![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানিং কেমন এক বিষণ্নতায় ছেয়ে যাচ্ছে মন।একটা হরতাল ঘোষণা হলেই বুকটা ধক করে উঠে।পরের দিন কয়টা মৃত্যূ সংবাদ শুনতে হবে, কয়টা মায়ের বুক খালি হবে,আপনজনের কান্নায় ভারী হবে বাতাস। প্রতিপক্ষের মৃত্যূতে অনেকেই হয় উল্লষিত তখন মনটা দমে যায়, অসহায় লাগে খুব।ব্লগে ফেইসবুকে দেখি হিংসা বিদ্বেষ আর কুৎসা রটনা। একটাও ভালবাসার কথা নেই ,একটাও প্রেমের কবিতা নেই।কি জানি , যুদ্ধের নিয়ম হয়ত এটাই, ছিচকাঁদুনে হয়ে, মায়া কান্না জুড়ে দিয়ে হয়ত বিপ্লব হয়না।আমাদের অগ্রজদের কিছু ভুলের দায় মিটাচ্ছি আমরা, সংঘর্ষটা যে অনিবার্যই ছিল।তারপরও মানতে চায়না মন।আসুন সবাই বিনয়ী হই,শান্তির কথা বলি।
©somewhere in net ltd.