নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে খুব ভালোবাসি। তাই আমি স্বপ্ন বানাই নিজের জন্য। অতপর সেই স্বপ্ন পূরনের ক্ষীণ চেষ্টা করি। আর আমার কোন (?) স্বপ্নই পূরন হয় না।

সপ্ন বালক

সীমাহীন জ্ঞানের মায়াজালে অষ্টপৃষ্টে জড়িয়ে যাচ্ছি। প্রতি মুহুর্তে তাই মুক্তির প্রচেষ্ঠায় এই ব্লগে আগমন।

সপ্ন বালক › বিস্তারিত পোস্টঃ

অঙ্গীকার

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪

কাব্য যখন মনের ক্যানভাসে
ছড়ায় আবির সৃষ্টি সুখের উল্লাসে
পঙক্তিগুলো রাঙ্গায় নিজে নতুন কোন সাজে।

শব্দগুলো শব্দে মিশে লুকায় নিজের মানে
রূপকথার মায়াজালে লোকচক্ষুর অন্তরালে
ঝড় তুলে যায় ন্যায় অন্যায়ের প্রতিবাদে।

কাব্য যখন কবির ভাষা সৃষ্টি তার সর্বনাশা
আম জনতা চাষাভুষা জাগায় তাদের মনের আশা
জ্বলবে আগুন পুড়বে মাচা শোষন পড়বে ছাইয়ের চাপা।

তাকিয়ে দেখ উড়ছে হেতা লাল সবুজের পতাকা
লক্ষ কোটির প্রানের দামে অর্জিত তার স্বাধীনতা
ভুলন্ঠিত হবে সেই মর্যাদা, মানি না মানব না।

স্বার্থবাদী ভোগবিলাসী ক্ষমতালোভী রক্ত পিচাশী
চুষছে হক তোমার আমার গড়ছে নিজের সোনার পাহাড়
লুটছে গোলা, ভাসাচ্ছে ভেলা, দিচ্ছে পাড়ি অন্য হেথা।

একাত্তরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার
বুঝে নাও মিটিয়ে নাও আছে যত দেনদরবার
ছাড় হবে না-ছাড় হবে না নতুন প্রজন্মের এই অঙ্গীকার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.