![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি কি অস্বাভাবিক মোটা বা চিকন? অল্পতেই ক্লান্ত হয়ে যান, বেশী ঘাম হয় বা বেশী শীত অনুভূত হয়, বুক ধড়ফড় করে, নার্ভাস থাকেন, বিষন্নতায় ভোগেন? তাহলে আপনার থাইরয়েড ফাংশনটা চেক করা দরকার। রক্তের TSH লেভেলটা দেখতে হবে, যদি TSH বেড়ে যায় তাহলে বুঝতে হবে থাইরয়েড হরমোন কমে গেছে, আর যদি TSH কমে যায় তাহলে বুঝতে হবে থাইরয়েড হরমোন বেড়ে গেছে। মনে রাখবেন, অনেক মানুষ আছে যারা থাইরয়েড রোগী কিন্ত তারা তা জানে না। রোগটা যখন ধরা পড়ে তখন অনেক দেরি হয়ে যেতে পারে।
২| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:০৬
শল্যবিদ বলেছেন: আপনি ইনিশিয়ালি একজন মেডিসিন বিশেষজ্ঞ দেখান, কিছু দরকারি টেস্ট করার পর প্রয়োজন হলে তিনিই এন্ডোক্রাইনোলজিস্ট এর কাছে রেফার করবেন।
৩| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৩
কলমের কালি শেষ বলেছেন: ভালো পোস্ট ।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৯
কাঠ পাতা বলেছেন: আমার এগুলোর কিছু কিছু মিল আছে কোন ডাক্তার দেখালে ভালো হয় ?