![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সীমাহীন জ্ঞানের মায়াজালে অষ্টপৃষ্টে জড়িয়ে যাচ্ছি। প্রতি মুহুর্তে তাই মুক্তির প্রচেষ্ঠায় এই ব্লগে আগমন।
কেউ লাইক কমেন্ট আর শেয়ার দেয় না
দশটি বছর কেটে গেল ফেইসবুকে
কেউ লাইক কমেন্ট আর শেয়ার দেয় না।
একাউন্ট খোলার কিছুদিন পরে
একটি ফেকআইডি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিল
বলেছিল অনেক অনেক ফ্রেন্ড এর সাজেসন দিয়ে দিবে
নয়টি বছর অপেক্ষায় আছি, সে আর সাজেশন দিল না।
ইউনিভার্সিটির বন্ধু কাদের আলি বলেছিল
পোষ্টাও বন্ধু, লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে উড়ায়ে দিব।
পোষ্টের জন্য টাইপ করতে করতে কী-বোর্ডের ছাল গেছে ছিলে
ওয়েলে জমেছে শত শত পোষ্ট
তবু কেউ আমাকে লাইক কমেন্ট আর শেয়ার দেয় না
আমি আর কত পোষ্টাবো কাদের আলি?
ব্রাউজ করতে করতে দেখেছি অন্যের পোষ্টে
কত শত লাইকস
সুন্দর সুন্দর নারীরা দিয়েছে কমেন্টস
আমি একটিও কমেন্টস পাই নি তখনো
বাবা কমেন্ট করেছিল দেখিস তোকেও একদিন দিবে
বাবার ইন্টারনেট প্যাক এখন ফুড়িয়ে গেছে
আমার পোস্টেও আর কেউ কমেন্ট করে নি।
আমার টাইমলাইনে শেয়ার দিয়ে জিনিয়া বলেছিল
আমার পোষ্টটি শেয়ার করে দিও
দেখো একদিন অন্যরাও তোমারটি শেয়ার দিবে
শেয়ার এর আশায় আমি কিনেছে আনলিমিটেড প্যাক
চালিয়েছি দূর্বার গতির থ্রি জি ইন্টারনেট
অন্যের স্ট্যাটাসে দিয়েছি অহেতুক লাইক কমেন্ট আর শেয়ার
কথা রাখে নি জিনিয়া
অন্য পাচ জন পপুলারের মত সেও আজ পপুলার
তার ওয়ালেও আজ হাজারো লাইকস আর কমেন্টস
সে আজ লেখিকা।
দশটি বছর কেটে গেল কেউ লাইক কমেন্ট আর শেয়ার দিল না
কেউ লাইক কমেন্ট আর শেয়ার দেয় না।
(বিঃদ্রঃ এটি প্যারোডি করার জন্য নয়। অদ্ভুত খেয়ালে সুনিল গঙ্গোপাধ্যায় এর কেউ কথা রাখে নি কবিতাটির অনুপ্রেরনায় লেখা হয়েছে। কারো কাছে খারাপ লাগলে আগেই ক্ষমা প্রার্থনা করছি।)
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২২
সপ্ন বালক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫
স্ট্রাটাজেম বলেছেন: কেউ কথা রাখেনি ..............
কেউ আমার জন্য কাঁদেওনী .।.।.।.।।।
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৩
সপ্ন বালক বলেছেন: :'( কেউ কারো জন্য কাদে না।
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮
এহসান সাবির বলেছেন: আমি আর কত পোষ্টাবো কাদের আলি?
২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
সপ্ন বালক বলেছেন: যতক্ষন আপনারা কমেন্ট না দেন।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লিখেছেন
২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
সপ্ন বালক বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২
ইফতেখার রাজু বলেছেন: অনেক ভাল লিখেছেন.........কেউ কথা রাখেনি........রাখেও না