নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে খুব ভালোবাসি। তাই আমি স্বপ্ন বানাই নিজের জন্য। অতপর সেই স্বপ্ন পূরনের ক্ষীণ চেষ্টা করি। আর আমার কোন (?) স্বপ্নই পূরন হয় না।

সপ্ন বালক

সীমাহীন জ্ঞানের মায়াজালে অষ্টপৃষ্টে জড়িয়ে যাচ্ছি। প্রতি মুহুর্তে তাই মুক্তির প্রচেষ্ঠায় এই ব্লগে আগমন।

সপ্ন বালক › বিস্তারিত পোস্টঃ

শূন্য।

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১০

চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ছায়াপথ আর নীহারিকা
মহাবিশ্ব কিংবা আছে যা আরও ব্যপকতা
ক্ষুদ্র আমি এক নিঃসঙ্গ বড় একা।
জন্মেছিলাম আমি কোন এক শূন্যতায়
যার নাম দিয়েছি সময়ের ছত্রছায়ায়
তিথি-কাল-লগ্ন-ক্ষণ কিংবা ঘণ্টায়।
অঃতপর বেড়ে উঠি সময়ের নিয়েমে
মাপকাঠি যার ছায়া আর দিগন্তে
এমনিভাবে বয়স বাড়ে নিজের অজান্তে।
জন্মেছিলাম বলে কেদেছিলাম আমি-
ক্ষুধা-তৃষ্ণা, ব্যথা কিংবা অভিমান বোধে
ভেবেছিলাম সুখ হবে সব আমার অধীনে।
বয়স বাড়ে-ইচ্ছে মড়ে, আবার নতুন জাগে
আমিও পুরোনো সেই সুখের সন্ধানে
চলতে থাকি তিথি-কাল-লগ্ন মেনে।
পথ চলতে নানা বাধা- এখানেই দুঃখের দেখা,
যুদ্ধ বাধে তুমুল বেগে চলতি পথে-
সুখ নাকি পাব এই দুঃখ জয়ে।
লড়াই চলে-লড়াই জমে, সাথে আরও সঙ্গী জোটে
আমাকে তো যেতেই হবে, সুখেরই সন্ধানে।
নাম দিয়েছি যার জীবন যুদ্ধ নিজেই তার মারনাস্র
খুন করব দুঃখ-কষ্ট কোথায় কি গ্রহ-নক্ষত্র
সময় বয়ে যায় নদীর মত রুখবে তা আর কার সাধ্য।
যেদিন এইটুকো; জন্মেছিলাম আমি
এখন আমি মস্ত বড়,
সবাই বলে আমি নাকি বৃদ্ধ বা বুড়ো।
লড়াই চলে সেই পুরোনো খেয়ালে
আমি ফিরে দেখি দুঃখ-জয়ী বীরের বেশে
সুখ যে লুটিয়ে আমার পদতলে।
ঐ যে বলেছিলাম, জন্মেছি শূন্যতায়,
এবার যুদ্ধ জয়ে চলে যেতে হবে শূন্যতায়,
যার নাম দিয়েছি মৃত্যুউপত্যকায়।
চন্দ্র-সূর্য-গ্রহ-তারা-নক্ষত্র আর নিহারীকা
ধুমকেতু-গ্যলাক্সি কিংবা মিল্কিওয়ে
সুখজয়ী বীর চলে মৃত্যুউপত্যকা ধরে।
জন্ম মানেই ছুটে চলা মৃত্যুর সন্ধানে
মাঝখানে আছে শুধু শূন্যতার মানে
শুরুতেই শূন্য শেষেও শূন্য
শুধু শূন্য, শূন্য আর শূন্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.