![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সীমাহীন জ্ঞানের মায়াজালে অষ্টপৃষ্টে জড়িয়ে যাচ্ছি। প্রতি মুহুর্তে তাই মুক্তির প্রচেষ্ঠায় এই ব্লগে আগমন।
ইদানিং ফেইসবুকে ইসলাম এর পক্ষে ও বিপক্ষে নানা রকম পোষ্ট ও ছবি প্রচার করা হচ্ছে। আমরাও কোন বিচার বিশ্লেষণ না করেই এগুলোতে লাইক ও শেয়ার করে দিচ্ছি। এ ধরনের পোষ্ট ও ছবির প্রাইভেসি পাবলিক মুড এ থাকায় তা খুব সহজেই দ্রুত আমাদের মাধ্যমেই আমাদের কমিউনিটিতে ছড়িয়ে যাচ্ছে । একই সাথে সেই পেইজটিও আমাদের নিজেদের অজান্তেই একটি প্রচার মাধ্যম হিসেবে আত্বপ্রকাশ করছে। আমরা একবারও ভাবছি না এ সকল প্রচারের পিছনের উদ্দেশ্য কি?
ইসলাম হচ্ছে বিশ্বাস। এক সৃষ্টিকর্তার উপর বিশ্বাসের মাধ্যমে এই ধর্মের স্থাপন করা হয়েছে। আর যিনি এই বিশ্বাসের উপর অটল, তাকে কখনই সেখান থেকে বিচ্যুত করা যায় না। সুতারং এই শক্তিকে কাজে লাগিয়ে কতিপয় স্বার্থান্বেসী মহল সমাজে ক্ষমতা হাসিলের লক্ষে অপপ্রচার চালাচ্ছে। আর আমরা এতটাই হতভাগা যে, আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী হতে পেরেছি কিন্তু তার সাথে সাথে অন্ধও হয়ে গিয়েছি। মানে আমরা এখন অন্ধ বিশ্বাসী। আর একজন অন্ধকে আপনি যদি লাইটপোষ্ট এর খাম্বা অনুভব করিয়ে বলেন এটি একটি বট গাছ তবে সে তাই বিশ্বাস করবে।
যে বা যারা কোন কিছু হাসিলের জন্য মহা পরিকল্পনা করে তাদেরকে বলা হয় মাষ্টার মাইন্ড। আর এরা সমাজ ও মানবজাতির জন্য এক বিভিষিকা। এরা আপনার বিশ্বাস নিয়েই কৌশলে খেলবে। কৌশলগুলো তুলে ধরা যাকঃ
কৌশল ১ঃ এরা প্রথমে আপনাকে আপনার বিশ্বাসের বিষয়গুলো নিয়ে ভালো ভালো ছবি দেখাবে। যেমন- পবিত্র কাবা শরীফ, রওজা শরীফ, সেজদাহরত কোন উম্মাহ, মহান সৃষ্টিকর্তার কোন নির্দেষনা, কুরআন মজিদ এর ছবি ইত্যাদি। আপনি এগুলো দেখবেন এবং স্বাভাবিক ভাবেই লাইক দিবেন।
কৌশল ২ঃ কৌশল ১ কে যেন কেউ এড়িয়ে না যায় সেক্ষেত্রে আমাদের বিশ্বাসকে ব্লাকমেইল করা হয়। যেমনঃ কৌশল ১ এর একটি ছবির সাথে বেমানান অন্য একটি ছবি লাগিয়ে বলা হয় আপনি যদি ভালোটির সাথে একমত হন তবে লাইক দিন। ধরুন কোরআন তেলওয়াতরত এক নারীর ছবির সাথে পর্দাহীন এক নারীর ছবি দেয়া হল। এখানে দুটি সাইকোলজী টেষ্ট হয়; প্রথমটি ছেলেরা নারীর ছবি দেখে আকৃষ্ট হয় ও অতপর লেখাটি পড়ার পর ভালোর প্রতি সমর্থনে লাইক এবং শেয়ার দেয়।
কৌশল ৩ঃ এখানে বিভিন্ন হাদিস লিখে ছবি হিসেবে পোষ্ট করা হয় এবং বলা হয় এটি আরও ১০০ জনের কাছে পৌছে দিলে আপনার এত এত নেকি হাসিল হবে, কিংবা আপনি শিগরই কোন সু-সংবাদ পাবেন। আগেই বলেছি আমরা ধর্মান্ধ ও ইসলাম ধর্ম সম্পর্কে উদাসীনভাবে সীমিত জ্ঞান অর্জন করার কারনে আমরা এগুলোর সত্যতা যাচাই করতে পারি না এবং খুব সহজেই তাদের স্বার্থানুযায়ী কাজ করি।
কৌশল ৪ঃ এ প্রক্রিয়ায় ক্ষোভ জাগনিয়া ছবি পোষ্ট করা হয়। যার বেশিরভাগই ফটোশপ এডিট কিংবা ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হয়। যেমনঃ কোন ব্যাক্তির পায়ের নিচে কোরআন রেখে নতুবা কোন অন্যধর্মালম্বীদের দ্বারা কোরআন পুড়িয়ে অন্যথায় কোন মুসলিম উম্মাহকে নির্যাতিত অবস্থায় দেখিয়ে। এখানে অনেকে দ্বিমত পোষন করবেন যে সত্যিকারেও এ ধরনের ঘটনা ঘটছে। হ্যা সত্যি তাই। ঘটছে। আর সেটা ঘটানোও হচ্ছে কৌশল ১, কৌশল ২ কিংবা কৌশল ৩ এর সাহায্য নিয়ে। একটু চোখকান খোলা রেখে সাম্প্রতিক দাঙ্গার বিষয়বস্তুগুলো জানুন তাহলেই এর সত্যতা খুজে পাবেন।
কৌশল ৫ঃ এই চরম প্রক্রিয়াটি হচ্ছে স্বার্থ হাসিলের সর্বোচ্চ অবস্থা। আপনি যদি প্রথম ৪ টি কৌশলের ফাদে পরেন তা হলে অবশ্যই আপনি তাদের এই কৌশলটি বিশ্বাস করবেন। এখানেই তারা তাদের প্রতিপক্ষের ছবি সমেত তাদেরকে নাস্তিক আখ্যা দিবে এবং তাদের কার্যকলাপ বর্ণনা করবে, ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে অন্য দেশসমূহের প্রতি প্রতিহিংসার জন্ম দিবে, কোন ব্রান্ডের প্রতি বিরূপ মনোভব সৃষ্টি করাবে ইত্যাদি। কিংবা অন্য ধর্মের কিছু বিষয় আপনার সামনে এমন ভাবে তুলে ধরবে যেন সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মুসলিমদের শত্রু। এ কৌশলটি যুগযুগ ধরে রাজনৈতিক ও বানিজ্যিক ফায়দা হাসিলের উদ্দ্যেশ্যে করা হয়েছে। এই যে দ্বন্ধের বীজ তা আমাদের পূর্বপুরুষদের মাঝে বিস্তার করা হয়েছিল এবং তা জিইয়ে রেখে উপনিবেশিক শাষন বহাল করা হয়েছিল। পরবর্তিতে পূর্ব-পাকিস্তান, পশ্চিম-পাকিস্তান ও ভারত একই ভাবে তাদের শাষন বহাল রাখে। বর্তমানে বাংলাদেশে যখন শিক্ষা ও সচেতনতা নতুন প্রজন্মের কাছে জ্ঞানের আলো নিয়ে এসেছে তখন তাদের বিভ্রান্ত করার জন্য নতুনভাবে এই বীজ বপন করা হচ্ছে। অনেকটা অসচেতন ভাবেই এই বীজ বপনের অংশীদার আমরাই হচ্ছি।
শুধু ইসলামের বিরুদ্ধে নয় অন্য সব ধর্মের ক্ষেত্রেও এই অসৎ চক্র একইভাবে কৌশল অবলম্বন করছে নিজেদের রাজনৈতিক ও ব্যবসায়িক সফলতা লাভের জন্য। আমাদের সমাজের একাত্বতা যত ভাঙ্গা সম্ভব ততই আমরা দূর্বল হয়ে পড়ব এবং আমাদেরকে শোষন করা ততই সহজ হয়ে যাবে। তাই যথাসম্ভব আমাদের উচিত চোখ কান খোলা রেখে কি লাইক করছি আর কি শেয়ার করছি তা যেন একটু বিবেচনা করে দেখি। কারন আজকাল ফেইসবুক প্রত্যান্ত গ্রামঞ্ছলে ছড়িয়ে পড়ছে এবং তা সকল বয়সের, শ্রেণী পেশার মানুষের কাছে। যেখানে আমাদের জ্ঞানের মাধ্যমে মানবতা ও সফলতা বিকাশের কথা, সেখানে আজকে সাম্প্রদায়িকতা, ধর্মের ভুল ব্যখ্যা, সচেতনতার মাধ্যমগুলোকে ভুলভাবে মানুষের সামনে তুলে ধরা ও আমাদের শোষিত হবার নতুন পরিকল্পনার অংশ করা হচ্ছে। আমাদের যাতে এর অংশীদার না করা যায় সেদিকে দয়া করে সচেতন হই। এটা মানুষ হিসেবে আমাদের দায়িত্ব, যদি আমরা নিজেদের সত্যিকার অর্থে আশরাফুল মাখলুখাত ভেবে থাকি।
২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫
সপ্ন বালক বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। আমার নিজের জন্য লেখাটি হিট খাবার প্রোয়জন নেই। তবে যারা বিষয়টি উপলব্ধি করেও চুপ করে আছে তাদের যদি এসকল বিষয়ে কিছু লেখার মনোভাব প্রকাশ পায় তবে সেটিই হবে আমাদের প্রাপ্তি।
আর আমাদের চোখ কান খোলাই আছে তারপরও কেন যেন আমরা আমাদের ইচ্ছের দরজায় তালা দিয়ে রেখেছি। আশা করি শিঘ্রই আমরা আমাদের এই তালা খুলে দিব।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫
আরণ্যক রাখাল বলেছেন: খারাপ বলেননি।
২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯
সপ্ন বালক বলেছেন: ভালো বলেছি কি না জানি না। যা উপলব্ধি করলাম তাই তুলে ধরার চেষ্টা আরকি।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
ফেরদৌসা রুহী বলেছেন: ঠিক কথা বলেছেন।
আমাদের দেশে লাইক আর কমেন্টের যে বিশ্রী অবস্থা ফেইসবুকে তা দেখে মনে হয় আমরা দেশের বেশির ভাগ মানুষ ফেইসবুক ব্যবহারের উপযুক্ত না।
২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
সপ্ন বালক বলেছেন: ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।
আসলে আমরা সকলেই আমাদের মত করেই ফেইসবুক ব্যবহার করব। সামাজিক মাধ্যমের যে শক্তি রয়েছে তার একটি অংশ তারাও। এই মাধ্যমকেই ব্যবহার করে অনেক মানুষকে সচেতন করা যায়। তাই আমাদেরকেই চেষ্টা করতে হবে যাতে এই শক্তিকে বেহাত না হয়।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬
প্রামানিক বলেছেন: অনেক সুন্দর বক্তব্য তুলে ধরেছেন। ধন্যবাদ
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০
সপ্ন বালক বলেছেন: কষ্ট করে পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬
বিজন রয় বলেছেন: ভাল কথা।
++
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১
সপ্ন বালক বলেছেন: কেউ মানে নারে ভাই। বোঝারই চেষ্টা করে না।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭
অন্ধবিন্দু বলেছেন:
আমাদের সমাজের একাত্বতা যত ভাঙ্গা সম্ভব ততই আমরা দূর্বল হয়ে পড়ব এবং আমাদেরকে শোষন করা ততই সহজ হয়ে যাবে।
একদম ঠিক কথা বলেছেন, সপ্ন বালক। এই বিভ্রান্ত করার বীজ বপনের চেষ্টা সব কালেই ছিলো। যার প্রতিষেধক হলো দায়িত্ব নিয়ে কথা বলা ও সচেতন থাকা। আমরা সেটা করতে পারছি না। যেমন আপনার এই লিখাটি খুব একটা হিট খাবে না। আবার, চুলকানিমুলক, যৌন সুড়সুড়ি জাতিয় কিছু লিখেন, ব্যাস বিকাশ কাকে বলে তা দেখা যাবে! হাহ হাহ।
নিজেদের চোখ কান খোলা রেখে যদি চলতেম, অনেক সমস্যা সৃষ্টিই হতো না।