেন্টটারও অদৃশ্য ট্যাগ ছিল-- সৃজনশীল ইতিহাস |


স্বাগতম । =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: সেটাই তো বললাম... আপনি একশো ভাগ ঠিক। এতে কোন সন্দেহ নাই। ...


Click This Link

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৪

পথহারা নাবিক বলেছেন: গল্পটা অনেক সুন্দর ছিলো!!

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

হাসান রেজভী বলেছেন: সুন্দর ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.