নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে খুব ভালোবাসি। তাই আমি স্বপ্ন বানাই নিজের জন্য। অতপর সেই স্বপ্ন পূরনের ক্ষীণ চেষ্টা করি। আর আমার কোন (?) স্বপ্নই পূরন হয় না।

সপ্ন বালক

সীমাহীন জ্ঞানের মায়াজালে অষ্টপৃষ্টে জড়িয়ে যাচ্ছি। প্রতি মুহুর্তে তাই মুক্তির প্রচেষ্ঠায় এই ব্লগে আগমন।

সপ্ন বালক › বিস্তারিত পোস্টঃ

সজাগ

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭



এই মুহুর্তে সজাগ থাকা বড্ড প্রয়োজন
বর্বরচিত হামলার জবাব হবে ঘৃনায়
অন্যায়ের প্রতিবাদ হবে নীরব বিপ্লবে
তাই এখন সজাগ থাকা বড্ড প্রয়োজন

বৈশ্বয়িক যোগাযোগে স্বৈরাচারী কালো হাত
লালচে কালো রক্ত পিন্ডে রঞ্জিত রাজপথ
প্রচারিত শান্তির ধর্মে বিদ্রুপ মতামত
তাই এখনই তীক্ষ্ণ সজাগ থাকাই শ্রেষ্ঠ পথ

রাজনীতির কূটকৌশল আর শোষনের অঙ্গীকার
ছিনিয়ে নিচ্ছে আপামর জনতার সকল অভিমত
শোষনের যাঁতাকলে নিঃশোষিত সাধারন জনমত
তীক্ষ্ণ সজাগ থাকার এখনই সেই সময়

ঘাম ঝড়ানো শ্রমের অর্থ লুটেরার সম্পদ
সাম্রাজ্যবাদের আদলে সমাজতন্ত্রের নিপাত
হকের পুজি বিলাশিতার একমাত্র খোড়াক
তাই এখন সজাগ থাকার তীব্র দরকার

চেতনাধারী ও চেতনাবিরোধী দ্বিধাবিভক্ত সমাজ
নাস্তিক কিংবা আস্তিকের চাদর মুড়ে বসবাস
সুশোভিত প্রচারকের পোষাক নাকি শুধুই লেবাস
হে জনতা সময় এখন সজাগ থাকার অভ্যাস

ধিক্কার তোমার মানবতা, ধিক্কার তোমার মহাত্বতা
শান্তি প্রচারের নামে অপহরণ গুম খুন হত্যা
বৃষ্টির ন্যায় বোমা বর্ষন আর অসভ্যতার চিৎকার
সজাগ হবার বেলায় তোমার নিরাপত্তার দরকার

বাকস্বাধীনতা মুক্তমনা ধর্মনিরপেক্ষতা আধুনিক সভ্যতা
কঠিন কঠিন শব্দ সম্ভারে মানব জীবনের বিপর্যয়তা
ঝড় নয় সাইক্লোন নয় ফুলে উঠা জলোচ্ছ্বাসও নয়
ভূমিকম্পে নেড়ে উঠা সত্তায় সজাগ থাকাই সহায়

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই
মানব রূপী জানোয়ারদের তাই সমাজে ঠাই নাই
বৃদ্ধ যুবক তরুণ শিশু সকলের সজাগ থাকা চাই
পৃথিবীতে বাচতে হলে সজাগ বিনে উপায় নাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

মাধব বলেছেন: সময় উপযোগী লিখা পড়ে ভালো লাগলো।

২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

সপ্ন বালক বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.