নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা চাই তাহা ভুল করে চাই ,\n যাহা পাই তাহা চাই না ।

শঙ্খনীল শাকিল

আমি শাকিলুর রহমান।

শঙ্খনীল শাকিল › বিস্তারিত পোস্টঃ

মোর প্রিয়া হবে এসো রাণী!

০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:৪৩

নজরুলের একটি অসাধারণ রোমান্টিক গান
গানটি যতবারই শুনি, ততবারই একটা অন্যরকম ভালোলাগা কাজ করে।

মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির,
চৈতী চাঁদের দুল ।

কন্ঠে তোমার পরাবো বালিকা,
হংস-সারির দুলানো মালিকা ।
বিজলী জরীণ ফিতায় বাঁধিব,
মেঘ রং এলো চুল ।
মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।

জ্যোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল রং ছানি,
আলতা পরাব পায় ।
আমার গানের সাত-সুর দিয়া,
তোমার বাসর রচিব প্রিয়া ।
তোমারে ঘেরিয়া গাহিবে আমার,
কবিতার বুলবুল ।।

দেব খোঁপায় তারার ফুল ।
মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লাগল জাতীয় কবির গান।

২| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:১৪

শঙ্খনীল শাকিল বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.