![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেগম সুফিয়া কামাল (জন্ম: ২০শে জুন, ১৯১১ - মৃত্যু: ২০শে নভেম্বর, ১৯৯৯) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে অতি পরিচিত ব্যক্তিত্ব।
আজ কবির জন্মদি্ন। কবির সাথে আমার প্রথম পরিচয় "হেমন্ত" কবিতার মাধ্যমে ।
তাই এই কবিতার মাধ্যমেই কবিকে আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি
সবুজ পাতার খামের ভেতর
হলুদ গাঁদা চিঠি লেখে
কোন্ পাথারের ওপার থেকে
আনল ডেকে হেমন্তকে?
আনল ডেকে মটরশুঁটি,
খেসারি আর কলাই ফুলে
আনল ডেকে কুয়াশাকে
সাঁঝ সকালে নদীর কূলে।
সকাল বেলায় শিশির ভেজা
ঘাসের ওপর চলতে গিয়ে
হাল্কা মধুর শীতের ছোঁয়ায়
শরীর ওঠে শিরশিরিয়ে।
আরও এল সাথে সাথে
নুতন গাছের খেজুর রসে
লোভ দেখিয়ে মিষ্টি পিঠা
মিষ্টি রোদে খেতে বসে।
হেমন্ত তার শিশির ভেজা
আঁচল তলে শিউলি বোঁটায়
চুপে চুপে রং মাখাল
আকাশ থেকে ফোঁটায় ফোঁটায়।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৭ রাত ১০:৫০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বাংলা কবিতায় তিনি অন্যতম সেরা কবি। তাাঁর কবিতা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। জন্ম দিনে আপনি তাঁকে স্মরণ করে সকলের দায়মুক্ত করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ।