নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা চাই তাহা ভুল করে চাই ,\n যাহা পাই তাহা চাই না ।

শঙ্খনীল শাকিল

আমি শাকিলুর রহমান।

শঙ্খনীল শাকিল › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির গান!

০৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৩

কবিগুরুর অসাধারন একটি বৃষ্টির গান




পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে।।

চেনাশোনার কোন্‌ বাইরে যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে।।

ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে।
যাবে না, যাবে না–
দেয়াল যত সব গেল টুটে
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা কোন্‌ বলরামের আমি চেলা,
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে–
যত মাতাল জুটে।

যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো।
পাব না, পাব না,
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে।।

পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে।।

চেনাশোনার কোন্‌ বাইরে যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে।।

ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে।
যাবে না, যাবে না–
দেয়াল যত সব গেল টুটে
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা কোন্‌ বলরামের আমি চেলা,
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে–
যত মাতাল জুটে।

যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো।
পাব না, পাব না,
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে।।





আরও কিছু গানের তালিকা দেয়া হল।সবগুলো গানই রবীন্দ্রনাথ ঠাকুরের।

১. আজ শ্রাবণের আমন্ত্রণে
২. আজি বরিষণমুখরিত
৩. আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে
৪. আমি তখন ছিলেম মগন গহন
৫. বাদল দিনে প্রথম কদম ফুল
৬. ভরা বাদর মাহ ভাদর
৭. বন্ধু রহো রহো সাথে
৮. ছায়া ঘনাইছে বনে বনে
৯. এমন দিনে তারে বলা যায়
১০.গগনে গগনে আপনার মনে
১১. গহন ঘন গগন ঘনাইয়া
১২.ঝরঝর বরিষে বারিধারা
১৩.কোন পুরাতন প্রাণের টানে
১৪. মেঘের কোলে কোলে যায় রে চলে
১৫. মেঘের পরে মেঘ
১৬.নীল নবঘনে আষাঢ় গগনে
১৭. ওগো আমার শ্রাবণমেঘের খেয়া তরীর মাঝি
১৮. ওই যে ঝড়ের মেঘের কোলে
১৯. ঐ মালতীলতা দোলে
২০. পাগলা হাওয়া বাদল দিনে
২১.শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে
২২. সখী আঁধারে একেলা ঘরে
২৩. শ্যামল ছায় নাইবা গেলে
২৪. উতল ধারা বাদল
২৫. উতল ধারা বাদল ঝরে। সকল বেলা একা ঘরে।
২৬. সঘন গহন রাত্রি, ঝরিছে শ্রাবণধারা
২৭. হেরিয়া শ্যামল ঘন নীল গগনে
২৮. শাওনঙ্গগন ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে।
২৯. মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে।
৩০. আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল, গেল রে দিন বয়ে।
৩১. আজি বারি ঝরে ঝরঝর ভরা বাদরে,
৩২. কাঁপিছে দেহলতা থরথর
৩৩. আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
৩৪. বাদল-মেঘে মাদল বাজে গুরুগুরু গগন-মাঝে।।
৩৫. তিমির-অবগুন্ঠনে বদন তব ঢাকি
৩৬. আকাশতলে দলে দলে মেঘ যে ডেকে যায়
৩৭. কদম্বেরই ঘেরি আষাঢ় মেঘের ছায়া খেলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.