নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে খুব ভালোবাসি। তাই আমি স্বপ্ন বানাই নিজের জন্য। অতপর সেই স্বপ্ন পূরনের ক্ষীণ চেষ্টা করি। আর আমার কোন (?) স্বপ্নই পূরন হয় না।

সপ্ন বালক

সীমাহীন জ্ঞানের মায়াজালে অষ্টপৃষ্টে জড়িয়ে যাচ্ছি। প্রতি মুহুর্তে তাই মুক্তির প্রচেষ্ঠায় এই ব্লগে আগমন।

সপ্ন বালক › বিস্তারিত পোস্টঃ

বিদ্রোহ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

অদৃশ্য চাদরমুড়ে একে একে বিদায় নিয়েছে তারা
একসময় যারা লেলিহান শিখার মত প্রজ্বলিত হত
সময়ের গতিপথ বদলে যেত যাদের ইশারায়
হৃদয়ে দোলা দিয়ে যেত দুইশত মাইল বেগের সাইক্লোন
দমকা হাওয়ায় উড়িয়ে দিত যত অন্যায় অবিচার আর শোষন
রাষ্ট্রযন্ত্রের নির্মম যাঁতাকলে পিষ্ট হতে হতে
জাগতিক সুখ-দুঃখের মায়াজালে জড়িয়ে
লোভ-লিপ্সা আর কামুকে আধারে মিলিয়ে গেল তারা।

মোহ যখন আচ্ছন্ন করলো তাদের স্বত্বাকে
ঘুনেপোকার মত একটু একটু করে ভঙ্গুর করে দিল ভিতরটাকে
নানা নামের মাদকনেশায় বুদ হয়ে রইল তারা
একে একে শারীরিক মৃত্যু হল তাদের
বাকিরা রইল ঘুনেখাওয়া জীর্ণ তক্তাপোষের পায়া হয়ে।
যাদের আবেগে উত্তাল হত পদ্মা, মেঘনা আর যমুনার সর্বগ্রাসী স্রোত
তাদের শুধু এখন রইল প্রেম ভালোবাসা আর শোষিত হবার ঝোক।

হ্যা, আমি তাদের কথা বলছি
যারা অমাবস্যার রাতে বুকে তাজা মাইন বেধে নেমেছিল জলে
যারা আধুনিক সমরাস্রের সামনে ঝাপিয়ে পড়েছিল সড়কি বল্লম হাতে
যাদের দু বাহুতে যা না ছিল তার শতগুণ ছিল বুকে।
একে একে তারা দেখেছে সতীর্থের রক্তমাখা দেহ
দেখেছে সত্যভাষন বুকে নিয়ে হুঙ্কার তোলা তেজী যুবক
অতঃপর; অতঃপর তারা হাড়িয়ে গেছে ধীরে ধীরে
অস্তমিত সূর্য যেমনি ডুবে যায় সাগর জলে।

আমরা জানি- অস্তমিত সূর্য আবার দেখা দিবে পূব আকাশে
তিমির রাত্রি পলকেই উজ্বল হয়ে যাবে দীপ্ত রবি কিরণে
নিমিষেই ক্লান্তি রূপ নিবে লাগামহীন উম্মাদনায়
একে একে বেরিয়ে আসবে হাজার হাজার কন্টকাবৃত তাজা গোলাপ,
ঠিক তখনই আমরা দেখব নতুন এক বাগান
মালিকে বিদ্ধ হতে হবে কাটায় যদি তারা মাতে বধের নেশায়।

আপাতত তারা সুশোভিত অন্যের ড্রইং কিংবা বেডরুমের ফুলদানীতে
দক্ষিনা বাতাস এর পরিবর্তে নিচ্ছে শীতল এসির আমেজ
হয়ত তারা সুশোভিত কোন রমণীর খোপায় কিংবা মায়ায়
নয়ত সে শোষকের সম্মানে সাজানো টেবিলে হাজার টাকায়
অতঃপর দিনশেষে শুকিয়ে গিয়ে আস্তাকুরের আড্ডায়।

আমি বলছি তোমার কথা যাকে কবি বলেছিল বীর
যার তুলনা ছিল শিখর হিমাদ্রির
আমি বলছি তোমার কথা
যে এনে দিয়েছিল একে একে আমাদের স্বাধীনতা।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

মুসাফির নামা বলেছেন: লোভ-লিপ্সা আর কামুকে আধারে মিলিয়ে গেল তারা।সুন্দর

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

সপ্ন বালক বলেছেন: ধন্যবাদ। :)

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

অগ্নি কল্লোল বলেছেন: অসাধারণ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

সপ্ন বালক বলেছেন: এই একটু আধটু চেষ্টা আর কি। খুশি হলাম যে আপনার ভালো লেগেছে জেনে। ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। :)

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

আজাদ মোল্লা বলেছেন: চমৎকার হয়েছে ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭

সপ্ন বালক বলেছেন: ধন্যবাদ।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

বিজন রয় বলেছেন: অসাম লেখা।
++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.