নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে খুব ভালোবাসি। তাই আমি স্বপ্ন বানাই নিজের জন্য। অতপর সেই স্বপ্ন পূরনের ক্ষীণ চেষ্টা করি। আর আমার কোন (?) স্বপ্নই পূরন হয় না।

সপ্ন বালক

সীমাহীন জ্ঞানের মায়াজালে অষ্টপৃষ্টে জড়িয়ে যাচ্ছি। প্রতি মুহুর্তে তাই মুক্তির প্রচেষ্ঠায় এই ব্লগে আগমন।

সপ্ন বালক › বিস্তারিত পোস্টঃ

জন্ম থেকে সৎকারে

২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

যুগ থেকে যুগান্তরে, জন্ম থেকে জন্মান্তরে, পার্থিব জগতে চাওয়া না পাওয়ার সমীকরণে
দেশ থেকে দেশান্তরে, দিগ থেকে দিগন্তে, খুজে না পাওয়া এক ইশ্বরের সন্ধানে।
শ্রদ্ধা ভক্তি উৎসব বিধান কিংবা পর্বনে, জানা অজানা কৃষ্টি আর অসংখ্য নিয়মে
বোধ বুদ্ধি বিবেচনায় বাধা আচার অনাচারে, পালন করে যায় জন্ম থেকে সৎকারে।

ভূল্যোক দ্যুলোক কিংবা থাকে যদি কিছু আরও, গ্রহ তারা নক্ষত্র কিংবা নিহারিকা আছে যতো
ছোট্ট এ জগতে দেব দেবতা খোদা লর্ড আছে তত, ক্ষুদ্র জ্ঞানে সল্প প্রানে কে খুজিবে নিজের মতো।
জীবন মানে সকালে ফোটা গোলাপের মতো, সময়ের আবর্তনে শুকিয়ে যায় পাপড়ের মতো
মৃত্যু আলিঙ্গন যখন চিরন্তন সত্য নিজের নিজের বলে চিৎকার বৃথাই তত।

সূর্যের আবর্তনকে দিন থেকে রাত মেনে ঘড়ির কাটার ঘূর্নয়নে বয়সের মান গুনে
অর্থ কিংবা সম্মানে জীবনের মানে খুজে, সৃষ্টিকে স্রষ্টার লীলা ভেবে চোখ বুঝে।
স্বর্গ আর নরকের ভঁয়ে ধর্মের বেড়াজালে সমাজের দেওয়া দুঃখ কষ্ট আর ক্লেশে
জন্ম যখন পরীক্ষা কিংবা শাস্তি ভেবে শৈশব থেকে বার্ধক্য কাটে শুধু সুখেরই খোজে।

শত থেকে শতাব্দীর পথে বয়ে চলে জীবন একই রীতিতে, ক্ষীন থেকে স্থুল সুতোর পাকে
বেধে যায় প্রজন্ম থেকে প্রজন্মের এক বিস্মৃত মায়াজালে, রীতি হয়ে যায় জন্মে আর সৎকারে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.